Happening Now
কৃষক সঙ্কট: ফলন্ত গাছ শুকিয়ে, ১ টাকা কিলো টমেটো, মাথায় হাত চাষিদের
হুগলি টমেটো উৎপাদনে মাথায় হাত কৃষকদের। এইবছর প্রায় পঁচিশ হাজার মেট্রিকটন টম্যাটো জমিতেই শুকিয়ে নষ্ট হচ্ছে। তোলার খরচ উঠছে নাI ফলে বাড়তি টমেটো যাতে নষ্ট না হয় তার জন্য এখন এক টাকা কিলোতে বিক্রি হচ্ছে টোমেটো। রাজ্যের বাইরেও বন্ধ টোমেটো আমদানি ও রপ্তানি। চাষীদের মতে এক বিঘা টমেটো চাষ করতে পঁচিশ হাজার টাকা খরচ। অথচ টমেটো বিক্রি করে দশ হাজার টাকাও উঠছে না।
ব্রডকাস্ট চ্যানেল








ডেইলি ডিজিটাল নিউজ পেপার






