০৬ জানুয়ারি ২০২৫

Lorem Ipsum is a Dummy Text

জমি অধিগ্রহনে আটকে পশ্চিমবঙ্গ রেল প্রকল্প, রেলমন্ত্রীর নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলায় জমি জটে আটকে পশ্চিমবঙ্গে রেলে প্রকল্পের কাজ। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইলেন ভারত সরকার রেলমন্ত্রী অশ্বিনী বৈস্নব, দায়ি করলেন রাজ্য সরকারের নীতিকে।

রেলমন্ত্রী বললেন মমতা সরকার রাজনীতি থেকে উপরে উঠছে না, 61 রেল প্রকল্প আটকে রয়েছে:

  • বাজেট অধিবেশনের পর থেকেই রেল নিয়ে বাংলার ঝুলিতে কত কি অনুদান পড়ল তাই নিয়ে শোরগোল তুলেছে রাজ্য সরকার। তাই এবার তৃণমূলের মুখ বন্ধ করতে বামাল সমেত মাঠে নেমেছেন কেন্দ্র রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
  • পশ্চিমবঙ্গে জমি অধিগ্রহণ (West Bengal Land Acquisition) এবং আইনশৃঙ্খলা সমস্যার কারণে পশ্চিমবঙ্গের একাধিক রেল প্রকল্প থমকে রয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
  • নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর-সহ রাজ্যের একাধিক জেলায় জমি অধিগ্রহণের সমস্যার কারণে বহু রেল প্রকল্প সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। অশ্বিনী বৈষ্ণবের দাবি, পশ্চিমবঙ্গ সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে রাজ্যের রেল প্রকল্প পরিকাঠামো উন্নয়নে বাধা সৃষ্টি হবে। তবে কেন্দ্রের পক্ষ থেকে সবরকম সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
  • অশ্বিনী বৈষ্ণব আরও বলেন যে, ২০১৪ থেকে থেকে বর্তমানে তিন গুন অনুদান বৃদ্ধি পেয়েছে। মাত্র ৪ হাজার কোটি থেকে এখন অনুদানের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। কিন্তু এতো অনুদানের অর্থ কোথায় যাচ্ছে? কোনরকম কোন উন্নয়নের জের কেন চোখে পরছে না? রাজ্যে রেল পরিকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যে ৬৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
  • গত ৪২ বছর ধরে মেট্রোতে ২৮ কিলোমিটার ট্র্যাক তৈরি হয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রেও জমি জট রয়েছে।

অমৃত ভারত স্কিম

  • দেশব্যাপী ১৩০৯টি স্টেশন পুনঃউন্নয়ন করার লক্ষ্য নিয়ে এই প্রকল্পটি ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ভারতীয় রেলওয়ে মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছিলএই প্রকল্পের অধীনে রাজ্যে ১০১টি স্টেশন পুননির্মাণ করা হচ্ছে। এ রাজ্যে নতুন অমৃত ভারত ট্রেন শুরু হতে চলেছে। রাজ্যে ১ হাজার ২৯০ কিলোমিটার নতুন ট্র্যাক তৈরি হয়েছে।

চাপান-উতর রাজনৈতিক মহলে

  • রেলমন্ত্রীর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই দ্বন্দ্ব শুরু হয়েছে তৃণমূল ও সিপিএম শিবিরে। কুণাল ঘোষ বলেন এইসব বিজেপির চাল, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
  • অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন বিজেপি ও তৃণমূল উভয়েই কোন কাজ করছে না। রেলের সুরক্ষা নিয়ে বিন্দুমাত্র ওয়াকিবহাল নয় কেউ।
  • ঘন ঘন রেলের দুর্ঘটনা , রাজ্যে দেশে রেলের বেহাল অবস্থায় একে অপরের দিকে কাঁদা ছোড়া ছুড়ি করতে ব্যাস্থ সবাই। এই রাজনৈতিক হাঙ্গামার মাঝে আসল রেলের উন্নয়ন কতটা হয় দেখা যাক।
  • পূর্বে, তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেট সমালোচনা করে বলেন যে, কেন্দ্র বেঙ্গলকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছে, যার উদাহরণ হল বাজেট প্রক্রিয়া। তিনি এটিকে একটি নির্বাচনী স্টান্ট বলে অভিহিত করেন, যা বিজেপির নির্বাচনী যন্ত্রকে অর্থ সঞ্চয় করতে এবং তার মিত্রদের খুশি করতে কাজ করছে।
  • সব রকম রাজনীতির ওপরে উঠে বৈষ্ণব মন্তব্য করেন, পুরো দেশের সঙ্গে পশ্চিমবঙ্গও শীঘ্রই বেশ কয়েকটি নতুন রেল প্রকল্প এবং ট্রেন পাবে, যার মধ্যে নমো ভারত এবং বন্দে ভারত স্লিপার ট্রেন অন্তর্ভুক্ত, "যেগুলি আগামী পাঁচ বছরে রেল যাত্রাকে বিপ্লবী করে তুলবে।"

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার