০৬ জানুয়ারি ২০২৫

Lorem Ipsum is a Dummy Text

সাইবার জালিয়াতির নয়া ট্রেন্ড! মুহূর্তে উধাও টাকা, বাঁচবেন কিভাবে?

সাইবার অপরাধের নতুন নাম ডিজিটাল গ্রেপ্তার, টাকা খোয়াচ্ছেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ। পুলিশ বা সরকারি অফিসার সেজে একটা ফোন কল ব্যস সাথে সাথেই ফাঁকা ব্যাংক ব্যাল্যান্স। কিভাবে বাচবেন এই ফাঁদ থেকে?

কি এই ডিজিটাল গ্রেপ্তার ?

  • দম্পতি থেকে বৃদ্ধ কারোর রেহাই নেই এই প্রতারকদের হাত ধরে। হঠাৎ করেই ফোনে একটি অচেনা নাম্বার আসছে ফোন বা ভিডিওকল। প্রতারকরা পুলিশ বা বড় কোন অফিসার সেজে ফোন করে হুমকি দেয় যে প্রতারিতের নামে নাকি গ্রেপ্তারির পরোয়ানা আছে।
  • ভয় দেখায় প্রতারককে। একবার প্রতারক ভয় পেয়ে গেলেই ব্যাস আর কি! শুরু হয় ব্ল্যাকমেইল, চাওয়া হয় লক্ষ লক্ষ টাকা। ভিডিয়ো কলের সময় থানার মতোই দেখায়, যা দেখে স্বাভাবিকবাবেই সকলে ভয় পেয়ে যান অনেকেই। এর পরই প্রতারকদের ফাঁদে আটকে পড়েন তাঁরা ৷
  • আর সেই ফাঁদে পরে গেলেই প্রতারকের ব্যঙ্ক অ্যাকাউন্ট খালি হতে সময় নেয় মাত্র কয়েক মিনিট। দেশজুরে প্রতারণার ছক

ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম এর কিছু বিদ্বেষপূর্ণ ঘটনা

  • আসানসোলে একসপ্তাহে প্রায় তিনজন সাইবার জালিয়াতির স্বীকার হয়েছে। মাধ্যম? ডিজিটাল গ্রেপ্তারি।
  • এছারা কোলকাতাতেও সম্প্রতি এক যুবতি এই সাইবার জালিয়াতির চক্করে পরে প্রায় কয়েক লক্ষ টাকা খুয়িয়ে বসেছেন।
  • আর এই কাণ্ডেই আপাতত ব্যাঙ্গালোর থেকে উদ্ধার হয়েছেন চিরাগ কাপুর। প্রায় ১০০ কোটি টাকা লোপাটের অভিযোগ হয়েছে চিরাগের বিরুদ্ধে। গোপন তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় অনলাইন প্রতারককে।
  • আসানসোলের এক অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারী হারালেন এক কোটি তিন লক্ষ টাকাও এবং সেটাও ১৪৪ ঘণ্টা ধরে ‘ডিজিটাল অ্যারেস্টের’ আক্রমণের পরে. অভিযোগ পেয়ে তদন্তে নেমে কলকাতা এবং দিল্লি থেকে ন’জনকে গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের গোয়েন্দা এবং সাইবার অপরাধ বিভাগI
  • গোলপার্কনীবাসী দম্পতি শুভাশিস রায় এবং চন্দ্রা রায় অভিযোগ, তাঁদের কাছে একটি ফোন আসে এবং অপর প্রান্তে থাকা ব্যক্তি ওই দম্পতিকে বলে, তাঁরা ক্রেডিট কার্ডে দেড় লক্ষ টাকার জিনিস কিনে বিল মেটাননি। তাঁদের আরও জানানো হয়, ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ।
  • লালবাজার সূত্রে জানা গিয়েছে, এর কিছু ক্ষণ পরেই দিল্লি পুলিশের, ইডি এবং সিবিআইয়ের নাম করে দম্পতিকে ফোন করে প্রতারকেরা। এমনকি, তাঁদের নথি ব্যবহার করে কয়েক কোটি টাকার জালিয়াতি করা হয়েছে বলেও ভয় দেখানো হয়। এ ভাবেই তিন দফায় ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকেরা।
  • ডিজিটাল অ্যারেস্টের ক্রিয়েটিভ উপায়ে দেখে আপনি চমকে যাবেন। রাজস্থানের ব্যবসায়ী রামাবতার একটি ফোন আসে যার গলা তার ছেলের মতো শোনায় এবং তাকে কান্নাকাটি করতে শোনা যায়I তার পরই ব্যবসায়ী এক গুরুগম্ভীর কণ্ঠ শুনতে পান। নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যক্তি বলেন, ‘‘অপহরণের মামলায় আপনার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। যদি জেল খাটতে না হয়, তা হলে এখনই টাকা পাঠান।’’
  • তার পরই তিন লক্ষ টাকা পাঠাতে বলা হয়। দিশাহারা হয়ে রামাবতার প্রতিবেশীর বাড়িতে গিয়ে বিষয়টি বলেন। তখন সেই প্রতিবেশী রামাবতারের হোয়াট্‌সঅ্যাপ নম্বর এবং প্রোফাইল ছবি পরীক্ষা করেন। তখনই তিনি বুঝতে পারেন, এ কোনও প্রতারকদের কাজ।
  • সঙ্গে সঙ্গে তিনি রামাবতারকে সতর্ক করে দেন। প্রতিবেশীর পরামর্শে পুত্রকে ফোন করেন রামাবতার। পুত্র জানান, তিনি কাশ্মীরেই আছেন এবং তাঁর কোনও বিপদ হয়নি।

ভয় নয় শিখতে হবে বাঁচার টেকনিক

  • যত টেকনোলোজির দিক থেকে উন্নত হচ্ছি আমরা তত জরিয়ে পরছি অনলাইন প্রতারনার সাথে। তাই সাবধানে থাকতে হবে আমাদেরকে। সাইবার প্রতারনা আটকানো এমন কোন ব্যাপার না।
  • প্রথমেই মাথায় রাখতে হবে ডিজিটাল গ্রেফতারি বা ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। বিষয়টি একেবারে আর পাঁচটা ডিজিটাল জালিয়াতির মতো ঘটনা। এথিক্যাল হ্যাকার এবং সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তর কোথায় “আমি সাধারণ মানুষকে আশ্বস্ত করব, কখনও কোনও পুলিশ ফোন করে আপনাকে ডিজিটাল গ্রেফতারির হুমকি দিতে কিংবা ভয় দেখাতে পারে না। মূলত, পাকিস্তান এবং চিনের বেশ কিছু নম্বর ব্যবহার করে সাধারণ মানুষকে ফোন করা হচ্ছে।"
  • কেউ গ্রেপ্তারির ভয় দেখিয়ে ফোন করলে সাইবার বিশেষজ্ঞ বলেন ‘"আমি সাধারণ মানুষকে বলব, এই রকমের কোনও ফোন এলে প্রথমেই ভয় পাবেন না। একেবারে যে ফোন নম্বর থেকে ফোন আসছে সেগুলি ব্লক করে দিতে হবে। যদি কেউ ভয় পেয়ে টাকা দিয়ে ফেলেন, সে ক্ষেত্রে তারা যেন পুলিশের দ্বারস্থ হন ৷"
  • সবসময় একটা কোথা মাথায় রাখতে হবে যাই হোক পুলিশের তরফে এই রকমের কোনও ফোন কোথাও করা হয় না। তাই ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে তাড়াহুড়ো নয়।
  • সাইবার গ্রেপ্তারি নিয়ে মন কি বাত অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর বার্তা দেন “Stop, Think & Action”। এছাড়াও সাইবার প্রতারনা, ডিজিটাল গ্রেপ্তারি নিয়ে অভিযোগ জানাতে সবসময় কেন্দ্রীয় সরকার পাশে আছে। যাবতীয় অভিযোগ জানাতে হবে কেন্দ্রের cybercrime.gov.in এ।

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার