Happening Now
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা হলদিয়ার ভবানীচক মৌজায় আইটি পার্ক একটি বড় প্রকল্প হওয়ার কথা ছিল কিন্তু এখন অবস্থা শোচনীয়I সেখানে কোন কোম্পানি বিনিয়োগ না করায় বন্ধ হয়ে পরে আছে সাধের আইটি।
ডেসক্রিপশন- হলদিয়ার হিন্দুস্তান এজিস লিমিটেড নিরাপত্তার অভাবে বন্ধ হয়ে যেতে চলেছেI বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন ২০২৫ মুখ্যমন্ত্রী বলেছেন শিল্পে কোন কার্পন্য হবেনা, সেখানে ব্যবসায়ীক সুরক্ষা এরকম হাল!
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে অন্যতম অগ্রগামী এই IIT খড়গপুর। এবার সেখানেই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে খোলা হল "জেন লাউঞ্জ" যেটি দেশের সবকটি আইআইটির মধ্যে প্রথমবারেরউদ্যোগ।
রানো সাম্রাজ্য আবার ফিরে পেল রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। রামনগর সমবায় সমিতির ভোটে সবুজ ঝড়ে পুরোপুরি ধরাশাই বিজেপি।
লোরেম ইপসাম ১৫০০ এর দশক থেকে শিল্পের মানক ডামি টেক্সট হয়েছে, যখন একটি অজানা প্রিন্টার টাইপের একটি গ্যালি নিয়েছিল এবং একটি টাইপ নমুনা বই তৈরি করতে এটিকে স্ক্র্যাম্বল করেছিল।