০৬ জানুয়ারি ২০২৫

মাছের ভ্যানে গাঁজা পাচারের ছক

  • এ যেন পুরো সিনেমার মতন, লড়ি ভর্তি পচা মাছ তার মধ্যে থেকেই উদ্ধার ব্যাপক অঙ্কের গাঁজা।
  • বেঙ্গল পুলিশের এক গোপন অভিযানে পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। পচা মাছ ভর্তি বাক্সের তীব্র দুর্গন্ধের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল ২০০ প্যাকেট গাঁজা।
  • দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মাগুরপুকুর এলাকায় সম্প্রতি ডায়মন্ড হারবার পুলিশ এক অভিযান চালায়। অভিযানে কয়েক কোটি টাকার গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের মতে, এই মাদক ওড়িশা থেকে পাচার করা হচ্ছিল।
  • তবে বাংলা থেকে পাচার হয়ে এই গাঁজা কোথায় যাচ্ছিল তা অবশ্য যানা যায়নি।
  • নির্ধারিত সময়ে ঐখান দিয়ে যাওয়ার কথা ছিল গাঁজার ট্রাকের। সেইমত পুলিশ বাহিনী প্রস্তুত ছিল। ঠিক ঐ সময়েই সেখান দিয়ে পাস করে মাছ ভর্তি এক ভ্যান।
  • আটকানো হয় ভ্যানটিকে, কিন্তু তল্লাশি করতে গিয়ে দেখা যায় ট্রাক ভর্তি খালি পচা মাছের ডাই।
  • কিছুক্ষণের জন্য হলেও ভ্যাবাচ্যাকা খেয়ে যায় পুলিশকর্মীরা। কিন্তু এরপরেই হয় আসল ঘটনা মাছের তল্লাশি করতে চায় তারা।
  • ব্যাস, ভয় পেয়ে যায় গাড়ির চালক। বাঁধা দেওয়ার চেষ্টা করেও কোন লাভ হয়নি। খোলা হয় মাছের পেটি। ব্যাস হালকা হাঁসি ফোটে পুলিশকর্মিদের মুখে।
  • তার মানে সঠিক তথ্যই তাদের কাছে গেছে, গাঁজার পাচার হচ্ছিল এবং তা ধরা পরেছ অবশেষে।
  • মাছের বাক্সগুলোর তালা ভেঙে দেখা যায়, সেগুলোর মধ্যে সুচারুভাবে লুকিয়ে রাখা হয়েছে মাদকের প্যাকেট।
  • প্রথমে, পচা মাছের দুর্গন্ধ পুলিশের সন্দেহকে কিছুটা বিভ্রান্ত করলেও গন্ধে ভলেনি তারা, এরপরেই তল্লাশি চালিয়ে তারা ২০০ প্যাকেট গাঁজা উদ্ধার করে।
  • অনুমান করা হচ্ছে, প্রতিটি প্যাকেটের ওজন এক থেকে দেড় কেজির মধ্যে। বাজারমূল্য কোটি টাকার বেশি হতে পারে বলে মনে করছে পুলিশ।উদ্ধারকৃত গাঁজা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।
  • এরপরেই অভিযুক্ত পিকআপ ভ্যানের চালককে গ্রেফতার করে পুলিশ। তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং এরপর তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ অভিযুক্তের হেফাজত চাইতে পারে বলেও অনুমান করা হচ্ছে।
  • এই গোপন অভিযানের নেতৃত্বে ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিঠুন দে। তার সঙ্গে ছিলেন মগরাহাট থানার ওসি পিয়ূষ মণ্ডল।
  • পুলিশের সন্দেহ, এই মাদক আসলে ওড়িশা থেকে আসা আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের অংশ। বর্তমানে অন্যান্য অভিযুক্তদের চিহ্নিত করতে তৎপর পুলিশ।

বাঁধাকপির ট্রাকে লুকিয়ে মদ পাচারের চেষ্টা

  • এটি প্রথমবার নয়, পশ্চিমবঙ্গে আগেও এমনই এক অভিনব কায়দায় মাদক ও মদ পাচারের ঘটনা ঘটেছে। এর আগে বাঁধাকপির বোঝাই পিকআপ ভ্যানেও লুকিয়ে পাচার করার চেষ্টা করা হয়েছে বিপুল পরিমাণ বিদেশি মদ।
  • সেই ঘটনায়, শিলিগুড়িতে একটি গাড়ি ও পিকআপ ভ্যান আটক করে পুলিশ। ওই দুটি গাড়ি থেকে ৭২ কেস বিদেশি মদ উদ্ধার করা হয়।
  • এই ক্ষেত্রেও খানিকটা সিনেমার মতোই উদ্ধার করা হয়েছে মদ, জলপাইগুড়ি আবগারি বিভাগের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ভোরে অভিযান চালায়। সকাল ৫:৩০ নাগাদ শিলিগুড়ির চম্পাসারির মহানন্দা ব্রিজের কাছে একটি গাড়ি ও তার পিছনে থাকা পিকআপ ভ্যান থামানো হয়।
  • দুটি গাড়ি থেকে মোট ৭২টি কার্টনে থাকা বিদেশি মদ আটক করা হয়, যার আনুমানিক মূল্য ১৬.২ লাখ টাকা।

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার