০৬ জানুয়ারি ২০২৫

দিল্লি মুখ্যমন্ত্রীঃ রাজধানীর সনদে আবার আরএসএস প্রতিনিধি রেখা গুপ্তা

আরএসএস প্রতিনিধি দিল্লী মুখ্যমন্ত্রী পদে, দিল্লীকে দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী দিল বিজেপি। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। দীর্ঘ ২৭ বছর বাদে দিল্লী জয় বিজেপির।

কেন দিল্লী সিংহাসনে রেখা গুপ্তা?

  • বিজেপির এতো হেভিওয়েট নেতা থাকতে মোদীজির সরকার দিল্লি মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়েছে রেখা গুপ্তাকে। ২৭ বছর বাদে দিল্লী সনদ জিতেছে বিজেপি।
  • দিল্লীর রামলীলা ময়দানে মহা ধূমধামে শপথ গ্রহণ করেন দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে রেখা গুপ্তা।
  • দিল্লির নবম মুখ্যমন্ত্রী এবং চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে ইতিহাসে নাম লেখালেন রেখা গুপ্তা । সুষমা স্বরাজের পর বিজেপির পক্ষ থেকে তিনিই দিল্লীর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী।
  • তবে এমনি এমনি না বিজেপির রেখা গুপ্তাকে দিল্লী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়ার পেছনেও আছে বেশ কয়েকটি কারণ যথা- আরএসএসের ঘনিস্ত সদস্য ছিলেন রেখা যা তাকে মুখ্যমন্ত্রী হওয়ার রেসে জিতিয়ে দিয়েছেন। অন্যদিকে ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে ক্রমাগত বাড়ছে মহিলাদের ভূমিকা, সেখানেও মহিলাদের প্রতি দৃষ্টিপাত টানতে বিজেপির মতে হয়ত রেখা গুপ্তাই প্রথম পছন্দ ছিল বিজেপির।
  • এছাড়াও দিল্লীর ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি রেখা গুপ্তা, যারা দীর্ঘদিন ধরে বিজেপির সমর্থক। এতে করে ব্যবসায়ী সম্প্রদায়ের সমর্থন আরও সুদৃঢ় হবে বলেই মনে করেন বিজেপি।

রাজনৈতিক প্রেক্ষাপট ও দিল্লি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

  • হারিয়ানার নন্দগরে জন্মান রেখা। তারপর দু বছর বয়েসে চলে আসেন দিল্লীতে। এরপরে পড়াশোনা থেকে রাজনীতির ক্ষেত্র সবকিছুতেই তিনি জরিয়ে ছিলেন দিল্লীর সাথে।
  • ফলে দিল্লিকে বঝার মতো এবং দিল্লীর মতো নারিকেন্দ্রিক বিতর্কের স্থানে অন্যকেউ কি রেখা গুপ্তার মতো দায়িত্ব সামলাতে পারবে?
  • দিল্লী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই রেখা সক্রিয়ভাবে জরিয়ে পরে রাজনীতির সাথে। ছিলেন ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি। রেখা গুপ্তা ছিলেন জনপ্রিয় যুবনেত্রী।
  • রেখা গুপ্তার প্রথম রাজনৈতিক ক্ষেত্রে জয় আসে ২০০৭ সালে দিল্লী পুরভোটে। প্রথম থেকে বর্তমান পর্যন্ত বিজেপির সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে রেখা গুপ্তা।
  • ১৫ ও ২০সালে বিধায়ক হিসাবে ভয়ে দাঁড়ালেও জিৎতে পারেননি রেখ। কিন্তু তাই বলে দলে তার গুরুত্ব কমেনি একচুলও আজকে তারই প্রমান দিল বিজেপি।
  • এছাড়াও দক্ষিণ দিল্লির প্রাক্তন মেয়রও ছিলেন রেখা। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার সুসম্পর্ক এবং দলের প্রতি আনুগত্যও তাকে এই পদে নির্বাচিত করার পেছনে যে বিশাল ভূমিকা রেখেছে তা বলাই বাহুল্য।
  • কিন্তু শুধুই কি দলের প্রতি আনুগত্য ও রাজনৈতিক অভিজ্ঞতা ? নাকি আরএসএস এর স্বক্ষরিয় সদস্য হওয়ায় কপালে শিকেয় ছিড়েছে রেখার ?

জল্পনা শেষে জয়ী রেখা গুপ্তা

  • রেখা গুপ্ত, শালিমার বাগ থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। প্রথমবার বিধায়ক হওয়া সত্ত্বেও, বৃহস্পতিবার তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। একই দিনে বিজেপির প্রবেশ বর্মা, কপিল মিশ্র এবং রবিন্দর ইন্দরাজ দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নেন।
  • দীর্ঘদিন পর গেরুয়া শিবিরের ক্ষমতায় প্রত্যাবর্তনের পর দিল্লি মুখ্যমন্ত্রী পদে কাকে বসানো হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ৪৮টি আসন দখল করার পর থেকেই সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চর্চা শুরু হয়। একই সঙ্গে, মহিলা মুখ্যমন্ত্রী নির্বাচনের বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
  • একদিকে বিভিন্ন জল্পনা, অন্যদিকে পরপর বৈঠক চলছিল বিজেপির অন্দরে। সিদ্ধান্ত চূড়ান্ত করতে বুধবার বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রবিশঙ্কর প্রসাদ এবং ওমপ্রকাশ ধনখড় কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।
  • পরে, বুধবার সন্ধ্যায় ওই দুই পর্যবেক্ষক দিল্লির বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলের নেতা হিসেবে শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় দিল্লি মুখ্যমন্ত্রী পদে।

কেন বার বার আরএসএস প্রতিনিধিরাই মুখ্যমন্ত্রী পদে?

  • ট্রু নিউজ বাংলার সাথে করা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বার বার এই প্রশ্নটা তুলে ধরা হয়েছিল বিভিন্ন রাজ্য বিজেপি নেতাদের কাছে কিন্তু তারা সবাই সেই অভিযোগকে অস্বীকার করে।
  • বর্ষীয়ান তথাগত রায় নেতা থেকে তরুণ নেতা রাজর্র্শী লাহিড়ী সবাই বলেন বিজেপি কখনোই নাকি আরএসএস সদস্যদের মুখ্যমন্ত্রী পদে নির্বাচন করেন না তাহলে রেখা পাত্র কেন হলেন দিল্লি মুখ্যমন্ত্রী?
  • উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও আরএসএসএর সক্রিয় সদস্য ছিলেন। তাহলে কি আরএসএসকে তুষ্ট করতেই সেবক সংঘ থেকে প্রতিনিধি নেয় বিজেপি? আর তারি প্রমান দিল দিল্লি মুখ্যমন্ত্রী পদ।

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার