BREAKING NEWS
Kolkata Metro Suicide
মেট্রো স্টেশনে মরণঝাঁপ! স্ত্রীকে বলেছিলেন ফিরবেন, কিন্তু ফেরা হল না
বাড়ি ফিরবেন বলেই স্ত্রীকে শেষবার ফোন করেছিলেন কার্তিক দাস।এবং তারপর বাড়ির পথে না গিয়ে এসপ্লানেড মেট্রো স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন কার্তিক। মেট্রোতে আত্মহত্যা এই শহরে নোযীরবিহীন নয়I


বিষণ্ণতার জেরেই কি আত্মহত্যা?
- হাজার সতর্কতার পরেও ঘুরে ফিরে মেট্রোতে ঝাঁপ। বাড়ি ফিরবেন বলেই ফিরলেন না আর।
- সম্প্রতি এসপ্লানেড মেট্রো স্টেশনে ট্রেনের সামনে মরণঝাঁপ দিয়ে আত্মঘাতী কার্তিক দাস (৩৭)। অফিস থেকে বেরিয়ে ফোন করেন স্ত্রী সুস্মিতা দাসকে, বলেন অফিস শেষ এবার বাড়ির পথে রওনা দেবেন। কিন্তু তারপরেই সোজা মেট্রোর সামনে ঝাঁপ দেন কার্তিক।
- এই ঘটনায় ব্যাহত হয় মেট্রো পরিষেবা। ছিন্ন করা হয় বিদ্যুতের লাইন।
- মৃত্যুর খবর পৌঁছাতেই শোকে ভেঙে পড়েছে পরিবার। স্ত্রী সুস্মিতা দাসের কান্নায় ভাসছে ঘর। তাঁদের আট বছরের ছোট্ট ছেলে এখনও বাবার অপেক্ষায় রয়েছে। প্রতিবেশীদের কথায়, কার্তিক ছিলেন ছেলে অন্তপ্রাণ। বাবা-ছেলের সম্পর্ক ছিল বন্ধুর মতো। তাই তিনি কেন এই চরম সিদ্ধান্ত নিলেন, তা ভেবে হতবাক সবাই।
- পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই ডালহৌসির একটি বেসরকারি সংস্থায় নতুন চাকরি পেয়েছিলেন কার্তিক। তবে বেশ কিছুদিন ধরেই তিনি গভীর বিষণ্নতায় ভুগছিলেন। স্ত্রী জানিয়েছেন, তাঁর মনমরা ভাব দেখে তিনি চিন্তিতও ছিলেন।
- সেই থেকেই এই সিদ্ধান্ত কিনা তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যার কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদ থেকেই এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কোলকাতা মেট্রো ও বিতর্ক
- কোলকাতা মেট্রোতে আত্মহত্যার সংখ্যা দিন দিন বাড়ছে বই কমছে না। প্রতিদিনেই মেট্রো দিয়ে যাতায়াত করতে গেলে মনে হয় আবার না কে আত্মহত্যা করতে গেছে মেট্রো লাইনে। কেন বাগে আনা যাচ্ছে না মেট্রো লাইনে ঝাঁপ দেওয়ার সংখ্যা?
- কখনও আবার কোলকাতা মেট্রোতে চুমু খওয়া নিয়ে ছরাচ্ছে বিতর্ক।
- যুগলের প্রেম থেকে মেট্রো স্টেশনে ঝাঁপ বার বার খবরের শিরোনামে কোলকাতা মেট্রো স্টেশন। এরফলে যেমন ব্যাহত হচ্ছে পরিষেবা তেমনি আত্মহত্যা বা বিতর্ক রুখতে বেগ পেতে হচ্ছে মেট্রো প্রশাসনকে।
- বিগত কয়েক বছরে প্রায় কয়েক আত্মহত্যার ঘটনা ঘটেছে। কখনও কালীঘাট মেট্রো স্টেশন থেকে ঝাঁপ দেন এক যুবক, অবশ্য কপাল ভালো থাকায় বেঁচে যায় যুবক কিন্তু সব ক্ষেত্রে তা ঘটে না ।
- আবার কখনও মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেন ঢোকার মুহূর্তে তিনি প্ল্যাটফর্ম থেকে লাফ দেন। ট্রেনচালক দ্রুত ব্রেক কষলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। উদ্ধারকার্যে দমকল বাহিনী ও মেট্রোর কর্মীরা একযোগে কাজ করে। দীর্ঘ সময় মেট্রো চলাচল বন্ধ থাকে, যার ফলে অফিস টাইমে ব্যাপক দুর্ভোগ হয়।
- আবার কখনও অতিরিক্ত ভীরে দরজায় জামা আটকেও দুর্ঘটনা ঘটেছে মেট্রোতে।
কি ভাবছে প্রশাসন?
- একাধিক আত্মহত্যার ঘটনার পর কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এবং রাজ্য প্রশাসন পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছে। মেট্রো স্টেশনগুলিতে যাত্রীদের জন্য কাউন্সেলিং সেন্টার চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
- ইতিমধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোতে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর বসানো হয়েছে। দ্রুত উত্তর-দক্ষিণ মেট্রোতেও এটি চালু করার কথা ভাবা হচ্ছে।
- প্রতিটি ব্যস্ত স্টেশনে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে।
- প্রতিটি স্টেশনের সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে এবং সার্বক্ষণিক নজরদারি রাখা হবে।
- দেখা যাক মেট্রো স্টেশনের এই কর্মসুচি আদপেও কোলকাতা মেট্রোতে দুর্ঘটনা কমাতে পারে কিনা?




ব্রডকাস্ট চ্যানেল







ডেইলি ডিজিটাল নিউজ পেপার











Copyright © All Rights Reserved by Truee News Bangla is a copyright property of Independent Media Corp