Happening Now
Lorem Ipsum is a Dummy Text
কলকাতা হোর্ডিং কেলেঙ্কারি! অন্তর্বর্তী দ্বন্দ্বে বিদ্ধ তৃণমুল
কলকাতায় হোর্ডিং কেলেঙ্কারি নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু অভিযোগ তুলেছে বিজেপি। যা নিয়ে তৃণমুল দলের মধ্যে অন্তরদ্বন্দ্ব শুরু হয়েছে।


হোর্ডিং কেলেঙ্কারিঃ বিজেপির নিশানা তৃনমূল
- কোলকাতা হোর্ডিং কেলেঙ্কারি নিয়ে এবার বিজেপির নিশানা তৃনমুল । কোলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে প্রায় আড়াই হাজার অবৈধ হোর্ডিং রয়েছে। সূত্র অনুযায়ী প্রায় নয়শ কোটি টাকার নড়চড় হয়েছে।
- বিজেপি সাংসদ শমিক ভট্টাচার্জ বলেন লেকটাউন জংশন থেকে রুবি উল্টোডাঙ্গা পর্যন্ত সমস্ত হোর্ডিং নাকি বেআইনি। তিনি আরও বলেন শ্রীভুমির ফুটব্রিজের যে হোর্ডিংগুলো আছে তার টেন্ডারের সময়সীমা পাঁচ বছর আগেই শেষ হয়ে গেছে তাও বিনা বাধায় এখনও হোর্ডিংগুলো রয়েছে।
- বিজেপি সাংসদ আরও বলেন পুরোসভার কাছে খবরই নেই কোন হোর্ডিং কবে কোথায় লাগানো হচ্ছে। এবং সেই টাকা কোথায় যাচ্ছে তাও সহজেই অনুমেয়। শমিক ভট্টাচার্জ আরও বলেন মেয়র ফিরহাদ হাকিম বলুক কত টাকা যাচ্ছে তৃণমূলের পকেটে, কেন একই টেন্ডার এতদিন ধরে রয়েছে?
- প্রায় এক দশক আগে, পুরসভা শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে হোর্ডিং সরানোর অভিযান শুরু করেছিল। কিন্তু বর্তমানে শহরের বিভিন্ন স্থানে, বিশেষ করে এসপ্ল্যানেড-ডালহৌসি চত্বরে, হেরিটেজ বিল্ডিংগুলির সামনে আবারও হোর্ডিংয়ের আধিক্য দেখা যাচ্ছে। বিজেপি সাংসদ আরও বলেন পুরসভার কাছে কোনো হিসাব নেই কত টাকা এই হোর্ডিং খাতে যাচ্ছে ও আসছে, কারা টেন্ডার পাস করেছে? কেউ যানে না। কোন এজেন্সি হোর্ডিংয় লাগানোর পেছনে আছে তাও জানেনা প্রশাসন।
- দুর্নিতীর চরম সীমায় উঠে আছে এ রাজ্যের সরকার। বাম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্জ বলেন এটা পুরোটাই ‘প্রশাসনিক ব্যার্থতা’। সরকার প্রশাসনকে ফাঁকি দিয়ে এইসব করছে।
তৃণমুল অন্তরদ্বন্দ্ব
- বিজেপির এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য সরকার মেয়র ফিরহাদ হাকিম। বরং নিজেদের দলের ঘারেই দায় চাপিয়েছেন তিনি।
- সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম বলেন ‘এইসব দেবা (দেবাশিস কুমার) দেখে। অনেকদিন আগে থেকে হোর্ডিংয়ের বিষয়ে ব্যাবস্থা নিয়েছি আমরা’। তিনি আরও বলেন প্রত্যেকটা হোর্ডিংয়ের বারকোড বসানো হচ্ছে যেখান থেকে হোর্ডিংয়ের বিষয়ে সমস্ত তথ্য পাওয়া যাবে।




ব্রডকাস্ট চ্যানেল








ডেইলি ডিজিটাল নিউজ পেপার











Copyright © All Rights Reserved by Truee News Bangla is a copyright property of Independent Media Corp