Happening Now
ধুপগুড়ি হত্যাকাণ্ডঃ রাগে পাত্রের বাবাকে খুন পাত্রীর পরিবারের
জলপাইগুড়ির ধুপগুড়ীতে বাড়ির অমতে বিয়ে করে পাত্রীর বাড়ির ক্ষোভে প্রান গেল পাত্রের বাবার। পুলিশের রিপোর্ট অনুযায়ী হামলা বা খুনের ঘটনা নাকি তেমন কিছু ঘটেনি। পাত্রীর বাড়ির অশান্তি উত্তেজনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


উত্তেজনায় মৃত্যু না খুন?
- বাড়িতে থেকে মেয়ের পালিয়ে গিয়ে বিয়ে করার রাগে খুন করা হল পাত্রের বাবাকে। পারিবারিক বিবাদ হত্যা নিয়ে সরগরম ধুপগুড়ি।
- তবে এই খুন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বচসা, তর্কাতর্কি কিংবা সামান্য ধাক্কাধাক্কি হলেও হামলা বা মারধরের ঘটনা ঘটেনি।
- তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ কেরেছে মৃতের পরিবার। তাদের দাবি অভিযুক্তদের পরিবর্তে মৃতের পরিবারের ৩ জনকে আটক করেছে পুলিশ।
- অপরদিকে পুলিশের কথায় মেয়েকে ফেরত নিতে এসে ঝামেলা সৃষ্টি করে পাত্রীর পরিবার। তাদের বাধা দিতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন ছেলের বাবা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর নেপথ্য কারণ?
- সূত্রের খবর অনুযায়ী, ধূপগুড়ি ব্লকের অন্তর্গত সাকোয়াঝোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জোৎস্নাপাড়া এলাকার বাসিন্দা মুরারি মজুমদার। তারই ছেলে সুমিত মজুমদার।
- গত ১৫ই জানুয়ারি সুমিত পাশের ব্লক ফালাকাটা ধনিরামপুর ১ নম্বরের এক যুবতীর সঙ্গে পালিয়ে যান ও মন্দিরে দুজনে বিয়ে করেন।
- দুজনের বাড়ি থেকেই এই সম্পর্ক নিয়ে চলছিল সমস্যা। দুই বাড়ির কেউই এই সম্পর্ক মেনে নেবে না বলে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেনে তারা।
- সুমিত ও তার স্ত্রী দুজনেই ভেবেছিলেন বিয়ের পর হয়ত সম্পর্ক মেনে নেবে দুই পরিবার। কিন্তু মেয়ের বাড়ি থেকে যে এতো বড় সমস্যা করবে তা ভাবতে পারেননি কেউই।
- বিয়ের খবর পেয়েই পাত্রীর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এমনকী ছেলের বাড়িতে গিয়ে হামলাও করে তাঁরা।
- এরপরই নবদম্পতিযুগলকে খুঁজতে শুরু করে পুলিশ। সুমিতের খোঁজ পাওয়ার পরেই আদালতের দারস্থ হয় দুই পরিবার। দুজনে জবানবন্দীও দেন যে তারা উভয়েই প্রাপ্তবয়স্ক ও নিজেদের ইচ্ছাতেই বিয়ে করেছেন।
- কিন্তু আদালতের কাছে জবানবন্দীর পরেও মেয়ের বাড়ি ঝামেলা শুরু করে। মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চায় ও বাঁধা পেয়ে আরও ক্ষেপে যায় তারা।
- এরপরেই রাত্রেবেলা ছেলের বাড়ির উপর হামলা করে মেয়ের বাড়ি, করে মারধোর। এই উত্তেজনা ও হামলাচলাকালীন অসুস্থ হয়ে পরেন ছেলের বাবা মুরারিবাবু। তাঁকে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে।




ব্রডকাস্ট চ্যানেল







ডেইলি ডিজিটাল নিউজ পেপার











Copyright © All Rights Reserved by Truee News Bangla is a copyright property of Independent Media Corp