০৬ জানুয়ারি ২০২৫

চুটিয়ে প্রেম করছেন মধুমিতা! প্রেমিকের বাহুলগ্নে আবদ্ধ নায়িকা

দীর্ঘ ৫ বছরের বিবাহ বিচ্ছেদের পর আবার সম্পর্কে গেছেন অভিনেত্রী মধুমিতা। সম্পর্ক নিয়ে প্রথম থেকেই খুল্লাম খুলা তিনি, প্রেমিকের সাথে নতুন ছবি নজর কাড়ছে নেটিজেনের।

প্রেমের শুরু

  • ২০১৯ এ বিবাহ বিচ্ছেদ হয় মধুমিতার। তার পর থেকেই দীর্ঘ ৫ টা বছর সুন্দরী এই নায়িকা সিঙ্গেল হয়েই ঘুরছিলেন। কিন্তু ২০২৪ এর সপ্তমীতে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেন তিনি ।
  • হাতের উপর রাখা হাত। চারিদিকে নিস্তব্ধতা। নিচে ক্যাপশন ‘নতুন শুরু’। হাতটা যে মধুমিতার তাতে কোন সন্দেহ নেই কিন্তু অপর হাতটি কার? ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই শোরগোল পরে যায় চারিদিকে।
  • অভিনেত্রী যে নতুন প্রেমে পরেছেন তা স্পষ্ট হয়ে যায় তার ক্যাপশন দেখেই। কিন্তু কার হাত ওটা তা নিয়েশুরু হয় জল্পনা।
  • অবশ্য তার পরের দিনই সব জল্পনা কল্পনার অবসান করেন তিনি। অষ্টমীর দিন আর একটি ছবি পোস্ট করেন বর্তমান প্রেমিকের সাথে। ছবিতে টুইনিং করে একি রঙের পোশাকও পড়েছিলেন তারা।
  • বর্তমান প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। ছোটবেলার বন্ধু দেবমাল্যর প্রতি বর্তমানে মন মজেছে মধুমিতার। দীর্ঘ দিন সিঙ্গেল ও চুটিয়ে কাজ করার পর অবশেষে ছোটবেলার বন্ধু দেবমাল্যর সাথেই সম্পর্কে যাওয়ার সিধান্ত নেন তিনি।

সম্পর্কের গতি কোনদিকে?

  • সম্প্রতি বড়দিন উপলখ্যে পুনরায় সোশ্যাল মিডিয়ায় দেবমাল্যর সাথে ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশন দিয়েছেন ‘বেস্ট ক্রিস্টমাস ইভ’।
  • রসায়ন যে তাদের মধ্যে বেশ ভালই জমেছে তা মধুমিতার ছবি দেখেই স্পষ্ট। কার্জত দুজন দুজনকে যে চোখে হারাচ্ছেন তা বোঝাই যাচ্ছে।
  • ক্রিস্টমাস ইভ কাটানোর একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। কোনোটায় বন্ধুদের সাথে তো কোনোটায় শুধু দুজন দুজনকে বাহুডোরে আবদ্ধ করে রেখেছেন।
  • তবে এই সম্পর্কের পরিণতি কি তা নিয়ে কিন্তু এখনও স্পষ্ট নন অভিনেত্রী।
  • এই বিষয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি উত্তর দেন সবেমাত্র সম্পর্কে গেছেন এখনই বিয়ে ইয়ে ভাবতে চান না তিনি। বরং সম্পর্ক নিয়ে জল্পনা রাখতে চান বলেই মনে করছেন তিনি।

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার