০৬ জানুয়ারি ২০২৫

দলকে কটাক্ষ করে নিজেই বিপাকে মদন, প্রকাশ্যে মাফ চাইলেন নেত্রির কাছে

দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বিপাকে কামারহাটি বিধায়ক মদন মিত্র। নিজের ভুল বুঝতে পেরে তড়িঘড়ি চিঠি লিখে ক্ষমা চেয়েছেন দলের কাছে।

বিতর্কে জর্জরিত মদন মিত্র

  • আগাগোড়া বিতর্কে নিজেকে মুরে রাখতেই বোধয় ভালবাসেন মদন মিত্র।তবে এবার নিজের দলের বিরুদ্ধেই মুখ খুলে ফ্যাসাদে পরেছেন মদন।
  • সম্প্রতি মদন মিত্র আচমকা বেশ কিছু মন্তব্য করেন, যা গোটা দলকেই অস্বস্তিতে ফেলেছে, কামারহাটির এই বিধায়ক বলেন- টাকা দিয়ে দলের পদ বিক্রি করছে তৃনমূল, যত উঁচু পদ তত বেশী টাকার পরিমাণ।  
  • সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেন মদন মিত্র। কিন্তু তার কিছুক্ষন পরেই নেতা বুঝতে পারেন তার এই মন্তব্যে ভাবমুর্তি নষ্ট হচ্ছে দলের। দুঃখ পেয়েছেন দলনেত্রী। এই পরিস্থিতিতে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করেছেন কামারহাটির বিধায়ক।
  • সম্প্রতি মদন মিত্র আচমকা বেশ কিছু মন্তব্য করেন, যা গোটা দলকেই অস্বস্তিতে ফেলেছে, কামারহাটির এই বিধায়ক বলেন- টাকা দিয়ে দলের পদ বিক্রি করছে তৃনমূল, যত উঁচু পদ তত বেশী টাকার পরিমাণ।
  • একই অভিযোগের মদন করেছে অভিষেকের I-Pac এর বিরুদ্ধেই। এ প্রসঙ্গে আইপ্যাককে নিশানা করে কামারহাটির বিধায়কের দাবি, "সবটাই আইপ্যাক করেছে। আইপ্যাকই পরিস্থিতিটা তৈরি করেছে। ওরা কিছু লোকের নামে রেকমেন্ডেশন করে করে চলে গিয়েছে। ভোটে লড়াই করেছে আমাদের ছেলেরা। আইপ্যাকের ছেলে কোথায়? আইপ্যাক মানে প্য়াক আপ।"

মদনের মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক চর্চা

  • দলকে নিশানা করে অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই ১৮০ ডিগ্রী ঘুরে গেছেন বিধায়ক। মদনের এই বেফাঁস মন্তব্যের পরেই বিধায়কদের পাঠ দেওয়ার কথা ভেবেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
  • কামারহাটির বিধায়কের কথায় দলের ভেতর শুরু হয়েছে অস্বস্তি। নিজের এই বেফাঁস মন্তব্যের দায় ঘার দিয়ে নামাতে অসুস্থতাকে ঢাল বানিয়েছেন তিনি। তার এই কাকুতি মিনতিতে বরফ এখন কতটা গলে সেটাই দেখার।
  • বিতর্ক, ওহ লাভলিতে ঘেরা মদনের জীবন
  • বাংলা তথা ভারতের রাজনীতিতে মদন মিত্রের মতো রঙচঙ্গে চরিত্র আর খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ! চোখে কালো চশমা, চারপাশে যুবতীদের ভীর নিয়ে সবসময় লাইমলাইটে মদন। একসময় দাপুটে এই নেতা জেলের চক্করে এখন বিধায়ক।
  • ২০১৪ তে সারদা মামলায় অভিজুক্ত মদন জামিনে ছারা পেয়ে মন দিয়েছেন নিজের গ্ল্যামারাস জগতে। কামারহাটির এই বিধায়ক এখন বাংলার হাটথ্রব। তার “ওহ লাভ্লি” কথা বিপুল জনপ্রিয়। কিন্তু শুধু গ্ল্যামারাস দিক থেকেই নয় মাঝে মধ্যে তার মন্তব্যকে নিয়ে আসে চর্চার শিখরে। তার বিতর্কিত মন্তব্যের লিস্ট তো বললেও শেষ হবে না
  • মদন মিত্রের "কাম অন কাম অন, কাম অন কলকাতা", যা পরে মিমে পরিণত হয়। আবার একবার বলেছিলেন, "দিদির আশীর্বাদে আমি এখন হট কেক", যা নিয়েও প্রচুর মজা হয়। বিভিন্ন সময়ে তিনি নিজেকে "বাংলার স্টাইল আইকন" বলে দাবি করেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল হন মদন মিত্র কিন্ত তাতে কি? মদন মিত্র আর বিতর্ক তো পাশাপাশি শব্দ।
  • বেফাঁস কথাবাত্রায় মাহির মদন মিত্র, আর জি কর কেস থেকে নিজের দলের বিরুদ্ধে অসস্তিকর মন্তব্য করে নিজেই এখন হাত কামড়াচ্ছেন মদন।
  • কখনও আবার নেচে গেয়ে করেছেন ভোটের প্রচার। এরকম রংবেরঙের ব্যাক্তিত্ব কিন্তু রাজনীতিতে বিরল। আপাতত দলের বিরুদ্ধে উদ্ভট এই মন্তব্য করে চর্চার শিখরে মদন মিত্র।

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার