০৬ জানুয়ারি ২০২৫

তৃণমূলের ‘দালাল’ পুলিশ? ইফতারে দলীয় প্রতীক পরে বিতর্কে অফিসার

পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক পুলিশ আধিকারিককে তৃণমূল কংগ্রেসের প্রতীকযুক্ত ব্যাজ ও গামছা পরে ইফতার অনুষ্ঠানে দেখা যাওয়ার পর তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যম X-এ ওই ছবি পোস্ট করে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি মুখার্জিকে "তৃণমূলের দালাল" বলেও কটাক্ষ করেন।

ইফতার পার্টিতে TMC গামছা পরা পুলিশ অফিসার

  • ছবিতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশের এক অফিসার ইফতার পার্টিতে তৃণমূলের গামছা পরেছেন। ব্যাস আর কি এই ছবি প্রকাশ্যে আসার পরই, শুরু হয়েছে শোরগোল।
  • নদিয়া জেলার এক ইফতার পার্টিতে, গেছিলেন অনিন্দ্য মুখোপাধ্যায়। সে ভালো কথা কিন্তু গোল বেঁধেছে তৃণমূলের প্রতীকী গায়ে তোলার পরেই। উঠেছে ছবি, আর সেই ছবি ভাইরাল হতে সময় লেগেছে মাত্র কিছুক্ষণ।
  • এই ছবি প্রকাশ্যে আসার পর হইহট্টগোল শুরু করেছে বিজেপি, এই বিরোধী দল কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।
  • রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ২২ মার্চ অনুষ্ঠিত ওই ইফতারের ছবি শেয়ার করে এক্স (প্রাক্তন টুইটার)-এ নদিয়ার চাপড়া থানার ইনস্পেক্টর-ইন-চার্জ অনিন্দ্য মুখার্জিকে "তৃণমূলের দালাল" বলে অভিহিত করেছেন।
  • বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি এই ঘটনাকে "তৃণমূলের তৈরি একটি ব্যবস্থা" বলে আখ্যা দিয়েছেন।
  • তিনি বলেন, “পশ্চিমবঙ্গের পুলিশের বড় একটি অংশ এখন আর সংবিধানের প্রতি সম্মান দেখায় না। তারা নিজেদের ইউনিফর্মের অংশ হিসেবে তৃণমূলের প্রতীক বহন করছে। তৃণমূল অপরাধী, পুলিশ এবং নেতাদের নিয়ে একটি সমান্তরাল ব্যবস্থা তৈরি করেছে।”

রাজনৈতিক সমীকরণ ও বিতর্ক

  • নদীয়ার চাপড়া, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। যেখানে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নির্বাচিত প্রতিনিধি। এমনি ঐ এলাকাতে সংখ্যালঘুদের বাড়বাড়ন্ত।
  • এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের মধ্যে দুটি বিজেপির দখলে রয়েছে, যা রাজ্যে আবার প্রধান বিরোধী দল। ফলে ছবি ভাইরাল হতে বেশী সময় লাগেনি।
  • নদিয়া জেলার তৃণমূল সংখ্যালঘু সেল রমজান মাসে একাধিক ইফতার পার্টির আয়োজন করেছিল এবং দরিদ্রদের মধ্যে পোশাক বিতরণও করেছে।
  • স্থানীয় কিছু পুলিশ অফিসারদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে শুধুমাত্র অনিন্দ্য মুখার্জিকে তৃণমূলের গামছা পরতে দেখা গেছে।
  • চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমানও পুলিশ অফিসারকে সমর্থন জানিয়ে বলেন, “একজন তৃণমূল নেত্রী অতিথিদের মঞ্চে স্বাগত জানাচ্ছিলেন। যেহেতু অফিসার তখন ইউনিফর্মে ছিলেন না, তাই তাকে চেনা যায়নি।”
  • নদিয়ার কৃষ্ণনগরের পুলিশ সুপার অমরনাথ কে সোমবার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে অনিন্দ্য মুখার্জি ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “এ ধরনের সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় ভালো হয়। তবে কী ঘটেছিল তা তদন্ত করা হচ্ছে।”
  • তবে ঐ অনুষ্ঠানে শুধু অনিন্দ্যবাবু একা নয় উপস্থিত ছিলেন, বড় আন্দুলিয়া ফাঁড়ির ইনচার্জ শ্রীজীব সিনহাও। তাকে নিয়েও শুরু হয়েছে জোলঘোলা। তার গায়ে তো উর্দি ছিল, এবং সেই অবস্থাতেই গলায় তৃনমূলের উত্তরীয় ও ব্যাজ পরতে গেছে উনাকেও।
  • তাহলে কি সত্যি তৃণমূলের দলদাশ হয়ে উঠেছে পুলিস? এই বিষয়ে অবশ্য দায় এড়াতে গিয়েও পারেনি চাপড়া থানার পুলিস। তাহলে কি এটাই বোঝাতে চাইছে যে সামনেই ২০২৬ ভোট তার আগেই পুলিশের উচ্চপদস্থ অফিসারদের দলে টানতে চাইছে ঘাশফূল? ের উত্তর অবশ্য কিছুদিন বাদেই পাওয়া যাবে।

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার