Happening Now
জাল নোটের প্রযুক্তি এ বার থেকে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে?
এবার থেকে উচ্চ মাধ্যমিকের খাতায় জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র, যুক্ত হল ইউভি সিকিউরিটি থ্রেট কোডও। ভারতীয় মুদ্রার পর প্রথম পরিক্ষার খাতায় বসতে চলেছে এই থ্রেট কোড।


কেন এই ইউভি সিকিউরিটি থ্রেট কোড?
- আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে। গতবছর থেকে মার্কশিটে কিউআর কোড যুক্ত করা হয়েছিল। প্রস্নপত্রেও ছিল এই কোড। এত কড়া ব্যবস্থার পরেও মার্কশিট জাল করা হয়েছিল। এইবার তা রুখতেই মার্কশিটে বসছে ইউভি সিকিউরিটি থ্রেট কোড।
- উচ্চ মাধ্যমিকের মার্কশিটে এবার থেকে থাকবে এই কোড। এর মাধ্যমে সহজেই বোঝা যাবে সংশ্লিষ্ট মার্কশিটটি জাল কি না।
- মার্কশিটের ভিতরে লেখা থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আদ্যক্ষর। যদিও তা খালি চোখে দেখা যাবে না। ইউভি স্ক্যান করলে তবেই ধরা পড়বে।
- উচ্চমাধ্যমিকের পাশাপাশি মাধ্যমিকের খাতাতেও এবার থেকে থাকবে এই পদ্ধতি।
- মধ্যশিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষ বলেন, ‘‘জাল মার্কশিট নিয়ে ভর্তির চেষ্টা হচ্ছে, এমনটা সন্দেহ হলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে যোগাযোগ করতে বলব। আমরা বিশেষজ্ঞ দ্বারা বলে দিতে পারব ওই মার্কশিট জাল কি না।’’
- ১৪টি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের উপর নজরদারি ও নিরাপত্তার জন্যই গত বছর থেকে আধুনিক এনক্রিপ্টেড ‘কিউআর কোড’ বা ‘বার কোড’-এর ব্যবস্থা চালু করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
কতটা লাভ হবে এই থ্রেট কোড বসলে?
- ট্রু বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কলকাতা বিশ্ব-বিদ্যালয়য়ের অর্থনৈতিক বিভাগের প্রফেসর সুদক্ষিণা গুপ্ত বললেন- ‘এটা খুবই ভালো একটি উদ্যোগ, আগে এমন কোন ব্যবাস্থা ছিল না যার দ্বারা জাল মার্কশিট আটকানো যায়। এই ব্যাবস্থায় ছাত্র ও সাংসদের উভয়েরই লাভ হবে’।
- মার্কশিট জালের মাধ্যমে নানা অবৈধ কাজ কর্ম করা যায়, সাংসদ সেই প্রচেষ্টাকেই গোঁড়া থেকে উপরে ফেলতে চাইছে। সাংসদের এই ব্যাবস্থা গ্রহণ যথেষ্ট প্রশংসনীয়।
- ভারতীয় মুদ্রার পর প্রথম এই কোড বসবে এই রাজ্যের পরীক্ষার খাতায়। ফলে শিক্ষার দিক থেকে যে এই রাজ্য অনেকটা এগিয়ে আছে এবং কোনোরকম দুর্নীতিকে সাহায্য করে না এটাই কি প্রমাণ করতে চাইল মমতা বন্দোপাধ্যায়ের সরকার?
- ভারতীয় মুদ্রায় এই থ্রেট কোড থাকার পরেও টাকা যে জাল হয় আমরা জানি, এবার এত কড়া ব্যাবস্থার পরেও উচ্চমাধ্যমিকের মার্কশিট পুনরায় জাল যে হবে না তা নিয়ে সংশয় আছেই, এবং তা হলে সাংসদ আবার কি ব্যাবস্থা নেই সেটাই দেখার।




ব্রডকাস্ট চ্যানেল







ডেইলি ডিজিটাল নিউজ পেপার











Copyright © All Rights Reserved by Truee News Bangla is a copyright property of Independent Media Corp