Happening Now
Lorem Ipsum is a Dummy Text
জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করছে বিএসএফ- মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
বাংলায় জঙ্গি অনুপ্রবেশ করছে বিএসএফই । কেন্দ্রীয় সরকারের সাহায্য না থাকলে ত্রিপুরা, আসামে জঙ্গি অনুপ্রবেশ হল কিভাবে প্রশ্ন তুলেছেন তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রম’ স্বাস্থ্য শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকার ও বিএসএফকে তীব্র আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সম্প্রতি মুর্শিদাবাদ থেকে সন্দেহভাজন জঙ্গি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হওয়া নিয়ে বিজেপির অভিযোগের জবাবে তিনি পাল্টা তোপ দাগেন।


অভিষেকের বক্তব্য
- অভিষেকের দাবি, বাংলায় জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর পেছনে রয়েছে বিএসএফের সরাসরি ভূমিকা।
- তিনি অভিযোগ করেন, বিরোধীরা নিজেদের ভোটব্যাঙ্ক বাড়ানোর জন্য বিএসএফকে ব্যবহার করে বাংলায় রোহিঙ্গা ও জঙ্গি অনুপ্রবেশ ঘটাচ্ছে।
- কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া ত্রিপুরা ও আসামে জঙ্গি অনুপ্রবেশ কীভাবে ঘটে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
- কেন বাংলাকেই বারবার নিশানা করা হচ্ছে, যখন প্রতিবেশী রাজ্যেও জঙ্গি অনুপ্রবেশ হচ্ছে, সেই বিষয়টি নিয়ে বিরোধীদের দ্বিচারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বিজেপিকে কাঠগড়ায় তুললেন অভিষেক
- অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি পরিকল্পিতভাবে বাংলায় জঙ্গি অনুপ্রবেশ ইচ্ছা করে করছে এবং তৃণমূলকে দোষারোপ করছে।
- এটি ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরির ষড়যন্ত্র বলেই মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিএসএফের ভূমিকা নিয়ে সরব অভিষেক
- অভিষেক বলেন, বাংলায় অশান্তি তৈরি করতে বিএসএফকে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার।
- তার মতে, বিএসএফের মাধ্যমে পরিকল্পিতভাবে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে বিজেপি নিজের স্বার্থ চরিতার্থ করছে।
- কেন্দ্র ও বিরোধীদের বিরুদ্ধে তার এই অভিযোগ বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মেরুকরণকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।




ব্রডকাস্ট চ্যানেল







ডেইলি ডিজিটাল নিউজ পেপার











Copyright © All Rights Reserved by Truee News Bangla is a copyright property of Independent Media Corp