০৬ জানুয়ারি ২০২৫

Happening Now

ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজে কোহলি রোহিতের দারুণ প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে    Cyclone Ditwah ঘিরে বাংলাসহ উপকূলজুড়ে রেড অ্যালার্ট জারি হয়েছে আজ    IFFI সমাপনীতে রাজিনীকান্তকে ঘিরে চলচ্চিত্র দুনিয়ায় তুমুল উচ্ছ্বাস দেখা গেল     রাশিয়ার নতুন সামরিক চুক্তি অনুমোদনে বিশ্ব কূটনীতিতে চাপ বাড়ছে     Airbus আপগ্রেডে বিশ্বজুড়ে ফ্লাইট বাতিল দেরির আশঙ্কা বাড়ছে আজ    UFC 324 ঘোষণা লাস ভেগাসে জমবে বছরের সেরা লড়াই    সোনার বাজারে পতন আজ ২২ ক্যারেট দামে বড় ধস    বৈশ্বিক অর্থনীতিতে মন্দার সম্ভাবনা কেনাকাটা বিনিয়োগে প্রভাব বাড়ছে    NISAR স্যাটেলাইট অ্যান্টেনা মোতায়েন সফল ভারতীয় বিজ্ঞান অগ্রগতির উল্লাস     CBSE ২০২৬ বোর্ড পরীক্ষায় নতুন কাঠামো শিক্ষার্থীদের সুবিধা বাড়াবে     ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজে কোহলি রোহিতের দারুণ প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে    Cyclone Ditwah ঘিরে বাংলাসহ উপকূলজুড়ে রেড অ্যালার্ট জারি হয়েছে আজ   

বাংলা চলচিত্রঃ, আবেগে, অভিনয়ে অনন্য – 'এই রাত তোমার আমার'

সম্প্রতি মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত "এই রাত তোমার আমার"। পঞ্চাশতম বিবাহবার্ষিকীর রাতে দুজন মানুষের সারাজীবন একসাথে চলার দোলাচলের এক সুন্দর কাহিনী ফুটে উঠেছে। ধীরগতির সুন্দর বুননের এই মুভি কেমন লাগল দেখতে?

দীর্ঘ দাম্পত্যের কিছু না বলা কথা

  • অমর ও জয়িতার দীর্ঘদিনের সংসার। তাঁদের পঞ্চাশতম বিবাহবার্ষিকীর রাতে, অতীতের সুখ-দুঃখ, মান-অভিমান, না বলা কথা এবং জমে থাকা অনুভূতিগুলো উন্মোচিত হয় ধীরে ধীরে।
  • লম্বা পঞ্চাশটা বছর দুটো মানুষের একসাথে থাকা, একে অপরের সাথে ওতপ্রোতভাবে জরিয়ে থাকা, দুঃখ রাগ অভিমান ভালবাসার ও দাম্পত্য জীবন ও বার্ধক্যের এক অনন্য সমীকরণ তুলে ধরেছেন ছবির পরিচালক – অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
  • আমাদের প্রতিদিনকার ব্যাস্ত জীবনে এই ছবি আমাদের কাছের মানুষটার থেকে চাওয়া পাওয়া, প্রতিদান ভালোবাসার ধীর কিন্তু নিপুন বুননের এক বাস্তব চিত্র যেন তুলে ধরেছে।
  • অমর গুপ্তের (অঞ্জন দত্ত) স্ত্রী জয়িতার (অপর্ণা সেন) ক্যানসার। চিকিৎসাতে তেমন সারা দিচ্ছে না জয়িতা। অন্যদিকে ছেলে জয়ের সাথে সম্পর্ক ভালো নয় অমরের। তাই স্ত্রীকে নিয়ে একাই থাকেন উত্তরবঙ্গের বাড়িতে।
  • সেখানেই তাদের বিয়ের সুবর্ণ জয়ন্তী বিবাহবার্ষিকী পালনের রাত্রে একে অপরের কাছে মনের কথা, একে অপরের প্রতি জমানো অভিমান, রাগ ক্ষোভ ভালোবাসাকে উজাড় করে দেয়। কিন্তু তার পর কি হয়?
  • জীবনে ৫০ টা বছর একসাথে কাটান। অবশিষ্ট থাকে কোনো ভালোবাসা নাকি শুধুই অভ্যাসের বসে জীবনের শেষঅবধি কাটায় দুজন মানুষ।
  • এই সমস্ত প্রশ্নের উত্তরই হওয়া উচিত ছিল ভারী ও গুরুগম্ভীর। কিন্তু পরিচালক পরম্ব্রত নিজের ম্যাজিকেই এই ছবি করে তুলেছেন হালকা ও ঝরঝরে। স্ক্রিপ্টের বিন্দুমাত্র বোরডম চোখে পরবে না।
  • কেবল স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। বাবা ছেলের সর্ম্পকের রসায়ন, জেনারেশন গ্যাপ, অভিমান সবটাই সমান্তরাল ভাবে তুলে ধরা হয়েছে এই ছবিতে। বাড়িতে বয়স্ক মা বাবা যাদের আছে তারা তো এই ছবির গল্পের সাথে মিল পেতে বাধ্য।

কেমন অভিনয়?

  • অভিনয়ে ছিলেন দুই বিখ্যাত বর্ষীয়ান নেতা অঞ্জন দত্ত ও অপর্না সেন। অঞ্জন দত্তের অভিনয় এককথায় অসাধারণ ও অনবদ্য। যেভাবে নিজেকে তিনি এই অমর চরিত্রের জন্য ভেঙ্গেছেন তা অসামান্য।
  • তার ডায়ালগ, রবীন্দ্রসংগীত গাওয়া সবই যেন হৃদয়ের গভীরে এক ছাপ ফেলতে বাধ্য। অপর্না সেনের অভিনয়ও যথেষ্ট ভালো। ক্যানসার আক্রান্ত মানুষের বেদনা, দীর্ঘদিনের জমা অভিমান অপর্ণার মতো আর কেউ হয়ত ফুটিয়ে তুলতে পারত না।
  • অন্যদিকে ছেলে জয়ের চরিত্রে পরম্ব্রতও অসাধারণ। তার পরিচালিত সিনেমা দেখে মনে হচ্ছে কে কাকে টেক্কা দেয় দেখতে হবে ভবিষ্যতে পরিচালক পরম্ব্রত নাকি অভিনেতা পরম্ব্রত।
  • এই রাত তোমার আমার' চলচ্চিত্রটি সম্পর্কের গভীরতা ও জটিলতা নিয়ে ভাবায়, যা আমাদের ব্যক্তিগত জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই জীবনের সমীকরণগুলোকে খতিয়ে দেখতে একবার দেখে আসতেই হবে ‘এই রাত তোমার আমার’

খবর এখন

CHAT SHOW SHORTS

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার

`