Happening Now
চুটিয়ে প্রেম করছেন মধুমিতা! প্রেমিকের বাহুলগ্নে আবদ্ধ নায়িকা
দীর্ঘ ৫ বছরের বিবাহ বিচ্ছেদের পর আবার সম্পর্কে গেছেন অভিনেত্রী মধুমিতা। সম্পর্ক নিয়ে প্রথম থেকেই খুল্লাম খুলা তিনি, প্রেমিকের সাথে নতুন ছবি নজর কাড়ছে নেটিজেনের।


প্রেমের শুরু
- ২০১৯ এ বিবাহ বিচ্ছেদ হয় মধুমিতার। তার পর থেকেই দীর্ঘ ৫ টা বছর সুন্দরী এই নায়িকা সিঙ্গেল হয়েই ঘুরছিলেন। কিন্তু ২০২৪ এর সপ্তমীতে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেন তিনি ।
- হাতের উপর রাখা হাত। চারিদিকে নিস্তব্ধতা। নিচে ক্যাপশন ‘নতুন শুরু’। হাতটা যে মধুমিতার তাতে কোন সন্দেহ নেই কিন্তু অপর হাতটি কার? ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই শোরগোল পরে যায় চারিদিকে।
- অভিনেত্রী যে নতুন প্রেমে পরেছেন তা স্পষ্ট হয়ে যায় তার ক্যাপশন দেখেই। কিন্তু কার হাত ওটা তা নিয়েশুরু হয় জল্পনা।
- অবশ্য তার পরের দিনই সব জল্পনা কল্পনার অবসান করেন তিনি। অষ্টমীর দিন আর একটি ছবি পোস্ট করেন বর্তমান প্রেমিকের সাথে। ছবিতে টুইনিং করে একি রঙের পোশাকও পড়েছিলেন তারা।
- বর্তমান প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। ছোটবেলার বন্ধু দেবমাল্যর প্রতি বর্তমানে মন মজেছে মধুমিতার। দীর্ঘ দিন সিঙ্গেল ও চুটিয়ে কাজ করার পর অবশেষে ছোটবেলার বন্ধু দেবমাল্যর সাথেই সম্পর্কে যাওয়ার সিধান্ত নেন তিনি।
সম্পর্কের গতি কোনদিকে?
- সম্প্রতি বড়দিন উপলখ্যে পুনরায় সোশ্যাল মিডিয়ায় দেবমাল্যর সাথে ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশন দিয়েছেন ‘বেস্ট ক্রিস্টমাস ইভ’।
- রসায়ন যে তাদের মধ্যে বেশ ভালই জমেছে তা মধুমিতার ছবি দেখেই স্পষ্ট। কার্জত দুজন দুজনকে যে চোখে হারাচ্ছেন তা বোঝাই যাচ্ছে।
- ক্রিস্টমাস ইভ কাটানোর একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। কোনোটায় বন্ধুদের সাথে তো কোনোটায় শুধু দুজন দুজনকে বাহুডোরে আবদ্ধ করে রেখেছেন।
- তবে এই সম্পর্কের পরিণতি কি তা নিয়ে কিন্তু এখনও স্পষ্ট নন অভিনেত্রী।
- এই বিষয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি উত্তর দেন সবেমাত্র সম্পর্কে গেছেন এখনই বিয়ে ইয়ে ভাবতে চান না তিনি। বরং সম্পর্ক নিয়ে জল্পনা রাখতে চান বলেই মনে করছেন তিনি।




ব্রডকাস্ট চ্যানেল







ডেইলি ডিজিটাল নিউজ পেপার











Copyright © All Rights Reserved by Truee News Bangla is a copyright property of Independent Media Corp