০৬ জানুয়ারি ২০২৫

Lorem Ipsum is a Dummy Text

বাইক চালাতে চালাতে ঝাঁপ! বিদ্যাসাগর সেতু থেকে আত্মহত্যা যুবকের, লিস্ট বাড়ছে

ভালোমত বাইক চালিয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে আসছিলেন যুবক হঠাৎ সেতুর উপর বাইক দাড় করিয়ে গঙ্গায় ঝাঁপ দেন যুবক। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

কলকাতার ব্যস্ত সেতুতে আতঙ্ক

  • দ্বিতীয় হুগলি সেতুতে ফের ঘটল চাঞ্চল্যকর ঘটনা। এক যুবক বাইক থামিয়ে আচমকা সেতুর উপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
  • ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা শুরু করে উদ্ধারকার্য।
  • উল্লেখযোগ্য বিষয় হলো, দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার ঘটনা এই প্রথম নয়। অতীতেও বহুবার এই একই জায়গায় ঘটেছে আত্মহননের চেষ্টা। ফলে প্রশ্ন উঠছে, কেন এই সেতু বারবার আত্মহত্যার মঞ্চ হয়ে উঠছে?
  • প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, যুবক বাইকে করে সেতুর উপর দিয়ে যাচ্ছিলেন হঠাৎই বাইকটি থামিয়ে তিনি সেতুর রেলিংয়ের উপর উঠে পড়েন তিনি এবং চোখের পলক ফেলার আগেই সেখান থেকে গঙ্গায় ঝাঁপ দেন তিনি।
  • ঘটনাটি ঘটার পরপরই খবর দেওয়া হয় পুলিশকে। কলকাতা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গঙ্গা থেকে উদ্ধার করে। এরপর তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।
  • ঘটনাস্থলে দায়িত্বে থাকা এক পুলিশ আধিকারিক জানান, “আমরা ডিউটিতে ছিলাম। দেখি একজন স্কুটার দাঁড় করিয়ে সেতুর ধার থেকে ঝাঁপ দিলেন। ঠিক কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি এখন সুস্থ আছেন।”
  • ঘটনার পর ওই যুবকের বাইকটি উদ্ধার করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে।
  • পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। ওই যুবক কোথা থেকে এসেছিলেন, কী ছিল তাঁর মানসিক অবস্থা, এমনকি আগে কোনো মানসিক চাপে ছিলেন কিনা – সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।

ভিডিও বানানোর নেশায় মৃত্যু!

  • 'খতরো কে খিলাড়ি' হতে চেয়েছিলেন দুই যুবক। সাধারণ কোনও কৃতিত্ব নয়, ইচ্ছে ছিল ২০০ ফুট উঁচু বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু) থেকে মাঝগঙ্গায় ঝাঁপ দিয়ে ইউটিউবে ভাইরাল হওয়ার।
  • সেই ইচ্ছা বাস্তবায়িত করতে গিয়ে দুপুরে বন্ধুবান্ধবের সামনে মাঝগঙ্গায় ঝাঁপ দেন মহম্মদ তাস্তিগির আলম। তাঁর দেখাদেখি মুহূর্তেই আরও একজন, জাকির সর্দার, সেতুর রেলিং পেরিয়ে ঝাঁপ দেন গঙ্গার মধ্যে।
  • দু'জনের মধ্যে প্রথমে ঝাঁপ দেওয়া তাস্তিগিরকে সেদিনই উদ্ধার করা গেলেও নিখোঁজ হয়ে যান তিলজলার বাসিন্দা জাকির সর্দার।
  • প্রায় তিন দিন পর, আজ দইঘাট এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।

ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলো শিয়ালদহ কোর্টের আইনজীবীর

  • এর আগেও সেতুর উপর বাইক রেখে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন শিয়ালদা কোর্টের আইনজীবী ঐ যুবক।
  • প্রত্যক্ষদর্শীদের কথায়, ওই যুবক প্রথমে বাইক রেখে সেতুর রেলিংয়ের ওপরে উঠে কিছুক্ষণ ঝুলে ছিলেন। অনেকেই তাঁকে নেমে আসতে বলেন, তবে কোনও কথায় সাড়া না দিয়ে তিনি মুহূর্তের মধ্যে ঝাঁপ দেন।
  • সূত্র অনুযায়ী, নিখোঁজ যুবক কলকাতার ফুলবাগান এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, সেই কারণেই এমন চরম সিদ্ধান্ত নেন তিনি। তবে ঠিক কী কারণে তিনি অবসাদগ্রস্ত হয়েছিলেন, তা পরিষ্কার ছিল না।
  • দ্বিতীয় হুগলি সেতুতে পুলিশের নিয়মিত টহল এবং রেলিংয়ের উপরে অতিরিক্ত ব্যারিয়ার থাকা সত্ত্বেও কীভাবে ওই আইনজীবী রেলিং পার হয়ে ঝাঁপ দিলেন, তা নিয়ে উঠছিল প্রশ্ন ।
  • এই ঘটনা ঘটেছিলো দু বছর আগে কিন্তু দু বছর পরেও আছে একই অবস্থা। যে যখন খুশি সেতু থেকে ঝাঁপ দিয়ে দিচ্ছে।
  • এসব ঘটনায় সেতুর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার