Happening Now
নেতা মন্ত্রী অদ্ভুত শখ হতেই পারে! গাড়িখানায় গলায় সাপ জড়িয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিজেপি পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙ্গা। বন্যপ্রাণী সুরক্ষা আইন, ১৯৭২ অনুযায়ী, এই কাজটি আইনবিরোধী ।
সামনেই নির্বাচন তার আগেই মাথায় হাত বঙ্গ ভারতীয় জনতা পার্টির। গত বিধানসভা ভোটে জিতলেও, এবারে ভোটের আগেই টলমলে পুরুলিয়ার বিজেপি। পদ্মফুল ছেড়ে তৃনমূলে যোগ দিচ্ছেন বহু কর্মী। ..
দূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়ে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি প্রকৃতি পর্যবেক্ষণ শিবির ও কর্মশালার আয়োজন করেছিল। ..
একজনের আধার নম্বর দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে অন্য জন। এমনি বিস্ফোরক অভিযোগ করেছেন পুরুলিয়ার পার্বতী রজক নামে এক বাসিন্দা। দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার জালিয়াতির অভিযোগ করেও মেলেনি সুরাহা।