Happening Now
দেউচা-পাচামি কয়লা খনিতে বেসাল্ট উত্তোলন শুরু: ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
বীরভূম জেলার দেউচা-পাচামি কয়লা খনিতে বেসাল্ট খননের কাজ শুরুর সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়I এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই কয়লাখনিতে প্রায় ১,২৪০ মিলিয়ন টন কয়লা এবং ৬৭৫ মিলিয়ন টন বেসাল্টের মজুদ রয়েছে। এই প্রক্রিয়া স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং রাজ্যের বিদ্যুৎ সরবরাহের স্থায়িত্ব নিশ্চিত করবে।
ব্রডকাস্ট চ্যানেল








ডেইলি ডিজিটাল নিউজ পেপার






