কলকাতা পেলো নিজেস্ব অপেরা শো, ইমান চক্রবর্তীর সৌজন্যে
খ্যাতনামা সঙ্গীতশিল্পী ইমান চক্রবর্তী এবং তার স্বামী নীলাঞ্জন ঘোষ পিকাডিলি স্ট্রিট, লন্ডনে অনুষ্ঠিত অপেরা শোটি দেখে মুগ্ধ হন। আর এখন তারা কলকাতায় "তোমায় দেখবো বলে" নামে একই ধরনের অপেরা আয়োজন করেছেন।