Happening Now
Lorem Ipsum is a Dummy Text
কংগ্রেস প্রত্যাবর্তন: নিজের পায়ে কোপ মারলেন অভিজিৎ মুখোপাধ্যায়?
আবারও কংগ্রেসে ফিরে এলেন প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। বুধবার প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে দলের পতাকা হাতে তুলে নিলেন তিনি। রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন পুরনো দলে। কংগ্রেসে ফিরে অভিজিতের স্পষ্ট বার্তা— “বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে কংগ্রেসই একমাত্র বিকল্প।"


কোন রাজনৈতিক গুঁটি সাজাচ্ছে অভিজিৎ মুখোপাধ্যায়?
- দলের প্রতি অভিমানে কংগ্রেস ছেরেছিলেন তিনি, দীর্ঘ চার বছর ছিলেন তৃণমুলে। কিন্তু পুনরায় কয়েক বছর বাদে শিকরের টানে কংগ্রেস প্রত্যাবর্তন করে ফের খবরে প্রনবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।
- কিছুদিন আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-র দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিজিৎ মুখোপাধ্যায় । কেন্দ্রীয় নেতৃত্ব সম্মতি দেওয়ার পরই প্রদেশ নেতৃত্বের অনুমোদন মেলে, আর তার পরেই আনুষ্ঠানিকভাবে দলে ফিরলেন তিনি।
- প্রণব মুখোপাধ্যায়ের রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে এক সময় কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন অভিজিৎ। তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয় প্রণববাবুর ছেড়ে যাওয়া জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে।
- ২০১২ সালের উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে প্রবেশ করেন অভিজিৎ মুখোপাধ্যায়। পরে ২০১৪ সালের সাধারণ নির্বাচনেও একই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। কিন্তু ২০১৯ হেরে কার্জত নিজেকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরিয়ে নেন অভিজিৎ, আজ চার বছর পর সেই কংগ্রেস প্রত্যাবর্তন করলেন তিনি।
- রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়ার আশাতেই কংগ্রেস প্রত্যাবর্তন করেছেন তিনি।
তৃণমূল দেয়নি স্বীকৃতি- অভিজিৎ মুখোপাধ্যায়ের অভিমান
- ২০২১ সালের ৫ জুলাই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তখন জানিয়েছিলেন, তিনি মানুষের জন্য কাজ করতে চান, কিন্তু বাস্তবে তৃণমূল তাঁকে সক্রিয় রাজনীতিতে সেই সুযোগ দেয়নি। তিনি লোকসভা কিংবা বিধানসভা কোনও নির্বাচনে টিকিট পাননি। এমনকি, দলের গুরুত্বপূর্ণ কোনও পদেও জায়গা মেলেনি তাঁর জন্য। তার জন্য অভিমানেই কি আবার ঘরে ফিরে এলেন অভিজিৎ মুখোপাধ্যায়?
- তৃণমুলেও সেইভাবে নিজের ঘাটি গেড়ে বসতে পারেনি অভিজিৎ মুখোপাধ্যায়। গত তিন বছর ধরে তৃণমূলে কার্যত নিষ্ক্রিয় ছিলেন অভিজিৎ। গত কয়েক মাস ধরে দলে নিজের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন। তিনি কাজের সুযোগ পাচ্ছেন না, দলে তাঁকে উপেক্ষা করা হচ্ছে— এমন অভিযোগ ছিল তাঁর। এই হতাশা থেকেই শেষ পর্যন্ত পুরনো দলে ফেরার সিদ্ধান্ত নিলেন।
কংগ্রেসে প্রত্যাবর্তন করেই বার্তা অভিজিৎ মুখোপাধ্যায় –এর
- দলে ফিরে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “বিজেপির বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস ছাড়া কোনও বিকল্প নেই। আজও ভারতের প্রতিটি গ্রামে অন্তত একজন কংগ্রেসি পরিবার রয়েছে। আমার দায়িত্ব হবে, কংগ্রেসের প্রতি তাঁদের আস্থা ফিরিয়ে আনা।”
- তিনি আরও বলেন, “কংগ্রেস এমন একটি দল, যারা সকলকে নিয়ে চলতে জানে। দিল্লির নির্বাচনই প্রমাণ করে দিয়েছে, কংগ্রেস ছাড়া কারও অস্তিত্ব নেই।”
- হঠাৎ করে কেন কংগ্রেসের গুনগান করছে অভিজিৎ মুখোপাধ্যায়, নেপথ্য কারণ কি ২০২৬ বিধানসভা ভোট?
- পুনরায় নিজের রাজত্ব কায়েম করতেই হোয়ত আবার ফিরছেন পুরানো দলে। রাজনৈতিক মহলে দাবী উঠছে- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কি তিনি টিকিট পাবেন? কংগ্রেস সূত্রে খবর, তাঁকে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র অথবা সংলগ্ন কোনো আসনে প্রার্থী করা হতে পারে। তবে, প্রদেশ কংগ্রেস এখন চাইছে তাঁর অভিজ্ঞতাকে রাজ্যস্তরে কাজে লাগাতে।
কংগ্রেসে ফিরে কি আঁখেরে লাভ হবে অভিজিৎ মুখোপাধ্যায়ের?
- প্রণব মুখোপাধ্যায় কংগ্রেসের এক ঐতিহাসিক চরিত্র হলেও অভিজিৎ এখনও বাবার মতো গণমানুষের নেতা হয়ে উঠতে পারেননি। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ এখনও নির্ভর করছে কংগ্রেসের রাজ্য ও জাতীয় স্তরে ভূমিকার উপর, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং আগামী নির্বাচনে তাঁর অবস্থানের ওপর।
- বাংলায় এখন বিরোধী পক্ষ হিসাবে দাপিয়ে বেরাচ্ছে বিজেপি। কিন্তু তৃনমূলকে পেরিয়ে এখনও বিজেপি নিজের ঘাটি সেইভাবে দাড় করাতে পারল না তাহলে কিভাবে কংগ্রেস প্রত্যাবর্তন করে নিজের আসন দখল করবে অভিজিৎ মুখোপাধ্যায়? উত্তর তো ঝুলছে ২০২৬ বিধানসভা ভোটের রেজাল্টের দিনেই।




ব্রডকাস্ট চ্যানেল







ডেইলি ডিজিটাল নিউজ পেপার











Copyright © All Rights Reserved by Truee News Bangla is a copyright property of Independent Media Corp