Happening Now
Lorem Ipsum is a Dummy Text
তৃণমুল-বিজেপি সংঘাতঃ গোষ্ঠী দ্বন্দ্বে আবার খুন তৃনমূল কর্মী
নৈহাটির গৌরীপুরে ফের খুন তৃনমূল কর্মী। গুলি করে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। দলের অন্তরদ্বন্দ্বে খুন হচ্ছে একের পর এক তৃণমূল নেতা অথবা দলীয় কর্মী। ভোটের আগে তুঙে গোষ্ঠীদ্বন্দ্ব।


ফের আক্রান্ত তৃনমূল কর্মী
- ফের খবরের শিরোনামে নৈহাটি। এবার খুন তৃনমূল নেতা। ভর দুপুরে শুটআউট করে খুন করা হল সন্তোষ যাদব নামে এক ব্যাবসায়ি তথা তৃণমুল কর্মীকে।
- পুলিশের অনুমান প্রথমে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করার চেষ্টা করা হয় সন্তোষকে। এরপর পর পর কয়েক রাউন্ড গুলি চালানো হয় আর তখনই গুলি লাগে সন্তোষের মাথায় মৃত্যুর কোলে ঢুলে পরে সে।
- গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত সন্তোষ যাদব স্থানীয় ব্যবসায়ী বলে পরিচিত।
- নৈহাটির পানিট্যাঙ্কিতে এই ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তায় ফেলে গুলি করার পর থেঁতলে খুন করার অভিযোগ উঠেছে আততায়ীদের বিরুদ্ধে। এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত রয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার পর শোকে ভেঙে পড়েছেন ওই তৃণমূল কর্মীর পরিবার।
- প্রত্যক্ষদর্শীদের কোথায়, শুক্রবার দুপুর নাগাদ গৌরীপুর এলাকা দিয়ে টোটো করে যাচ্ছিলেন সন্তোষ যাদব নামে ওই ব্যবসায়ী। আচমকাই বাইকে করে এসে কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়।
- পরপর ৪ রাউন্ড গুলি চালায় বাকি দুষ্কৃতীরা। একটি গুলি লাগে সন্তোষ যাদবের মাথায়। তাঁকে তড়িঘড়ি নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
দায় কার তৃনমূল না বিজেপি?
- স্থানীয় সুত্রে খবর , সন্তোষ যাদব দীর্ঘদিন তৃণমুলের সাথে যুক্ত। হঠাৎ তাকে খুন করার পেছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে তৈরী হয়েছে জল্পনা।
- সন্তোষের এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপান-উতর শুরু হয়েছে। খুনের দায় এ ওর কাঁধে ফেলতে ব্যাস্থ বিজেপি থেকে তৃনমূল।
- খুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান বারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া। প্রাথমিক তদন্তের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, “প্রথমে সন্তোষ যাদবকে মারধর করার পাশাপাশি ইট দিয়েই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তদন্ত চলছে, পুরনো শত্রুতার কারণেই এই খুন বলেই অনুমান করা হচ্ছে। এখনও পর্যন্ত রাজনৈতিক কোনও কারণ উঠে আসেনি।”
- এই নৃশংস ঘটনায় নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে বলেন অর্জুন সিংএর পোষা গুন্ডা রাজেশই এই কাজ করেছে। অন্যদিকে এই কথার বিরোধীতা করে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, “গৌরীপুর জুট মিলের জমি দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছে। এ নিয়ে বছর দুই আগে সন্তোষ রাজেশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল।‘ বিজেপি কোনোভাবেই এইসব গোষ্ঠী কোন্দলের সাথে যুক্ত নয়।
বিধানসভা ভোটের আগে পারা চরে খুনের
- এটাই নতুন নয়, সম্প্রতি খবরের শিরোনামে বার বার উঠে আসছে তৃণমুলের গোষ্ঠী কোন্দলের ঘটনা। ভোটের আগে দলের মধ্যে এই ঘটনা কতটা প্রভাব ফেলবে বিধানসভা ভোটে?
- এই ঘটনার কিছুদিন আগে বসিরহাট মহকুমায় কালীপূজার সময় মিনাখাঁর বিধায়ক উষারানি মণ্ডল ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের উপর হামলা হয়। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয় এবং তাঁদের মারধর করা হয়। এছাড়া, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার ঘটনাও ঘটে। এই ঘটনাগুলোতে দলের অভ্যন্তরীণ কোন্দল স্পষ্টভাবেই প্রকাশ পেয়েছে।
- শুধু গোষ্ঠী কোন্দলের জন্যও নয় বিরোধী পক্ষের সাথে ঝামেলাতেও মৃত্যু হয়েছে তৃণমূল কর্মির। গুলসান কলোনি নিয়েও চলছে বিতর্ক।
- অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলমানরা বসতি স্থাপন করেছে এই খানে, বেআইনি জমি নির্মান থেকে যাবতীয় দুস্কর্ম কাজের কেন্দ্র কসবার গুলাসান কলোনি। আদৌ এইসব প্রভাব ফেলবে তো ২০২৬ এর বিধানসভা ভোটে?
#TMC-BJPClash #NaihatiTMCKaryakartaMurder #SantoshYadavMurder #BarrackporeShootingIncident #TMCLeaderMurder




ব্রডকাস্ট চ্যানেল







ডেইলি ডিজিটাল নিউজ পেপার











Copyright © All Rights Reserved by Truee News Bangla is a copyright property of Independent Media Corp