০৬ জানুয়ারি ২০২৫

রমরমিয়ে চলছে খাদান কিন্তু ঘাটালের দুর্দশামুক্তি কবে?

অভিনেতা হিসাবে দর্শকের মন জয় করছেন দেব, উপহার দিচ্ছেন একের পর এক হিট ছবি। কিন্তু জনপ্রতিনিধি হিসাবে তার ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

খাদানের জনপ্রিয়তা

  • খাদান দেখতে সিনেমা হলে উপচে পরছে ভিড়। বলিউড বা হলিউডই শুধু নয় বরং টলিউডও যে কম যায় না তারই প্রমাণ সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি খাদান।
  • দেব ও নিসপাল সিং প্রযোজিত, সুজিত কুমার পরিচালিত ও দেব অভিনীত এই মুভির বাজেট ছিল প্রায় ছয় কোটি।
  • অনেকদিন বাদে আবার পুরানো ‘আ্যংরি ইয়ং ম্যানের’ চরিত্রে ফিরেছেন দেব। মার মার কাট কাট আ্যকশন সাথে ভরতি রম্যান্স নিয়ে ভরপুর সদ্য মুক্তি প্রাপ্ত ছবি খাদান।
  • শুধুই আ্যকশন নয় বিজিএমে ও গানেও মন কেড়েছে দর্শকদের। ‘কিশোরী’ গানের ধুম এখন সারা স্যশাল মিডিয়া জুরে।
  • মাস এন্টারটেইনার হিসাবে খাদান প্রায় ১৫ দিনে ১২ কোটির উপরে বক্স অফিস লাভ করেছে। অর্থাৎ লাভের অঙ্ক প্রায় দ্বিগুণ।
  • অনেকদিন ধরেই দেব বলেছিলেন তিনি মাস এন্টারটেইনার হিসাবে আ্যকশন সিকোয়েলে ফিরবেন। কিন্তু তার এই কামব্যাক যে এত পরিকল্পিত ও এরকম জোরদার তা অনেকেই ভাবতে পারেননি।
  • অভিনেতা হিসাবে দেব সফল হলেও তার জনপ্রতিনিধিত্ব নিয়ে উঠছে প্রশ্ন।

জনপ্রতিনিধি দেব ও ঘাটাল মাস্টারপ্ল্যান

  • গত ১১ বছর ধরে ঘাটালের সাংসদ মন্ত্রী দেব। কিন্তু এত বছরেও বাস্তবায়ন হল না ঘাটাল মাস্টারপ্ল্যান ।
  • রবিবার ঘাটালে গিয়ে বক্তব্য রাখেন দেব। তিনি বলেন প্রকল্পটি শেষ হতে আরও চার বছর সময় লাগবে। চার বছরের মধ্যে যদি প্রকল্প শেষ না হয় তাহলে তিনি আর প্রচারের কাজে ঘাটাল আসবেন না বলেও জানিয়েছেন।
  • দেব আরও বলেন যে জুন মাসে জিতে তিন মাসে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয়। তিনি আপ্রাণ চেষ্টা করছেন যতদ্রুত সম্ভব মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করার।
  • চলছে জমি অধিগ্রহণ ও পুনরুদ্ধার করার কাজ। হাজার কোটি টাকার একটি প্রোজেক্টকে বাস্তবায়ন করতে সময় লাগবে বলে দাবী করেছেন সাংসদ মন্ত্রী দেব।
  • ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বিরোধীদের নিশানার মুখে দেব ও মমতা। কতদিন আর সময় লাগবে বলে তোপ দাগছেন তারাও। সংবাদ মাধ্যমে সোচ্চার হচ্ছেন তারা।
  • যেইভাবে সিনেমা নিয়ে কামব্যাক করছেন দেব সাধারণ মানুষের আশা সেইভাবেই জনপ্রতিনিধি হিসাবেও ঘাটাল মাস্টারপ্ল্যান রুপায়ন করবেন তিনি।

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার