BREAKING NEWS
Lorem Ipsum is a Dummy Text
ফের উদ্ধার অস্ত্র, বাংলাই এখন বেআইনি আগ্নেয়াস্ত্রর আঁতুড়ঘর
বাসন্তি, জয়নগরের পর এবার মগরাহাট। দক্ষিণ ২৪ পরগণার মগরাহাট থেকে উদ্ধার অস্ত্র। রাজ্যে দিন দিন বাড়ছে বেআইনি অস্ত্র চোরাচালান। পুলিশের হাতে ধরা পোরেও হচ্ছে না কোনও রকম লাভ।


রাজ্যে বেআইনি অস্ত্র ধোকার বেরিকেড নেই
- জয়নগর, বাসন্তির পর এবার দক্ষিণ ২৪ পরগণা জেলার মগরাহাট। কালাপাহাড় ও চকরা গ্রাম অভিজান করে অভিজুক্ত আবদুল্লা লস্করের বাড়ি থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
- ২৫ শে জানুয়ারি রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকার অঙ্গনবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। একটি বাড়ির মধ্য থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
- বাব্লুর বাড়ি তল্লাশি করে ৫ টি ওয়ান শাটার, দেশি বন্দুক, পাইপ গান ও ৪১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
- ৬ বছর আগে পুলিশে জালে ধরা পরে জেল খাটে বাব্লু। কেন এত অস্ত্র জমা ছিল বাব্লুর বাড়িতে? কোথায় বা চোরাচালান হত এত অস্ত্র? তবে সেখানে অস্ত্র তৈরি হতো না, সাপ্লাই হতো বলে জানা গিয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দেব বলেন জেরায় আসতে আসতে সব প্রকাশ করবে বাব্লু।
- জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ওই দুষ্কৃতি এর আগেও একাধিক অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ ছিল। বেআইনি অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়েছিল। ছ’বছর জেলবন্দি ছিলI
- বাসন্তি, জয়নগর ও মগরাহাট ছারা মুর্শিদাবাদেও উদ্ধার হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে সেমিঅটোমেটিক বন্দুক ও দুই রাউন্ড গুলি। রাজ্যে ঘন ঘন এই আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে চিন্তায় রাজনৈতিক মহল।
বিরোধীদের কঠগড়ায় সরকার!
- এ রাজ্যে ক্রমশ গজিয়ে উঠছে বেআইনি অস্ত্র চক্র। যা নিয়ে সরকারকে নিশানা করেছে বিরোধী দল বিজেপি। বিজেপির রাজ্য সাংসদ শমিক ভট্টাচার্য বলেন আগে বেআইনি অস্ত্র তৈরী হত বাংলায় এখন তা হয় এই বাংলায়।
- কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন অপরাধকে অভ্যাসে পরিণত করেছে বাংলার মানুষ, দায়ী এই রাজ্যের সরকার।
- এর আগেও খোদ কোলকাতা শহরের শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজ ও তপসিয়া থেকে উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্র।
- খোলামকুচির মতো প্রতিনিয়ত বাড়ছে বেআইনি অস্ত্রের কারবার। কোথা দিয়ে আসছে এত আগ্নেয়াস্ত্র? লাইসেন্সই বা পাচ্ছে কি করে? এর দায় কি এড়াতে পারবে প্রশাসন?




ব্রডকাস্ট চ্যানেল







ডেইলি ডিজিটাল নিউজ পেপার











Copyright © All Rights Reserved by Truee News Bangla is a copyright property of Independent Media Corp