Happening Now
মানিক সাহার শাসনে কর্মসংস্থান বৃদ্ধি, অমিত শাহ প্রশংসা করে বলেন, সিপিআইএম-এর চাকরির রাজনীতির যুগ শেষ
গৃহমন্ত্রী ত্রিপুরা সরকারের অধীনে ২,৮০০ এর বেশি যুবক-যুবতী নিয়োগের গুণবাদ করেছেনI তিনি উল্লেখ করেছেন, মানিক সাহার শাসনব্যবস্থা রাজ্যে পূর্ণ স্বচ্ছতা এবং দুর্নীতি ছাড়াই চাকরি দিয়েছেন, পূর্ববর্তী বাম সরকার যেটি কেবলমাত্র কমিউনিস্ট ‘পার্টি ক্যাডারদের' চাকরি প্রদান করেছিল।
ব্রডকাস্ট চ্যানেল








ডেইলি ডিজিটাল নিউজ পেপার






