০৬ জানুয়ারি ২০২৫

Bangladesh Protests: MeherAfrozShaon Arrested for Supporting Hasina

ইউনুসের প্রতি বিরুপ মনোভাবেই কি আটক মেহের আফরোজ শাওন?

বাংলাদেশি অভিনেত্রী মেহের আফরোজ শাওন, জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য কন্যা, ৬ ফেব্রুয়ারি ২০২৫ ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা 'রাষ্ট্রদ্রোহের' অভিযোগে আটক করে, পরের দিন তিনি মুক্তি পানI বাংলাদেশের ছাত্র আন্দোলনেও শাওন শেখ হাসিনা-সমর্থক ছিলেন।তার ফলেই কি প্রতিশোধের ইঙ্গিত দিল ইউনুস সরকার?

রাজনৈতিক ক্ষেত্রে দৃঢ়তার পরিচয়ে কি গ্রেপ্তার মেহের আফরোজ শাওন?

  • বর্ন্যাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী প্রকৌশলী মোহাম্মদ আলী। বর্তমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসন থেকে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এমনকি তার মেয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সংরক্ষিত আসনের এমপি প্রার্থী ছিলেন।
  • মা তহুরা আলি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। ফলে বাবা ও মায়ের গভীর রাজনৈতিক প্রভাব তিনিও কলেজ জীবন থেকেই মোটামুটি সক্রিয়ভাবে আন্দোলন, বিক্ষোভে সামিল ছিলেন।
  • শাওনের পিতা জনাব মহম্মদ আলি ছিলেন আওয়ামী লিগের মনোনীত সদস্য হওয়ারফলে বাংলাদেশে হাসিনার পদত্যাগের সময় তীব্র বিরোধিতা করেন শাওন।
  • তার ফলেই রাষ্ট্দ্রোহিতার অভিযোগে ঢাকার ধানমণ্ডি এলাকার বসত বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শাওনকে। গ্রেপ্তারের রাতেই তার বাড়িতে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয়।
  • রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। যদিও তিনি পরের দিন তিনি মুক্তি পানI
  • যদিও মেহের আফরোজ শাওন রাজনৈতিক ক্ষেত্র নিয়ে তিনি তার ক্যারিয়ার গড়েননি, তাও প্রায় সময়েই বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিষয়ে মুখ খুলেছেন তিনি।
  • হয়ত এবার শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলেই ইউনুসের চোখের কাটা হয়ে উঠেছেন শাওন! রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বাংলাদেশের এই অভিনেত্রীর নামে শাওনের মাধ্যমেই ইউনুস সরকার দেখাতে চাইল শেখ হাসিনার সমর্থকদের বাংলাদেশে কি অবস্থা হবে?

মেহের আফরোজ শাওন ও তার ব্যাক্তিগত জীবন

  • উল্লেখ্য যে প্রকৌশলী মোহম্মদ আলীর মেয়ে মেহের আফরোজ শাওন দেশ বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ২য় স্ত্রী। তার বিবাহ ও বহু ঘটনা বহুল। হুমায়ূন আহম্মেদ এর মেয়ের বান্ধবী ছিলেন মেহের আফরোজ শাওন। যে বিবাহ নিয়ে দেশ ব্যাপী ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় আজও বইয়ে বেড়াচ্ছে।
  • বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তবেই শুধু অভিনেত্রী নন তিনি, একই সাথে গায়িকা, মডেল, পরিচালক ও একই সাথে ও সংরক্ষিত আসনের এমপি প্রার্থীও ছিলেন।
  • শাওন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ২০০৮ সালে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।
  • এরপরেই তিনি ফিল্ম মেকিঙের উপরেও পড়াশোনা করেন । স্কুলে পরা থেকেই সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান, অভিনয় নাটকের সাথে জরিয়ে তিনি। এরপর বাড়িতে ছিল রাজনৈতিক প্রভাবিত পরিবেশ সেখান থেকেও রাজনীতির প্রতি আকর্শিত হন শাওন।
  • ধীরে ধীরে নাটক এবং অভিনয় জগতে প্রবেশ করেন শাওন। একটা সময় শাওনকে খালি হুমায়ূন আহমেদের রচিত নাটকেই দেখা যেত। তখনই ধারনা হয়েছিল ডাল মে কুচ কালা হ্যা আর হয়েছিল তাই, ২০০৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শাওন হুমায়ূন আহমেদের সাথে।
  • তাদের দুই পুত্রসন্তান রয়েছে—নিষাদ হুমায়ূন এবং নিনিত হুমায়ূন। শোনা যায় তাদের একটি কন্যা সন্তানও হয়, কিন্তু সেই কন্যা সন্তান বেশিদিন জীবিত ছিল না। হুমায়ূন আহমেদের মৃত্যুর পর শাওন তার স্মৃতি সংরক্ষণ এবং তার সৃষ্টিকর্ম প্রচারে সক্রিয় ভূমিকা পালন করছেন।

বহুমাত্রিক প্রতিভার উজ্জ্বল উদাহরণ মেহের আফরোজ শাওন

  • মেহের আফরোজ শাওনের অভিনয় জীবন শুরু হয় ছোটবেলা থেকেই। শিশু শিল্পী হিসেবে ১৯৮৮ সালে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) "স্বাধীনতা আমার স্বাধীনতা" নাটকের মাধ্যমে তার অভিনয় জগতে পা রাখা। এরপর থেকেই তিনি নিয়মিত নাটক ও টেলিফিল্মে কাজ করতে থাকেন।
  • নব্বই দশকের মাঝামাঝি সময়ে হুমায়ূন আহমেদের নাটক ও টেলিছবিতে অভিনয়ের মাধ্যমে শাওন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে তার সংলাপ বলার ভঙ্গি ও সাবলীল অভিনয় দক্ষতা দর্শকদের নজর কাড়ে।
  • শাওনের কিছু জনপ্রিত টেলিভিশন নাটক হল, "জননী" (১৯৯১) হুমায়ূন আহমেদের লেখা এই নাটকেই প্রথমবারের মতো তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। "নক্ষত্রের রাত" (১৯৯৬) এই নাটকটি তাকে পরিচিতি এনে দেয়, তার অভিনয় দক্ষতা নজর কারে দর্শকদের।
  • "শ্রাবণ মেঘের দিন" নাট্যজগতের অন্যতম আলোচিত কাজ, যেখানে তার চরিত্র বেশ গুরুত্বপূর্ণ ছিল। এটি ছিল হুমায়ূন আহমেদের লেখা ও পরিচালিত সুপারহিট একটি চলচ্চিত্র। শাওন এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটান।
  • এছাড়াও "আজ রবিবার" (১৯৯৯), "পাখি আমার একলা পাখি", "চন্দ্রকথা" প্রভৃতি নাটক জনপ্রিয় ছিল।
  • টেলিভিশনের পাশাপাশি শাওন চলচ্চিত্রেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রগুলোতে তার উপস্থিতি দর্শকদের মনে দাগ কেটেছে।
  • "দুই দুয়ারী" (২০০১), "আমার আছে জল" (২০০৮) ইত্যাদি চলচ্চিত্রে নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়েচেন শাওন।
  • এরপরেই প্রথম ২০০৯ সালে ‘নয়া রিক্সা’ টিভি নাটক পরিচালনার মধ্য দিয়ে নিজের মুকুটে পরচালকের পালক বসান। “কৃষ্ণপক্ষ” “অসময়ে”, “দিকভ্রম” প্রভৃতি তার পরিচালনায় উল্লেখযোগ্য ভূমিকা লাভ করে।
  • মেহের আফরোজ শাওনের অভিনয় জীবন এক বর্ণাঢ্য অধ্যায়। টেলিভিশন নাটক থেকে শুরু করে চলচ্চিত্র, এমনকি পরিচালনা ও প্রযোজনার ক্ষেত্রেও তিনি নিজের প্রতিভার ছাপ রেখে গেছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে।

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার