০৬ জানুয়ারি ২০২৫

Lorem Ipsum is a Dummy Text

LIC বিমা সখী প্রকল্পঃ শত্রুর দেখাদেখি ভোট নিতে একই জামা পরছে কি বিজেপি!

প্রত্যেক মহিলা মাসে এবার থেকে পাবে ৭০০০ টাকা, লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে মরিয়া মোদী সরকার। দেশের মহিলাদের স্বনির্ভর করতেই এই LIC বিমা সখী প্রকল্প ব্যাবস্থা গ্রহণ করছে মোদী সরকার।

কি এই LIC বিমা সখী প্রকল্প

  • লক্ষ্মীর ভাণ্ডারকে এবার টেক্কা দিতে মাঠে নেমেছে বিজেপি। LIC বিমা সখী প্রকল্পের মাধ্যমে এবার তৃণমূলের পাশাপাশি নারীদের ক্ষমতায়নের পথে মোদী সরকার।
  • ৯ ডিসেম্বর হারিয়ানার পানিপথ সফরের সময় ফের বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। পানিপথে, প্রধানমন্ত্রী মোদী বিমান LIC বিমা সখী প্রকল্পের সূচনা করছেন। এই প্রকল্পে প্রতিটি মহিলা মাসে ৭০০০ টাকা পর্যন্ত ভাতা পাবে।
  • তবে এই প্রকল্পে মহিলাদের চাকরির মাধ্যমেই এই ভাতার সুবিধা পেয়ে থাকবেন। রাষ্ট্রায়ত্ত LIC জীবন বীমার অধিনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হওয়া এই LIC বিমা সখী প্রকল্প প্রকল্প ইতিমধ্যেই ব্যাপক সারা ফেলেছে। প্রায় এক মাসের মধ্যেই ৫০,০০০ এর বেশী মহিলা এই উদ্যোগে সামিল হয়েছে।
  • এই প্রকল্পে যোগদানকারী মহিলারা প্রথম বছরের জন্য 7,000 টাকা মাসিক বেতন পাবেন। তারা দ্বিতীয় বছরে 6,000 টাকা এবং তৃতীয় বছরে 5,000 টাকা মাসিক বেতন পাবেন।
  • ইতিমধ্যেই প্রায় ১৮,০০০ জন মহিলা বিমা বিক্রি শুরও করে দিয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করলে নারীরা অতিরিক্ত কমিশন এবং ২,১০০ টাকার উৎসাহভাতা পাবেন।
  • ১৮-৫০ বয়সের মধ্যে এবং ১০ম শ্রেণী উত্তির্ন যে কেউ এই স্কিমের সাথে যুক্ত হতে পারেন।

বাংলায় বিজেপির ঘাটি গারতে কি LIC বিমা সখী প্রকল্প তুরুপের তাস?

  • এই বছরের দিল্লী ইলেকশন ২০২৬ এ বাংলায় বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি সরকার। শুধু বিজেপি না তৃণমূলের এই ভাতা দিয়ে ভোট কেনার এই ব্যাবস্থা কংগ্রেস থেকে আপ সবাই আপন করেছে। এবার সেই দলে নাম লিখিয়েছে বিজেপি সরকারও।
  • রাজনৈতিক সমালোচকদের মতে দিল্লী ও বিধানসভা ভোটের আগে এটি বিজেপির ইউএসপি হলেও হতে পারে।
  • যে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা ব্যানারর্জীর দিকে এত আঙ্গুল তুলেছে আজকে সেই মোদী সরকারই হাঁটছে দিদির দেখান রাস্তাতেই।
  • শুধু বাংলা না ভারতের বিভিন্ন স্থানে আসনের দিক থেকে সংকটময় অবস্থায় রয়েছে বিজেপি, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের অন্যান্য রাজ্যেও নারীদের ক্ষমতায়নের মাধ্যমে বিজেপি তাদের হারানো আসন ইলেকশন ২০২৬ এর আগে পুনরুদ্ধারের চেষ্টা করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
  • তবে বাংলায় দিদির লক্ষ্মী ভাণ্ডারকে টেক্কা দিয়ে মোদীজীর LIC বিমা সখী প্রকল্প কতটা জনপ্রিয়তা লাভ করে দেখাই যাক না!

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার