০৬ জানুয়ারি ২০২৫

Breaking News

Lorem Ipsum is a Dummy Text

বেঙ্গল বিজনেস সামিট ২০২৫: পশ্চিমবঙ্গে বিনিয়োগের নতুন দিগন্ত

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ২০২৫ পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন ও নতুন প্রকল্প পশ্চিমবঙ্গের বানিজ্যে এক ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে। সম্মেলনে ৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে।

কেমন হল বেঙ্গল বিজনেস সামিট ২০২৫ সন্মেলন এর মূল লক্ষ্য?- পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন

  • নিন্দুকদের থোতা মুখ ভোঁতা করতে কোর্টে এবার তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চার লক্ষ কোটি টাকার বিনিয়োগ আনার টার্গেট ফুলফিল করে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন ও নতুন প্রকল্পের দ্বার উন্মোচন করেছেন তিনি বেঙ্গল বিজনেস সামিট ২০২৫-এর মাধ্যমে।
  • বিরোধী পক্ষের মুখ একদম বন্ধ করে দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন ও নতুন প্রকল্পের দ্বার উন্মোচন করেছেন তিনি বেঙ্গল বিজনেস সামিট ২০২৫-এর মাধ্যমে।
  • এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন ২০২৫ মোট লগ্নির প্রস্তাব হয়েছে প্রায় সারে চার লক্ষ কোটি (৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি) টাকা। যা টার্গেটের থেকে প্রায় অনেকটাই বেশী। আশা করা হচ্ছে বিনিয়োগের এই বিপুল অঙ্ক পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কে এগিয়ে নিয়ে যাবেI
  • নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দুদিনের এই বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন ২০২৫ সন্মেলন ছিলো চাঁদের হাট I একত্রিত হয়েছে প্রায় ৪০ টি দেশ। বেশীরভাগ দেশই এই বছর বাংলায় নতুন প্রকল্প গুলিতে লগ্নী করতে উৎসাহ দেখিয়েছেন।
  • প্রায় ২৫ জন রাষ্ট্রদূতের সাথে বানিজ্যিক পর্জালচনা হয়েছে এইবার। উপস্তিত ছিল প্রায় ৫০০০ এরও বেশী প্রতিনিধি। রাজ্যপাল জগদীপ ধনকড় এই বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
  • উপস্তিত ছিলেন দেশের শ্রেষ্ঠ শিল্পপতিরা যাদের দেখা গেছে আদানি গোষ্ঠীর কর্ণধার, শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, হিরানন্দানি গ্রুপের চেয়ারম্যান নিরঞ্জন হিরানন্দানি এবং দেশের সেরা শিল্পপতি মুকেশ আম্বানিI
  • শুধু এখানেই নয় বিভিন্ন শিল্পসংস্থার সাথেও স্ট্র্যাটেজিক অংশীদ্বারিত্বে অংশগ্রহণ করেছে বাংলা।

বিপুল বিনিয়োগ, নতুন প্রকল্, বাংলা ঘুরে দাঁড়াতে চলেছে!

  • দুদিনের এই বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন ২০২৫ সন্মেলন শেষে মোট ২১২ টি ‘মউ” এবং লগ্নির আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে। কিন্তু কোন খাতে কত লগ্নি এসেছে তা নিয়ে অবশ্য মুখ খোলেনি মমতা বন্দ্যোপাধ্যায়।
  • এই বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন ২০২৫ শেষে উচ্ছসিত মমতা বন্দ্যোপাধ্যায়। ই এম বাইপাসের ধারে মিলন মেলা প্রাঙ্গণে দুদিন ব্যাপী (৫-৬ই ফেব্রুয়ারি) চলেছে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন।
  • ‘বেঙ্গল মিনস বিজনেস’-এই থিমকে অবলম্বন করে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন ২০২৫ পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন ও নতুন প্রকল্প ঘিরে অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র শিল্প, তথ্যপ্রযুক্তি, চামড়া, টেক্সটাইল, কৃষিভিত্তিক পণ্য থেকে কুটির শিল্প, পর্যটন বিশেষ গুরুত্ব পেয়েছে এবারের সম্মেলনে। AI হাব নিয়েও হয়েছে এবারের সন্মেলন
  • বিকেলের চা-চক্রের মধ্যে দিয়ে শুরু হয়েছিল এই সন্মেলন। বেঙ্গল বিজনেজ সামিট ২০২৫ অষ্টম এডিশনে যোগ দিয়েছে প্রায় চল্লিশটি দেশের প্রতিনিধিরা। আমন্ত্রিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জলঘোলা।

বাংলার ব্যাবসায় উন্মুক্ত নতুন দিগন্ত, লাভবান স্বাস্থ্য

  • সিএমআরআই হাসপাতাল শিলিগুড়িতে নতুন ক্যান্সার হাসপাতাল, অত্যাধুনিক ওটি, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং নার্সিং কলেজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, ডায়ালিসিস ও বোন ব্যাঙ্ক সুবিধাসহ ২০০ শয্যার হাসপাতাল তৈরির জন্য ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে ১,২৮০ জনের কর্মসংস্থান হবে।
  • বেলভিউ হাসপাতাল ২০০-৪০০ শয্যার একটি নতুন হাসপাতাল নির্মাণ করবে, যার জন্য ১,৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। এখানে ৪,৮০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
  • বারাসাতে পিয়ারলেস ক্যানসার হাসপাতালে ৪০০ কোটি টাকার বিনিয়োগ এবং একটি আধুনিক ক্যান্সার হাসপাতাল । এছাড়াও লক্ষ্মী লাভের খাতা খুলেছে উডল্যান্ডস , শ্রেষ্ঠা হাসপাতালের সুপার স্পেশালিটি ইউনিট, নারায়ণা হেলথের রিসার্চ ইনস্টিটিউট, দিশার নতুন চক্ষু হাসপাতাল। এই প্রত্যেকটি হাসপাতালেই মোটা টাকা বিনিয়োগের ক্ষেত্র খুলেছে।
  • স্বাস্থ্য বাদেও উন্নত ম্যানুফ্যাকচারিং ও শিল্প ক্ষেত্রে লগ্নির প্রস্তাব এসেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন-এ রাজ্যে ছোট ও মাঝারি শিল্পের জন্য সহজ ঋণ ও কর ছাড়ের সুবিধা ঘোষণা করা হয়েছে, যা কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে।
  • কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্র (প্রাণী সম্পদ উন্নয়ন), জ্ঞ্যানভিত্তিক অর্থনীতি, লজিস্টিক মোবিলিটি, শিক্ষা সৃজনশীল অর্থনীতি ও চলচ্চিত্র শিল্প, কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সহ আরও নানা ক্ষেত্রে অন্যান্য যেকোনো বছরের থেকে লগ্নির সংখ্যা এইবছর বেরেছে প্রায় কয়েক গুন।
  • জাপান, জার্মানি, সংযুক্ত আরব আমিরশাহি-সহ একাধিক দেশ বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছে।
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের রাজ্য এখন দেশের অন্যতম সেরা বিনিয়োগ কেন্দ্র হয়ে উঠছে। ব্যবসা করার সুবিধা আরও বাড়ানো হবে, যাতে দ্রুত প্রকল্প অনুমোদন হয়।"

মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আম্বানি বিনিয়োগে উৎসাহিত জিন্দাল

  • বাংলায় দ্রুত উন্নত হচ্ছে ব্যাবসার তাই এই সময়টাই যে লগ্নির উপজুক্ত সময় তা রীতিমত মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বললেন রিলাএন্স মালিক মুকেশ আম্বানি। সেই একই সুর শোনা গেছে সজ্জন জিন্দালের স্বরেও। পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন এর পথে দু পক্ষই মোটা টাকা লগ্নী করতে উৎসাহিত।
  • মমতা বন্দ্যোপাধ্যায় এই সন্মেলনের শেষে বলেন বিগত সাত বছরে প্রায় ৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছিল রাজ্যে কিন্তু এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন ২০২৫-এ মাত্র দুইদিনে বিনিয়োগের ক্ষেত্র খুলেছে সারে চার লাখ কোটিরও বেশী।
  • বাংলাকে চপ শিল্প, কাশ ফুল দিয়ে বালিশ বানানোর শিল্প নিয়ে হাসির খোঁড়াক করা হত। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবারের সন্মেলনে তাক লাগিয়েছেন মমতা ব্যানার্জী, অপরদিকে বিশেষজ্ঞদের মতে এরম বহু বিনিয়োগ আগেও এসেছে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন এর নামে, রাজ্যে তাহলে কেন এই হাল? শুধুই কি দেখনদারি নাকি সত্যি Bengal means Business!

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার