Happening Now
Lorem Ipsum is a Dummy Text
জেল থেকে ছারা পেয়ে কি জ্যোতিপ্রিয় মল্লিক আবার মন্ত্রী হবেন?
একবছরেরও বেশী সময় ধরে জেলবন্দি হয়ে থাকলে। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দেখা গেলো স্বমহিমায়। উন্নয়নেই নজর রেখে, পুনরায় বিধানসভায় বাজেট অধিবেশনে উপস্থিত থাকবেনI


মন্ত্রিত্ব কি ফিরে পাবেন আবার?
- রেশন দুর্নীতি মামলায় এক বছরেরও বেশী সময় ধরে জেলবন্দী ছিলেন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই বছরের শুরুতে জামিন থেকে মুক্তি পেয়েছেন তিনি।
- ছারা পেয়েই অবশ্য বিধানসভায় পুনরায় নিজের আসন ফেরাতে ব্যাস্থ জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে ‘বালু’। দুর্নিতীতে গ্রেপ্তার হওয়ার পরেই মন্ত্রিত্ব পদ থেকে অপসারিত হন তিনি।
- বর্তমানে তিনি বিধায়ক হিসেবে তাঁর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং হাবড়া এলাকার উন্নয়নমূলক কাজের তদারকি করছেন। দুটি স্ট্যান্ডিং কমিটির স্থায়ী সদস্যও হয়েছেন তিনি। আসন্ন বাজেট অধিবেশনেও বিধানসভায় জ্যোতিপ্রিয় উপস্থিত থাকবেন বলেই খবর পাওয়া যাচ্ছে।
- জেল থেকে ছারা পেয়েই পুরদমে কাজে লেগে পরেছেন বালু।াহাবড়ার উন্নয়নের কোথায় কী হচ্ছে, কোথায় কি প্রয়োজন সব বিষয়ে ফোনেই এলাকার নেতৃত্ব, কাউন্সিলদের সঙ্গে কথা বলছেন। তদারকি করছেন পুরোদমে। এর থেকেই বোঝা যাচ্ছে াচ্ছেেলবিধানসভা ভোটের আগে মন্ত্রিত্বপদ ফিরে পেতে মরিয়া বালু।
ছাড়া পেয়ে হাবড়ার বিধায়ক কি করলেন এবং প্রতিশ্রুতি কি দিলেন?
- ১৫ ই জানুয়ারি জামিন পাওয়ার পর রবিবার (find out the date and mention the date , not day) প্রথম নিজের বিধানসভা কেন্দ্র হাবরাতে পা রাখলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
- দীর্ঘদিন পর তাঁকে সামনে পেয়ে রীতিমতো আপ্লুত ছিলেন অনুগামীরা এবং বিশাল আয়োজনও করা হয়েছিল। তাঁর আসার খবর শুনে উৎসবের আমেজ ছিল দলীয় নেতাকর্মীদের মধ্যে। বেশ কয়েকটি জায়গাতে পিকনিকের আয়োজনও করা হয়েছিল। সেখানে যোগদান করেন জ্যোতিপ্রিয়।
- এ দিন প্রথমে হাবরা পুরসভায় জ্যোতিপ্রিয় কাউন্সিলারদের সঙ্গে কথাও বলেন। এলাকাবাসীর খোঁজখবর নেন। এ দিকে এ দিন জ্যোতিপ্রিয় মল্লিক জানান, হাবরার উন্নয়নই এখন তাঁর কাছে পাখির চোখ। ‘বস্ত্রহাট’-ও তৈরি হয়ে গিয়েছে বলে জানান তিনি।
- পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়া থেকে এলাকার সার্বিক উন্নয়নে এ দিন জোর দিতে শোনা গিয়েছে তাঁকে। জামিনে মুক্তির পাওয়ার পর থেকেই তিনি কবে হাবরায় যাবেন, সেই দিকে তাকিয়ে ছিলেন এলাকাবাসী। সূত্রের খবর, অসুস্থ থাকার কারণেই কিছুটা সময় নিয়েছিলেন তিনি।
বাজেট অধিবেশনে উপস্থিত ‘বালু’
- আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ১২ তারিখ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
- হাবড়ার বিধায়ক হিসেবে ওই অধিবেশনে উপস্থিত থাকবেন জ্যোতিপ্রিয় মল্লিক। বাজেট অধিবেশনে হাবড়ার বিধায়কের চেয়ার মন্ত্রীদের কাছাকাছি থাকবে বলে বিধানসভাসুত্রে খবর পাওয়া গেছে।
- ২০১১ সালে মন্ত্রী হওয়ার পর থেকে ২০২৩-এ গ্রেপ্তারির আগে পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিক বসতেন মন্ত্রীদের জন্য বরাদ্দ ট্রেজারি বেঞ্চের নির্দিষ্ট জায়গায়। প্রথম দুবার খাদ্যদপ্তর এবং ২০২১ সালে বনদপ্তরের দায়িত্ব পান জ্যোতিপ্রিয় মল্লিক। ২০২৩ সালে ইডির হাতে গ্রেপ্তারির পর মন্ত্রিত্ব খোয়ান বালু।
- জেল থেকে ছারা পেয়ে পুনরায় নিজের জায়গা পাকা করতে উঠেপরে লেগেছে জ্যোতিপ্রিয় মল্লিক। ২০২৬ বিধানসভা ভোটে বালুর অবস্থান যে গুরুতর হলেও হতে পারে তার ইঙ্গিত এখনথেকেই স্পষ্ট।




ব্রডকাস্ট চ্যানেল







ডেইলি ডিজিটাল নিউজ পেপার











Copyright © All Rights Reserved by Truee News Bangla is a copyright property of Independent Media Corp