Happening Now
শিব ভারানাসী সৃষ্টিকর্তা, রিষিকেশে দেবতাদের ধ্যান, মহাভারতে কেদারনাথের অস্তিত্ব, ব্রহ্মা পুশকরে থাকে, ভেঙ্কটেশ্বরের রহস্যময় উষ্ণতা, স্বর্ণমন্দিরের জলে প্রতিবিম্ব, এই আধ্যাত্মিক প্রকাশ ভাবায় ঈশ্বর কাছাকাছি আছে ।
বাঙালির শীতকালীন মিষ্টির উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ এই গুড়। কিন্তু বর্তমানে এই গুড়ে মিশছে ভ্যাজাল। কি করে চেনা যাবে তাহলে আসল নলেন গুড়?
স্থূলতা নিয়ে ধারণা বদলানোর সময় এসেছে বলে মত প্রকাশ করেছেন একদল বিজ্ঞানী। গবেষণা বলছে প্রচলিত ওজনের ভিত্তিতে স্থূলতা নির্ধারণ পুরোনো এবং ত্রুটিপূর্ণ।
প্রধানমন্ত্রী মহাকাব্যিক দ্বারকায় ডুব দিয়ে কৃষ্ণের কর্মভূমি অনুসন্ধান ও প্রার্থনা করেন। এখন ভারতের প্রত্নতত্ত্ব সার্ভে (ASI) সমুদ্রে ডুব দিয়ে নিখোঁজ দ্বারকা বস্তুগত নিদর্শন অনুসন্ধান করছেI অভাবনীয় প্রত্নতত্ত্ব আবিষ্কার।
২০১৮ সুভাশীষ মন্ডল কারখানায় কাজের মধ্যে দুর্ঘটনার শিকার হন, যার ফলে তিনি হাঁটতে পারতেন না। ২০২৫ তিনি যান্ত্রিক হুইলচেয়ারে কলকাতার রাস্তায় জোম্যাটো ডেলিভারি করে জীবিকা চালাচ্ছে।