০৬ জানুয়ারি ২০২৫

পাগল হতে চলেছেন এলন মাস্ক

  • গুরুতরভাবে মানসিক অসুস্থ ইলন মাস্ক। মাস্কের জীবনিকার সেথ এমনটাই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন X (টুইটার) এর পেজে।
  • নিয়মিত ড্রাগ সেবন করেন মাস্ক। এতটাই অসুস্থ এই কোটিপতি যে সেথ সরকারি হস্থক্ষেপের কথা ঘোষণা করেছেন।
  • পৃথিবীর অন্যতম বড় কোম্পানি টেসলা, স্পেসএক্সের সিইও এলন মাস্ক আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে ধনী ব্যাক্তিদের মধ্যে একজন। সেথ বলেছেন সম্পুর্ন পাগল হওয়ার পথে অগ্রগামী হয়েছে মাস্ক।
  • এলন মাস্ক নিজে স্বীকার করেছেন তিনি অবসাদ কমানোর জন্য কড়া ড্রাগ গ্রহণ করে থাকেন।
  • সেথের কথায় মাস্ক দিনকে দিন খুবই সংবেদনশীল হয়ে উঠছে। ছোটবেলায় বাবার থেকে পাওয়া মানসিক অত্যাচারকেই এইসবের মূল মনে করা হচ্ছে।
  • ইলন মাস্কের এই মানসিক স্থিতিকে রীতিমত একটি অশনি সংকেত মনে করছেন সেথ, কারন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পেছনে বিশাল বড় অবদান আছে মাস্কের।
  • সেথের বক্তব্য, 'একাধিক শিল্প এবং হবু প্রেসিডেন্টের উপর প্রভাব রয়েছে মাস্কের। অর্থাৎ ওঁর উন্মাদ আচরণ এবং হিংসার প্রতি উস্কানি জোগানোর অভ্যাস আমাদের সকলকে বিপদে ফেলতে পারে। ইলন মাস্কের হাত থেকে আমেরিকাকে রক্ষা করতে হবে'।
  • ইলনকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক কারোর মতে সে ‘বন্ড ভিলেন’ আবার অনেকের মতে তিনি মানব প্রজাতির অভিভাবক। কোটিপতি এই মাস্ক রক্ষক না অভিভাবক তা তো তার ভবিষ্যৎ কর্মকাণ্ডেই বোঝা যাবে।

বিতর্কে ঘেরা ইলন মাস্কের জীবন

  • কোটিপতি এই ব্যাক্তির জীবনে রহস্য ও বিতর্কের অভাব কিন্তু নেই! ঢালাও কামাই ও ব্যবসার পাশাপাশি মাস্কের ব্যাক্তিগত জীবনও কিন্তু কিছু কম রঙ্গিন নয়।
  • মাস্কের প্রায় একাধিক বললেও কম হবে অসংখ্য বান্ধবী ছিল। তার মধ্যে গ্রিমস, যাস্টিন উইলসন, আ্যাম্বার হার্ড- এর সাথে সম্পর্ক নজর কেড়েছিল বিশ্বের।
  • মাস্কের ১২ জন সন্তান রয়েছে। আশ্চর্যের বিষয়, বেশিরভাগ সন্তানই তিনি প্রযুক্তিগতভাবে লাভ করেছেন। মাস্ক বারবার জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেছেন এবং এর মাধ্যমে বিশ্বকে রক্ষার ইচ্ছা প্রকাশ করেছেন।
  • তাঁর এই বক্তব্য অনেকের কাছে পাগলের প্রলাপ মনে হলেও মাস্ক তা নিয়ে মাথা ঘামাননি।
  • এখানেই বিতর্কের শেষ নয় মাস্কের জীবনে- আমেরিকার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (SEC) সাথেও আদায়-কাচকলায় সম্পর্ক টেসলা মালিকের।
  • আমেরিকার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (SEC) সঙ্গেও বহুবার আইনি লড়াইয়ে জড়িয়েছেন মাস্ক। SEC-এর অভিযোগ, মাস্ক অনুমতি ছাড়াই টুইট করে শেয়ার বাজার এবং সাধারণ মানুষের জীবন ক্ষতিগ্রস্ত করেছেন।
  • কিন্তু এইসব হুমকিতে কোনো কান দেওয়ার প্রয়োজন মনে করেন না কোটিপতি। কয়েক মিলিয়ন টাকা ক্ষতিপূরণ দেওয়ার পরেও এখনও এসইসি এর সাথে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে মাস্ক।
  • এইসব ছারাও বিখ্যাত ‘দ্য রোগান জো এক্সপেরিএন্স’ টক শোতে এসে মাস্ক বলেছিলেন তিনি Diablo IV players গেমের নাকি পৃথিবীর টপ ফোর গেমারের মধ্যে একজন।
  • যা নিয়ে রাতারাতী বিতর্ক শুরু হয়, অনেকেই প্রশ্ন তোলেন- এই গেমগুলোতে দিনরাত অফুরন্ত পরিশ্রম না করলে এত উঁচু পর্জায়ে যাওয়া যায় না তাহলে কি উনি, ব্যবসার নাম করে গেম খেলেন আর ড্রাগ নিতেন? টক শোতে তার এই মন্তব্যে গেমারদের বিপুল সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে।
  • সম্প্রতি তিনি চরম দক্ষিণপন্থী টমি রবিনসনকে সমর্থন করেছেন। এছাড়াও রাশিয়া আক্রমণ এবং সমকামিতা নিয়ে বিদ্রূপমূলক মন্তব্য করেও বিতর্ক তৈরি করেছেন।

মাস্কের পাগলামির পরিনাম কি?

  • ইলন মাস্কের এই মানসিক পরিস্থিতিতে সরকারের কাছে সাহায্য চেয়েছেন সেথ। তার পেছনের কারন অবশ্য অনুমান করা যায়- ট্রাম্পের নির্বাচনের আগে তাকে হোয়াইট হাউসে ফেরাতে ইলন প্রায় ২০০ কোটি টাকা নির্বাচনী প্রচারে কাজে লাগিয়েছে।
  • আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে মাস্কের বিশাল প্রভাব রয়েছে। সেথের আশঙ্কা, মাস্কের অনিয়ন্ত্রিত মানসিক অবস্থা আমেরিকার জনগণের পাশাপাশি পুরো বিশ্বের উপর প্রভাব ফেলতে পারে।
  • কিন্তু সেখানেও সংঘর্শ ও বিতর্ক পেছন ছারেনি এলন মাস্কের। ট্রাম্পের পরামর্শদাতা স্টিভ বেনন এলনকে ‘ইভিল পারসন’ বলেও সন্মোধন করেছেন।
  • সূত্র অনুযায়ী, বিভিন্ন সরকারি কাজ থেকেও এলন মাস্ককে বহিস্কার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে মাস্কের বিশাল প্রভাব রয়েছে। সেথের আশঙ্কা, মাস্কের অনিয়ন্ত্রিত মানসিক অবস্থা আমেরিকার জনগণের পাশাপাশি পুরো বিশ্বের উপর প্রভাব ফেলতে পারে।

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার