০৬ জানুয়ারি ২০২৫

ব্যর্থ প্রচেষ্টা! বার বার কেন ডিজিটাল প্রতারণার স্বীকার হচ্ছেন মানুষ?

ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest) বলি এবার বাঁকুড়ার বিষ্ণুপুরে সরকারী কর্মী শ্যামাপ্রসাদ মণ্ডল। মুম্বই কাস্টমসের অফিসার বলে মণ্ডলকে অবৈধ সামগ্রী বাজেয়াপ্তর ভয়ে দেখিয়ে ১০ লক্ষ টাকা হাতিয়েচে প্রতারকরা। বাঁকুড়া পুলিশ গুজরাট, তেলেঙ্গানা এবং ওড়িশা থেকে সাত জনকে গ্রেপ্তার করে।সরকারের এতো সতর্র্কতার ফলেও হচ্ছে না কোনো লাভ! ডিজিটাল গ্রেপ্তার, হয়ে উঠছে অপ্রতিরোধ্য দানব ।


.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার