Happening Now
যোতিষ্কো বিশ্বাস, ট্রেকার এবং সাইক্লিস্ট, দীঘা সমুদ্র সৈকত থেকে বাইকিং অনুসন্ধান শুরু করেছে, এবং তার চূড়ান্ত গন্তব্য এভারেস্ট বেস ক্যাম্প।
খাবারের লোভ দেখিয়ে, প্রায় ছিয়াত্তর বয়সের বৃদ্ধ, বিশেষভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণ প্রায় ছিয়াত্তর বয়সের এক বৃদ্ধের। নাবালিকার চীৎকারে হাতেনাতে বৃদ্ধকে ধরে ফেলেন স্থানীয়রা। চলে দেদার গণপিটুনি, এরপর পুলিস এসে উদ্ধার করে বৃদ্ধকে।
টিনের ছাওণী দেওয়া ঘড়, তার মধ্যেই চলছিল অবৈধ বাজী কারখানা যেটি বর্তমানে বিস্ফোরণে ভস্মীভূতI ধড়া পড়েছে মালিক খোকন। বিজেপির জগন্নাথ সরকার তৃণমূল কংগ্রেসকে ইউনিটটি আড়াল করার অভিযোগ তুলেছেন।
জেলের ভেতর বসেই তৈরী হচ্ছে জঙ্গি! ধর্ম বদলে মগজ ধোলাই দিয়ে জঙ্গি শিক্ষা, নেপথ্যে খাগড়াগড় কান্ড অভিযুক্ত জামাতুল মুজাহিদিন (জেএমবি) নেতা তারিকুল ইসলাম ওরফে সুমন ।
পশ্চিমবঙ্গের নিজস্ব রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস চালুর পর এবার আরও এক ধাপ এগিয়ে পৃথক পতাকার দাবি জানালেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর বিতর্ক।