Breaking News
LIVE
LIVE
LIVE
LIVE
LIVE
LIVE
LIVE
LIVE
LIVE
জিএসটি ছাড়, গরীব নয়,মধ্যবিত্তরা এখন বিজেপির নতুন ভোটব্যাঙ্ক!
বাজেট অধিবেশনের আগে রাজ্যসভায় পেশ করা হল অর্থনৈতিক সমীক্ষা। এই বাজেট পেশে মধ্যবিত্তদের জন্য বয়ে আনতে পারে সুখবর। এবার বাজেটে বিশেষ টার্গেট মধ্যবিত্তরা। সম্ভাব্য পরিবর্তন


সম্ভাব্য পরিবর্তন
- কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা রিপোর্ট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হতে পারে ৬.৩ থেকে ৬.৮ শতাংশ।
- বাজেটে ১ কোটি টাকা পর্জন্ত ছাড়ের আবেদন করেছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যাবসায়ীরা । বাজেটে তাদের জন্য সুবিধা দেওয়া হোক, এটাই চাহিদা তাদের।
- ভারতীয় যুবা শক্তি ট্রাস্টের প্রধান লক্ষ্মী ভেঙ্কটরামন ভেঙ্কটেশন বলেন যে ভারতে ক্ষুদ্র ব্যাবসা প্রায় ৯২%। ফলে তাদের জন্য কর ছাড় বা লোণ দেওয়ার সুবিধা রাখা প্রয়োজন।
- এছাড়াও তফশিলি জন জাতির উদ্যোগপতিদের সাহাজ্যের জন্য প্রকল্পের মতো বেশ কিছু ক্ষেত্রেও বরাদ্দ বারানোর প্রস্তাব করা হয়েছে।
- এবছর করের হার ২৫% হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র অনুযায়ী এই বছরের বাজেটে ৮ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কর বাতিল করতে পারে এবং তারপর করযোগ্য আয়ের উপর ২৫% কর আরোপ করতে পারে।
- ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, ভারত সরকার আয়করের মৌলিক ছাড়ের সীমা ৩ লক্ষ টাকা করতে পারে।
- প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় দফার সরকারের এটা প্রথম বাজেট এবং উনি ইঙ্গিত দিয়েছেন এবারের বাজেটে ছোট ও মাঝারি শিল্পের জন্য সুখবর আসতে পারে।
- তিনি আশা করছেন বিকশিত ভারতে বাজেটে বিশেসভাবে অংশগ্রহণ করবেন।
- এবারের বাজেট অধিবেশন, ৩১ জানুয়ারি থেকে শুরু হবে। দুটি পর্যায়ে এই অধিবেশন অনুষ্ঠিত হবে। ৪ এপ্রিল শেষ হবে বাজেট অধিবেশন। প্রথম অধ্যায় হবে ১৩ ই ফেব্রুয়ারি পর্জন্ত, দ্বিতীয় অধ্যায় হবে ১০ ই মার্চ থেকে ৪ই এপ্রিল।
- সমীক্ষা অনুযায়ী ২০২৫ সালের বাজেট আয়করের দিক হয়ত মধ্যবিত্তদের কাছে একটি বড় ব্যাবহার হলেও হতে পারে। বিগত কয়েক বছরের বাজেটে মধ্যবিত্তদের কোন সুরাহা তো হয়নি বরং আরও বিপন্নতার মুখে ক্ষুদ্র মাঝারি ও ছোট ব্যাবসাগুলি পরিচালিত হয়েছিল। এবারের বাজেটে কি দুর্দশা কাটবে সেটাই দেখার।
জিএসটি ছাড়ে কতটা উপকৃত হবে মধ্যবিত্তরা?
- সরকার ২০২৫ সালের বাজেটে কিছু নির্দিষ্ট পণ্য থেকে জিএসটি কমানোর বা পুরোপুরি তুলে দেওয়ার পরিকল্পনা করছে, যা মধ্যবিত্ত শ্রেণির জন্য বড় উপকার বয়ে আনবে বলে মনে করছে অর্থনৈতিক মহল।
- এই বাজেটে, সাতটি শুল্ক হার সরিয়ে ফেলা হয়েছে। ২৫%, ৩০%, ৩৫%, এবং ৪০% হার কমিয়ে ২০% করা হয়েছে, এবং ১৫০%, ১২৫%, ১০০% হার কমিয়ে ৭০% করা হয়েছে। যার ফলে খেলনা, পোশাক বিভিন্ন খেত্রে কমেছে শুল্কের হার যা একদিকে মধ্যবিত্তদের মুখে হাঁসি ফুটিয়েছে। তবে সরকার মোট রাজস্বে বড় পরিবর্তন আনার পরিবর্তে নির্দিষ্ট পণ্যগুলোর উপর অতিরিক্ত কর ধার্য করেছে, যেমন মোটর গাড়ি, সাইকেল, মোমবাতি, এবং সৌর মডিউল।
- জিএসটি হ্রাস বা বাতিল করা হলে পোশাকের উৎপাদন খরচ কমে যাবে। ফলে ব্যবসায়ীরা কম দামে পোশাক বিক্রি করতে পারবেন, যা মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী হবে।
- কমবে খেলনার দাম। বর্তমানে খেলনার ওপর উচ্চ হারে কর রয়েছে, যা শিশুদের জন্য মানসম্পন্ন খেলনা কেনা কঠিন করে তুলেছে। জিএসটি কমলে বা তুলে নিলে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানিকৃত খেলনার দামও কমবে।
- সস্তা হবে বৈদ্যুতিক পন্ন। স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীর ওপর কর হ্রাস করা হলে মধ্যবিত্তরা সহজেই নতুন প্রযুক্তির সুবিধা নিতে পারবেন। শিক্ষার্থীদের জন্য স্মার্ট ডিভাইস কেনা আরও সাশ্রয়ী হবে।
- জিএসটি কমানোর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন রান্নার সরঞ্জাম, হোম অ্যাপ্লায়েন্স, ফার্নিচার ইত্যাদির দাম কমবে। এতদিন ধরে এইসব পন্যে উচ্চ শুল্কভার বইতে হত সাধারণ মানুষকে এবার আর তা হবে না বলেই আশা করা হচ্ছে।
- কর কমলে স্থানীয় উৎপাদনকারীরা আরও বেশি পণ্য তৈরি করতে পারবেন, তাই নতুন চাকরির সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
- এইবারের বাজেট অধিবেশন যে মধ্যবিত্তদের পক্ষেই যাবে তা আগেই আন্দাজ করা গেছিল। অহেতুক শুল্কের ভারে নাস্তানাবুদ ভারতবাসী এবার বাজেট অধিবেশনের পর একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে।
- হঠাৎ সাধারণ মানুষের উপর কেন এতো দয়া হল বিজেপি সরকারের তাহলে আগামি ভোটে নিজেদের আসন পাকা করতেই এবার বাজেটে তুরুপের তাস মধ্যবিত্তরা?




ব্রডকাস্ট চ্যানেল









ডেইলি ডিজিটাল নিউজ পেপার









Copyright © All Rights Reserved by Lawyer is a copyright property of Independent Media Corp