Happening Now
নাবালিকা নির্যাতনঃ ১১ বছরের কিশোরীকে ধর্ষণ সত্তরোর্ধ বৃদ্ধের
খাবারের লোভ দেখিয়ে, প্রায় ছিয়াত্তর বয়সের বৃদ্ধ, বিশেষভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণ প্রায় ছিয়াত্তর বয়সের এক বৃদ্ধের। নাবালিকার চীৎকারে হাতেনাতে বৃদ্ধকে ধরে ফেলেন স্থানীয়রা। চলে দেদার গণপিটুনি, এরপর পুলিস এসে উদ্ধার করে বৃদ্ধকে।


ফল দেওয়ার লোভ দেখিয়ে নাবালিকা নির্যাতন
- মানুষের মধ্যে থেকে যেন দিন দিন হারিয়ে যাচ্ছে মনুষত্য! নদিয়ার চাকদহে ১১ বছর বয়সী নাবালিকাকে নির্যাতন ধর্ষণের অভিযোগ উঠেছে ৭৬ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে।
- অভিযুক্তের নাম শিবু মালিক। অভিযুক্তকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
- পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকদহ ব্লকের তাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অভিযুক্ত বৃদ্ধI ঘটনার দিন নির্যাতিতাকে খাবারের লোভ দেখিয়ে স্থানীয় ইটভাটার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
- ১১ বছরের ঐ নাবালিকা বুঝতে না পেরে খাবারের লোভে হাটা দেয় বৃদ্ধের,সাথে কিছুটা যাওয়ার পরেই ইট ভাটার এক খালি ঘরে তাকে নিয়ে ঢোকে অভিযুক্ত শিবু। বিশেষভাবে সক্ষম ঐ নাবালিকা বুঝতে পারেনি যে খেতে দেওয়ার লোভে তার সাথে এমন করবে অভিযুক্ত।
- কিছুক্ষন পরেই সে বুঝতে পারে তার সাথে কিছু খারাপ করার চেষ্টা করছে শিবু, চিৎকার শুরু করে নাবালিকা। বেগতিক বুঝে ব্যাপারটা ধামাচাপা দিতে গিয়ে ধরা পরে যায় শিবু মালিক।
- নাবালিকার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাকে মারধর করে।
- পরে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ও গ্রেপ্তার করে।
কি পদক্ষেপ নিল পুলিশ?
- ইতিমধ্যেই পুলিশ নাবালিকা নির্যাতন মামলায় পকসো (Protection of Children from Sexual Offences) আইনে মামলা রুজু করেছে শিবু মালিকের বিরুদ্ধে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
- নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে, এবং তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
- ভারতে নাবালিকা ধর্ষণের ক্ষেত্রে পকসো আইনের পাশাপাশি আইপিসির (IPC) ৩৭৬ ধারা কার্যকর আছে।
- ২০১৮ সালে নির্ভয়া কাণ্ডের পর শিশু ধর্ষণের শাস্তি আরও কঠোর করা হয়েছে, যেখানে ১২ বছরের কম বয়সী শিশু ধর্ষণের ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে।
- কিন্তু সত্যি কি সেই আইন অভিযুক্তদের উপর বাস্তবায়ন হচ্ছে? কেন দৃষ্টান্তমুলক শাস্তি হচ্ছে না ধর্সকদের?
- নদীয়ার চাকদহের এই নাবালিকা নির্যাতন ঘটনায় অপরাধির কঠোরতম শাস্তি চেয়েছেন নাবালিকার পরিবারI
পশুর প্রতিও যৌন হেনস্থা?
- অপরাধি শিবু মালিক শুধু নাবালিকা ধর্শন করেই খান্ত হননি উনার বিরুধে পশুদের প্রতিও যৌন হেনস্থার অভিযোগ আছে।
- তার যৌন লালসার শিকার হয়েছে এলাকার কুকুর, ছাগল-সহ একাধিক গবাদি পশু। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কি সত্যি এরম করতে পারে?
- প্রশ্ন হল এই অপরাধ করেও কিভাবে খোলা আকাশের নিচে ঘুরে বেরাচ্ছিলেন অভিযুক্ত? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত আগেও একাধিকবার অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়েছেI
নাবালিকা নির্যাতন ধর্ষণের সাম্প্রতিক পরিস্থিতি
- ভারতে শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ২০২২ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-এর তথ্যানুসারে, ভারতে প্রতি ১৬ মিনিটে একটি নাবালিকা ধর্ষণের শিকার হয়।
- তাহলে এতো আইন নিয়ে কি লাভ হচ্ছে? যদি সেটা বাস্তবায়িত না হয়? ধর্সনের ধারা দেখে স্পষ্ট বোঝা যায় একজন অপরাধিও যোগ্য শাস্তি পায়না যার জন্য ক্রমাগত নাবালিকা নির্যাতন ধর্ষণের পরিমাণ বাড়ছে!
- কাঠুয়া কাণ্ড (২০১৮), হাথরস কাণ্ড (২০২০) চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ধর্ষণ মামলা সত্যি কি ভারতে নারী সুরক্ষা বলে কিছু আছে? নাকি সবটাই আইওয়াশ?




ব্রডকাস্ট চ্যানেল







ডেইলি ডিজিটাল নিউজ পেপার











Copyright © All Rights Reserved by Truee News Bangla is a copyright property of Independent Media Corp