Happening Now
পানাগড় কাণ্ডঃ ইভটিজারদের ধাওয়ায় মৃত নৃত্যশিল্পী, গ্রেপ্তার বাবলু যাদব
প্রোগ্রামের উদ্দেশ্যে এনএইচ ১৯ মদ্যপ যুবকদের চক্করে মৃত নৃত্যশিল্পী সুতন্দ্রা চ্যাটার্জির। সহযাত্রী মিতালির অভিযোগ, যুবকরা অশালীন অঙ্গভঙ্গি করেন। দুর্ঘটনাটি ওভারটেকিং চেষ্টায় ঘটেছিল, দাবি দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনার ।


- হাইওয়েতে গাড়ি দুর্ঘটনা কোন নতুন বিষয় নয়, লাগামহীন স্পিড, বেপরোয়া চালক, মুড়িমুড়কির মতন জীবন যাচ্ছে মানুষের। যতই স্পিড লিমিট থাকুক বা সিসিটিভি থাকুক বিশেষ লাভ তাতে মোটেও হচ্ছে না। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে প্রায়ই দুর্ঘটনার ইতিহাস বহন করে। ২০১৭ সালে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) একটি সমীক্ষায় জানিয়েছিল যে ধীরগতির যানবাহন, অবৈধ পার্কিং এবং একাধিক ক্রসওভারের মতো কারণগুলি এর জন্য দায়ী।
- নৃত্যশিল্পী সুতন্দ্রা চ্যাটার্জির মৃত্যু হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে প্রোগ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময়েI দুর্ঘটনাটি ওভারটেকিং চেষ্টায় ঘটেছিল, দাবি দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনার।
- ২০২২ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর পূর্ব বর্ধমান জেলার পালসিট এলাকায় একটি ট্রাকের ধাক্কায় একজন মহিলা সহ অন্তত চারজন নিহত হন এবং আরও সাতজন গুরুতরভাবে আহত হন।
- ২০১৭ সালে লোকসঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এক দুর্ঘটনায় প্রাণ হারান।
- ২০১৬ সালে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি দুর্ঘটনায় আহত হন।
- ২০১৫ সালে দাদপুরের কাছে এক সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়।
- হাইওয়েতে গাড়ি দুর্ঘটনা কোন নতুন বিষয় নয়, লাগামহীন স্পিড, বেপরোয়া চালক, মুড়িমুড়কির মতন জীবন যাচ্ছে মানুষের। যতই স্পিড লিমিট থাকুক বা সিসিটিভি থাকুক বিশেষ লাভ তাতে মোটেও হচ্ছে না।
- সরকারের উচিত হাইওয়েতে দুর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা করা।




ব্রডকাস্ট চ্যানেল








ডেইলি ডিজিটাল নিউজ পেপার






