Happening Now
রাতে কিভাবে ঘুমায় রুক্মিণী, জানেন দেব!
১১ই জানুয়ারি লঞ্চ হয়েছে ‘বিনোদিনী ছবির ট্রেলার। শনিবার সকালে নন্দনে এই ছবির ট্রেলার লঞ্চ উপলক্ষ্যে উপস্থিত ছিলেন একঝাঁক তারকা। হাঁসি মজায় প্রকাশ পেল অনেক গোপন তথ্যও।


কেমন হল ট্রেলার লঞ্চ?
- প্রযোজক ও প্রেমিক দেবের হাত ধরে ফের বড় পর্দায় ফিরতে চলেছে এই ছবির নিবেদক রুক্মিণী মৈত্র। ছবির পরিচালক রামকমল জাতীয় স্তরের পুরস্কারপ্রাপ্ত।
- শনিবার বিনোদিনীর ট্রেলার লঞ্চে এসে হাঁসি খুসি মেজাজে পাওয়া গেল সবাইকে। ট্রেলার লঞ্চ উপলক্ষ্যে উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় (গিরিশ ঘোষ), চান্দ্রেয়ী ঘোষ (গঙ্গাবাই) রাহুল বোস (রাঙাবাবু), মীর আফসার আলি (গুর্মুখ রায়), ওম সাহনি, রূপসা চট্টোপাধ্যায় এবং আরও অনেকে।
- ‘খাদানের’ সাফল্যের পর ফের বড় পর্দায় দেবের প্রযোজিত মুভি ‘বিনোদিনীঃ একটি নটীর উপাখ্যান’ মুক্তি পেতে চলেছে। ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী দেব বলেন, রুক্মিনী এই ছবির জন্য খুব পরিশ্রম করেছে, নিজের ছায়া তিনি অভিনেত্রীর মধ্যে দেখতে পান একই রকম খুঁতখুঁতে ও খিট খিটে।
- অভিনেতা দেব ও রুক্মিণীর যে সম্পর্ক জমে ক্ষির তার প্রমাণই মুখ ফস্কে বলে ফেললেন দেব, অবশ্য বলেই জিভ কেটে কথা ঘোরানোর চেষ্টা করলেও ‘সামাঝ দারও কে লিয়ে তো ইশারাই কাফি হ্যা’।
- দেব বলেন রাতে ঘুমের ঘোরে নাকি হাতে নাচের মুদ্রা ফুটিয়ে তোলেন রুক্মিণী। বলে ফেলেই জিভ কেটেছেন। অকপটে শিকার করেছেন, “না না! ওর মা জানিয়েছেন। নইলে আমি কী করে জানব?”
- এই কথায় সাথে সাথে লজায় লাল হয়ে ‘দেবের প্রিয়ার’ মুখ। দুজনেই অবশ্য মুখ চাওয়া করেন।
- ঝলকে নিজের অভিনয় দেখে মুগ্ধ পর্দার বিনোদিনী থেকে প্রযোজক রুক্মিণী ।
ছবি নিয়ে উৎসাহিত নটী বিনোদিনী টিম
- ঝলক প্রকাশের দিন ছবির পরিচালক বলেন, ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ তাঁকে আরও একটি জাতীয় স্তরের পুরস্কার এনে দেবে। সঙ্গে এ-ও দাবি দেবের, ছবির নায়িকা রুক্মিণীই নাকি তাঁর প্রতিদ্বন্দ্বী! একের পর এক বেড়া টপকে এগিয়ে যাচ্ছেন রুক্মিণী।
- নিজেকে এই ছবির জন্য যথেষ্ট ভেঙ্গে ফের গড়েছেন অভিনেত্রী। বহুদিনের ওয়ার্কশপ করেছেন তিনি সুদীপ্তা চক্রবর্তীর কাছে। কথা বলার ধরন থেকে চলন-বলন সবেতেই নিয়ে এসেছেন তৎকালীন ঘরানা। এই ছবিতে মুণ্ডিত মস্তক লুকেও দেখা যাবে তাঁকে।
- তৎকালীন সমাজে অভিনয় জগতে বঙ্গনারিদের জন্য দরজা খুলে দিয়েছিলেন বিনোদিনী। হয়েছিলেন প্রতারিত, চরিত্রে লেগেছিল দাগ, তাও থেমে থাকেননি নটি বিনোদিনি! তাঁর এই সংগ্রামকেই এবার তুলে ধরেছেন পরিচালক রামকমলI
- বিনোদিনীকে নিয়ে খুবই আশাবাদী সকলে। প্রযোজক থেকে পরিচালক সবারই ধারনা এই ছবি জাতীয় চলচিত্র মঞ্চে এক দৃষ্টান্ত স্থাপন করবে।
- ট্রেলার লঞ্চের আগে ছবির টিম জাতীয় নাট্য বিদ্যালয়ে (National School of Drama) গিয়েছিলেন। সেখানে ছাত্রছাত্রীদের সাথে ছবির বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। পাশাপাশি, টিম গিয়েছিল বেলুড় মঠেও। বেলুড় মঠের মুখ্য মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেছে বিনোদিনী টিম।




ব্রডকাস্ট চ্যানেল







ডেইলি ডিজিটাল নিউজ পেপার











Copyright © All Rights Reserved by Truee News Bangla is a copyright property of Independent Media Corp