০৬ জানুয়ারি ২০২৫

Lorem Ipsum is a Dummy Text

গরম চকোলেট, পেস্টো পাস্তা রইলো শহরের সেরা ক্যাফে এর সন্ধান

কোলকাতার বিভিন্ন কোণে লুকিয়ে আছে অসাধারণ কিছু ক্যাফে। এগুলোর প্রতিটি আলাদা আলাদা বৈশিষ্ট্যে ভরপুর। ভালো খাবার খেতে চলে যান সেরা এই ১০ টি ক্যাফেতে।

  • বীনশট ক্যাফে (Beanshot Cafe)- হালকার উপর খাবার খেতে চান? সাথে আধুনিক ও আরামদায়ক পরিবেশ পাবেন। এখানকার মকটেল, শেকস ও স্ন্যাক্স চমৎকার। নিজের আপনজন হোক বা বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানোর জন্য পারফেক্ট।
  • জনপ্রিয় খাবার: কোল্ড কফি, কাস্টমাইজড স্যান্ডউইচ।
  • স্থানঃ গড়িয়া
  • রোস্টারি কফি হাউস (Roastery Coffee House)- পুরানো কোলকাতার শৈল্পিক ছোঁয়া, শান্ত সবুজ গাছ গাছালির মধ্যে বসে যদি আপনি রোস্তেড ব্রিউড কফির স্বাদ নিতে চান তাহলে এই এই ক্যাফে নির্বাচন করতে ভুলবেন না। কফি প্রস্তুতির সম্পূর্ণ প্রক্রিয়া সামনে বসে দেখার অভিজ্ঞতাও পাবেন মানে একদম ফ্রেশ কফি হাজির হবে আপনার সামনে।
  • জনপ্রিয় খাবার: আফগান চিকেন, রোস্টেড কফি, শেকস ইত্যাদি
  • স্থানঃ গড়িয়াহাট হিন্দুস্থান পার্ক।
  • বুনোসিলো আর্টিসানাল (Bunosilo Artisanal)- অনেকেই নিজের পোষ্যকে ছেড়ে বেরোতে চান না কারণ সব জায়গায় পোষ্যদের প্রবেশ নিষেধ ফলে পোষ্যদের নিয়ে যাওয়ার জায়গার অভাবে অনেকেই রেস্তোরা যেতে চান না। তবে এবার থেকে আর চিন্তা নেই। এই ক্যাফেটি পুরোটাই পেট ফ্রেন্ডলি। নিজে যেমন ভালো সময় কাটাতে পারবেন তেমনি নিজেদের পোষ্যদের একটা ভালো যায়গায় ঘোরাতে নিয়ে যেতে পারবেন। এখানকার পরিবেশ মিনিমালিস্টিক সেটআপে তৈরি।
  • জনপ্রিয় খাবার: বেকড গুডস, ক্যারামেল ল্যাটে, দারুণ আর্টিসানাল ব্রেকফাস্ট পাওয়া যায়।
  • স্থানঃ বিবেকানন্দ পার্ক
  • মারবেলাস (Marbellas)- এলিগেন্ট ও রোমান্টিকভাবে ক্যাফেটি সাজানো। ভালো স্টাফ, ফ্রেশ খাবার ও মনোরম পরিবেশ যা ডেটে যাওয়ার জন্য একদম উপযুক্ত।
  • লা কুসিনা (la Cusina)- la Cucina কলকাতায় অবস্থিত একটি বিখ্যাত ইতালীয় রেস্তোরাঁ। এটি বিভিন্ন ধরণের সুস্বাদু ইতালীয় খাবার পরিবেশন করে। এর মেনুতে সদ্য তৈরি পাস্তা এবং ইট-ওভেন পিজা থেকে শুরু করে রসালো সামুদ্রিক খাবার পর্যন্ত সব ইতালিয়ান ক্লাসিক খাবার গুলি রয়েছে।
  • জনপ্রিয় খাবার- ওভেন পিৎজা, চকোলেট মুস কেক, পাস্তা
  • স্থান- সল্ট লেক

মিসেস ম্যাগপাই

  • মিসেস ম্যাগপি ক্যাফে এবং বেকারি  কলকাতায় সেরা কাপকেক তৈরির জন্য পরিচিত। কোন রোমান্টিক ডিনার কিন্তু সুস্বাদু ডেজার্ট ছাড়া সম্পূর্ণ হয় না। আপনার ভালবাসার মানুষকে একটি মিষ্টি ট্রিট দিতে আপনি যেতেই পারেন।
  • জনপ্রিয় খাবার- কফি, গরম চকোলেট এবং পিনাট বাটার কাপকেক, আখরোটের ব্রাউনি, টার্ট এবং স্কোনগুলিও দুর্দান্ত।
  • স্থান- সাউদার্ন অ্যাভিনিউ
  • জনপ্রিয় খাবার: পিজ্জা, চিজ কেক।
  • স্থান- গড়িয়াহাট হিন্দুস্থান পার্ক
  • পিকো (Pico)- এই ক্যাফেটেরিয়াটি অন্যান্য ক্যাফের থেকে ছোট হলেও কনফোর্টেবল, হোমলি ফিল প্রচণ্ডভাবে পাবেন। এখানকার কফি ও পিৎজা মুখে লেগে থাকার মতন। শান্ত সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা।
  • স্থান- বিবেকানন্দ পার্ক
  • জুক্কা লাউঞ্জ (Zucca Lounge)- ওপেন এয়ার সেটআপ, নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে যেতে পারেন এই রেস্তরাতে। রোম্যান্টিক ডিনারের জন্য একদম উপযুক্ত এই রেস্তোরা। এছাড়াও এখানে বারের সুবিধাও আছে। আউটডোর ডাইনিং পছন্দ করলে এটি উপযুক্ত।
  • জনপ্রিয় খাবার: পেস্টো পাস্তা, কফি,
  • স্থান- সাউদার্ন এভেনিউ
  • বোহো দ্য স্কাই ক্যাফে (Boho The Sky Cafe)- ভালো খাবার সাথে ভালো ফটো আসা চাই তাহলে এই ক্যাফের ভাইবস একদম আপনার জন্যই তৈরি। সন্ধ্যার আড্ডা এবং সুন্দর দৃশ্য উপভোগের জন্য।
  • জনপ্রিয় খাবার: মোমো, পিজ্জা, কফি
  • স্থান- সল্ট লেক, গড়িয়া, দমদম
  • হোয়াটসআপ ক্যাফে (Whatsup Cafe)- ইয়ুথফুল ও এনার্জেটিক পরিবেশ। ছাদে বসে কোলকাতার মনোরম দৃশ্য ও সাথে ভালো খাবার খেতে এই ক্যাফে যেতেই হবে। চিল ভাইবস, গান একদম অন্যরকম পরিবেশ তৈরী করেছে।
  • জনপ্রিয় খাবার: বার্গার, শেকস, পিৎজা, ফিউশন খবার।
  • স্থানঃ গোলপার্ক লেক

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার