০৬ জানুয়ারি ২০২৫

Bengal Political News: Suvendu Adhikari in family controversy

ভাই সৌমেন্দু অধিকারীর বিয়েতে নেই দাদা! অধিকারী পরিবারে কি এবার বিচ্ছেদ?

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিয়েতে অবশ্য উপস্থিত ছিলেন না দাদা শুভেন্দু অধিকারী, ভাইয়ের বিয়েতে উপস্থিত না থাকা নিয়ে তুঙে জল্পনা।

একটি বিয়ে যা সামান্য কারণে বিতর্কিত হয়ে উঠলো

  • ৩ মার্চ, সোমবার অধিকারী পরিবারের ছোট ছেলে সৌমেন্দুর বিয়ে সম্পন্ন হয় মহিষাদলের বাসিন্দা সোনাক্ষী অধিকারীর সঙ্গে।
  • সোনাক্ষীর বাবা প্রাক্তন রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) সত্যচরণ অধিকারী। জানা যাচ্ছে, দুই পরিবারের মধ্যে নাকি বহু বছর ধরেই সুসম্পর্ক ছিল, যা অবশেষে পরিণত হলো পারিবারিক বন্ধনে।
  • সূত্রের খবর অনুযায়ী, সৌমেন্দু ও সোনাক্ষী প্রথমে ১ মার্চ গোপনে আইনি বিবাহ সম্পন্ন করেন। এরপর ৩ মার্চ শুভলগ্নে পূর্ব মেদিনীপুরের তমলুকের মা বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে তাঁদের সামাজিক বিবাহ সম্পন্ন হয়।
  • বিয়ের এই বিশেষ অনুষ্ঠানে অধিকারী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, পাশাপাশি রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতাও আমন্ত্রিত ছিলেন।
  • তবে এই বিয়েতে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী । বরং ওই দিন শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে বিজেপি নেতা বিকাশ সিংয়ের মেয়ের বিয়েতে যোগ দিয়েছিলেন।

সৌমেন্দু অধিকারী রাজনৈতিক মানচিত্র

  • দির্ঘদিন ধরে তমলুকের এই অধিকারী পরিবার তৃণমূলের সাথে যুক্ত ছিলেন। পিতা শিশির অধিকারিও যুক্ত ছিলেন তৃণমূলের সাথেই। কিন্তু ২০২১ সালে সেই সম্পর্কই ছিন্ন করে বেরিয়ে আসে শিশির বাবুর ছেলে শুভেন্দু অধিকারী যদিও তিনি মমতা বন্দপাধ্যায়ের খাস ছিলেন।
  • দাদার পদাঙ্ক অনুসরন করেই বিজেপিতে যোগ দিয়েছিলেন ভাই সৌমেন্দু অধিকারী।
  • ২০২৪ নির্বাচনে ১৮ নম্বর কাথি লোকসভা থেকে ৪৭,৭৬৪ ভোটের ব্যবধানে বিজয়ি প্রার্থি ছিলেন।
  • সৌমেন্দু অধিকারী কাথি মিউনিসিপাল কর্পরেশনের চেয়ারম্যান ছিলেন কিন্তু দুর্নিতির থেকে মুক্ত নয় শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী।
  • কাঁথি কলেজ দুনীতি ছারাও দু কোটি টাকার দুর্নিতির অভিযোগ আছে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে।
  • দীর্ঘ সময় কলেজ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন সৌমেন্দু অধিকারী। অভিযোগ, তাঁর আমলেই ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ নয়ছয় করা হয়। মামালা ওঠে হাইকোর্তেও।

কেন সৌমেন্দু অধিকারীর বিয়েতে ছিলেন না শুভেন্দু অধিকারী?

  • ভাই সৌমেন্দু অধিকারী বিয়ের দিন শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে বিজেপি নেতা বিকাশ সিংয়ের মেয়ের বিয়েতে যোগ দিয়েছিলেন।
  • যা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। শুভেন্দু তাঁর ভাইয়ের বিয়েতে না গিয়ে সন্দেশখালিতে বিজেপি নেতা বিকাশ সিংয়ের মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন। কিন্তু কেন?
  • নিজের ভাইয়ের থেকেও কি অন্য বিজেপি নেতার মেয়ের বিবাহ যোগদান করা বেশী গুরুত্বপুর্ন ছিল?
  • নাকি সামনে ২০২৬ বিধানসভা ভোট যার জন্য ভাইয়ের বিয়েকে গুলি মেরে আসন্ন ভোটে বিজেপির সাথে সাথে নিজের জায়গা পাকা করাতাই বেশী প্রয়োজন?
  • শুভেন্দু অধিকারিরা তিন ভাই এক ভাই সৌমেন্দু যে সদ্য কুমার তকমা ঘুচিয়েছেন অন্যজন দিব্যেন্দু অধিকারী, তিনিও বিবাহিত এবং তিনিও লোকসভা থেকে প্রার্থি ছিলেন । এখন দিব্যেন্দু জরিয়ে বিজেপির সাথেই।
  • কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (CBI) সূত্রে জানা গেছে, বিরোধী দলনেতার অন্য ভাই এবং বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত প্রাক্তন সংসদ সদস্য দিব্যেন্দু অধিকারীর নাম পশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, তিনি ঘুষের বিনিময়ে শিক্ষকতার চাকরির জন্য প্রার্থীদের সুপারিশ করেছিলেন, যার ফলে তিনি তদন্তের আওতায় রয়েছেন।

রাজনীতিই তো সব!

  • বাকি ভাইরা বিয়ে করলেও এখনও কুমারতবের তকমা ঘচেনি শুভেন্দুর। অকৃতদার শুভেন্দু অধিকারীর একটাই ধ্যান এখন সামনের ২০২৬ বিধানসভা নির্বাচন।
  • শুভেন্দুর রাজনৈতিক জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য মোড় আসে ২০০৭-২০০৮ সালের নন্দীগ্রাম আন্দোলন-এর সময়। সেই থেকে এখনও নন্দিগ্রামের সাথে এখনও ওতপ্রোতভাবে জরিয়ে শুভেন্দু ।
  • নন্দীগ্রামের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই তিনি ২০০৯ সালে তমলুক লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন এবং এরপর ২০১৪ সালেও ঐ একই আসন থেকে জয়ী হন। পরিবহন, সেচ ও জল সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রীও ছিলেন শুভেন্দু ।
  • কিন্তু তারপরেই আসে বিচ্ছেদ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি ক্রমশ দূরে সরে যেতে থাকেন। তাঁকে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে রাখা হয় বলে অভিযোগ ওঠে।
  • ১৯ ডিসেম্বর, ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন। এরপর ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম আসনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ১,৯৫৬ ভোটের ব্যবধানে জয়ীও হন।
  • এই জয় শুভেন্দুকে রাজ্যের অন্যতম শক্তিশালী বিরোধী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। নির্বাচনের পর তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হন এবং বিজেপির অন্যতম মুখপাত্র হিসেবে রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
  • এখন তার পাখির চোখ সামনের নির্বাচনে তৃনমূলকে সমূলে উপড়ে ফেলা। এর জন্যই বোধহয় ভাই সৌমেন্দু অধিকারী বিয়ের থেকেও বেশী গুরুত্বপুর্ন ছিল বিকাশ সিংয়ের মেয়ের বিয়ে।
  • লোকে যা বলে বলুক, আগে ভোটের ঝুলি ভরাতে হবে তাই হয়ত পরিবারকে ফেলে নির্বাচনের জোট তৈরি করতে সন্দেশখালি ছুটে গেলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী!!

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার