০৬ জানুয়ারি ২০২৫

আর জি কর কাণ্ডঃ নির্জাতিতার বাবাকে টাকার খোঁটা মদন মিত্রের

অভয়া কাণ্ডে নির্জাতিতার বাবাকে এবার টাকা নিয়ে আক্রমণ করলেন মদন মিত্র। পাল্টা অভয়ার বাবার দাবী টাকার পেছনে কোনোদিনও দৌরাইনি তারা।

মদন মিত্রের বিদ্রুপ

  • আর জি কর কাণ্ডের বিতর্কের রেশ যেন আর পিছু ছারছে না। এবার অভয়ার বাবা মাকে নিশানা করলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র।
  • কিন্তু চুপ করে থাকেননি অভয়ার বাবা। মদন মিত্রের কথার পাল্টা জবাব দিয়েছেন তিনি।
  • তিলোত্তমার ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী এই বিষয়ে অভয়ার মা বাবার দিকেই আঙ্গুল তুলেছেন। এবার সেই বিতর্কে ঘি ঢাললেন মদন মিত্র।
  • মৃত চিকিৎসকের বাবা-মা সঞ্জয় রায়ের ফাঁসি চাননি, এই প্রেক্ষিতে মদন প্রশ্ন তুলেছেন, “তিলোত্তমার মা-বাবা ক্ষতিপূরণ চান? সেটা পরিষ্কার করে বলুন।‘ স্বভাবতই এই মন্তব্যে উঠেছে বিতর্কের ঝড়।
  • আর জি কর কাণ্ডের ধর্ষন ও খুনের মামলায় কিছুদিন আগেই রায় দিয়েছে শিয়ালদা কোর্ট। কিন্তু রায় নিয়ে মোটেও সন্তুস্ট নয় নির্জাতিতার মা বাবা থেকে সাধারণ জনগণ।
  • তদন্তে সিবিআইের গাফিলতি নিয়ে এরপর কোর্টে দ্বারস্থ হয়েছেন তারা। এই নিয়েই মদন মিত্রের নিশানায় পরেছেন অভয়ার মা বাবা।
  • দিনকয়েক আগে মদন মিত্র নির্যাতিতার পরিবারকে যা নয় তাই বলে আক্রমণ করেন টাকা নিয়ে খোঁটাও দেন। বলেন, “পরিষ্কার করে বলুন কী চাই? টাকা? মনে করলে টাকাই চান। তাহলে তাই পাবেন। কিন্তু এটা কী করছেন আপনি? বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন আপনারা।”
  • কামারহাটির বিধায়ক আরও বলেন “বিচারপতি রায় দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। বরং নির্দেশের বিরুদ্ধে গিয়ে মমতা ফাঁসির আবেদন করেছেন। আপনারা কি ছেলেটির ফাঁসি চান? যদি চান, তাহলে আদালতে গেলেন না কেন? আপনারা মা-বাবা হয়ে দাঁড়াতে পারতেন আদালতের কাছে। ফাঁসি না চাইলে সিবিআইকে বারণ করলেন না কেন?’
  • এত কিছু বলেও থেমে নেই মদন মিত্র তিনি বলেন, সিপিএম বিজেপির সাথে যোগ সাজস আছে নিহত চিকিৎসকের বাবা মার। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মিথ্যে অভিযোগ আনছেন তারা।

পাল্টা জবাব অভয়ার বাবার

  • মদন মিত্রের বেলাগাম এই আক্রমণে পালটা জবাব দেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, “উনি আসুন না একদিন। আমার ভাইয়ের মতো হবেন। কোনও সাজেশন থাকলে দিন। টাকার পিছনে আমি কোনওদিন দৌড়াইনি। যখন ১০ টাকা পুঁজি ছিল আমার, সেদিনও দৌড়াইনি।‘ অভয়ার বাবা মায়ের বিশ্বাস সুবিচার পাবেই অভয়া।
  • মদন মিত্রের এই কথার সমালোচনা করেছেন সিপিএম নেতা থেকে বিজেপি নেতা। অন্যদিকে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও অভয়ার মা বাবার সমালোচনায় মুখর হয়ে উঠেছেন।
  • কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন, “যদি দোষীদের ফাঁসি না হয়, তাহলে কি মৃতের বাবা-মা চাইছেন অন্য মহিলাদের ক্ষেত্রেও ধর্ষণ ও হত্যার বিচার না হোক?
  • সরকার বিরোধীদের চাপানউতরে সরগরম বাংলার রাজনৈতিক মহল। কিন্তু বাস্তবে অভয়ার দোষীদের শাস্তি হবে কি ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার