Happening Now
Fort Wiliam Renamed, Vijay Durg: Indian Heritage Gets Maratha Twist
ফোর্ট উইলিয়াম এখন বিজয় দুর্গ! কলকাতার ইতিহাসে এবার বড়সড় পরিবর্তন
ব্রিটিশ উপনিবেশিক দুর্গ থেকে শুরু করে বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের সদরদপ্তর, ফোর্ট উইলিয়ামের নতুন নাম বিজয় দুর্গ। ৩৫০ বছরের ঐতিহ্যের ভিন্ন পরিচয়I


ইতিহাস ঝেড়ে ফেলে, পূর্বাঞ্চলীয় সেনা সদর দফতরের নামকরণ
- ফোর্ট উইলিয়াম, যা কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের সদর দফতর, এখন বিজয় দুর্গ নামে পুনঃনামকরণ করা হয়েছে।
- ব্রিটিশ ঔপনিবেশিক ছাপ মোচন করার উদ্যোগের অংশ হিসেবে মোদি সরকার এই পরিবর্তন করেছে।
- ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ফোর্ট উইলিয়ামের নামকরণ করা হয়েছিল ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে।
- এটি এখন মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ উপকূলে অবস্থিত প্রাচীনতম দুর্গের নামে নামকরণ করা হয়েছে, যা ছত্রপতি শিবাজী মহারাজের শাসনকালে একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ছিল।
- শুধু ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন হয়েছে সেটি নয়, সেনাবাহিনীর পূর্ব কমান্ডের সদর দফতরের বিভিন্ন প্রবেশদ্বার এবং ভেতরের অনেক জায়গাও পেয়েছে নতুন নাম।
- সেনাবাহিনী সেন্ট জর্জ গেটের নাম পরিবর্তন করে শিবাজি গেট রেখেছে।
- কিচেনার হাউসের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মানেকশ হাউস, ফিল্ড মার্শাল স্যাম মানেকশকে শ্রদ্ধা জানিয়ে, যিনি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং যার নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয়েছিল। ইতিহাস বলে, কিচেনার হাউসের নামকরণ করা হয়েছিল এইচএইচ কিচেনারের নামে, যিনি খার্তুমের প্রথম আর্ল ছিলেন।
- সেনাবাহিনী দুর্গের ভেতরে রাসেল ব্লকের নাম পরিবর্তন করে বাঘা যতীন ব্লক রেখেছে, স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নামে, যিনি বাঘা যতীন নামে পরিচিত। ১৯১৫ সালে ওডিশার বালাসরে ব্রিটিশ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি শহীদ হন।
৩৫০ বছরের ইতিহাসের এক ঝলক
- দীর্ঘ ষোলো বছরের শাসন শেষে বাংলার নবাব আলিবর্দি খান প্রয়াত হন। তাঁর মৃত্যুর পর সিংহাসনে বসেন দৌহিত্র সিরাজউদ্দৌলা।
- সিরাজউদ্দৌলা প্রথম থেকেই বাংলায় ইংরেজদের এতো ব্যাবসায়িক বাড়বাড়ন্ত পছন্দ করেনি। মাত্র এক বছর যে সিরাজ রাজ করতে পারেছিল তার পেছনেও আছে এই ফোর্ট উইলিয়ামের দুর্গ।
- হুগলি নদীর তীরে নির্দিষ্ট একটি স্থানে ১৬৯৬ খ্রিস্টাব্দে একটি দুর্গ নির্মাণ করা হয়। পরবর্তীতে, ১৭০০ খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ সম্রাট তৃতীয় উইলিয়ামের নামে এটি পরিচিত হয় ফোর্ট উইলিয়াম নামে।
- শোনা যায় বাংলায় তখন ইংরেজদের এতই বাড়বাড়ন্ত যে এই দুর্গের জমি কেনার সময়েও অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি ইংরেজরা।
- বিতর্কিত ‘অন্ধকূপ হত্যা’ বা ‘ব্ল্যাক হোল ডেথও’ কিন্তু হয়েছে এই ফোর্ট উইলিয়ামেই। ফোর্ট উইলিয়ামের ১৮ ফুট X ১৪ ফুট ১০ ইঞ্চির ছোট্ট ঘরে ১২৩ জন ইউরোপীয়কে বন্দি করে খুন করা হয়েছিল।
- এই ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন সিরাজ। লালাদিঘির যুদ্ধে ব্রিটিশরা হেরে গেলে কলকাতার নাম হয় “আলিনগরI”
- সিরাজের আক্রমণে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় ফোর্ট উইলিয়াম এরপর এই স্থান পরিবর্তন করেই হয় বর্তমানে যেখানে আমরা এই দুর্গ দেখি সেখানে শুরু হয় নির্মান।
- এই ভবনটির স্থাপত্যে রাজকীয় গম্বুজ এবং সুদৃশ্য থামের ব্যবহার চোখে পড়ে। নির্মাণকালীন সময়েই এর জন্য ব্যয় হয়েছিল প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা। অবশেষে ১৮৬৮ সালে, এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
ইতিহাস রক্ষা না বিকৃতি?
- বিজয় দুর্গ' নামকরণ মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ উপকূলে অবস্থিত প্রাচীনতম দুর্গকে শ্রদ্ধা জানায়, যা ছত্রপতি শিবাজী মহারাজের শাসনকালে মরাঠাদের দুর্ভেদ্য নৌঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল।
- এই নামকরণের সাথে জরিয়ে আছে বর্গিদের ইতিহাস, জরিয়ে মারাঠা জাতির নাম। আরব সাগরের তীরে মহারাষ্ট্রের প্রাচীন স্থান, যার ছত্রে ছত্রে রয়েছে মারাঠা সাম্রাজ্যের ইতিহাস, তার নামেই নামকরণ আজকের ফোর্ট উইলিয়ামের।
- ইতিহাসবিদদের কোথায়, দুর্গের নাম বদল আসলে ইতিহাসের বিকৃতি বই আর কিছু নয়।
- ইতিহাসবিদরা বলছেন, শুধুমাত্র ব্রিটিশ ঔপনিবেশিক শাসন নয়, বাংলার ইতিহাসে মারাঠা শাসনেরও রয়েছে এক ভয়ংকর অধ্যায়, ‘বর্গি হামলা’।
- ১৭৪০-এর দশকে বাংলায় মারাঠাদের আক্রমণ ভয়াবহ রূপ নেয়, যখন তারা ‘চৌথ’ কর আদায়ের নামে গ্রামাঞ্চলে তাণ্ডব চালায়। লুঠপাট, খুন, ধ্বংস ও নারীদের উপর অকথ্য নির্যাতন তখনকার বাংলার এক বাস্তব চিত্র হয়ে ওঠে।
- যে বর্গিরা সারা দেশ জুরে শুধু লুঠথরাজ চালিয়ে গেছে তাদের নামে কিভাবে হতে পারে ২৫০ বছর পুরানো একটি দুর্গের নাম?
এক শোষণের ইতিহাস ভুলতে অন্য শোষণের ইতিহাস তুলে এনে বিজেপির কী উদ্দেশ্য?
- শাসক দল বিজেপি এবং এর আদর্শিক ভিত্তি আরএসএস-এর উদ্যোগে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ড হেডকোয়ার্টার ঐতিহাসিক নাম বদলে মারাঠা ঐতিহ্য থেকে নাম রেখে ভারতের মধ্যে সাম্প্রদায়িকতা হাতিয়ার করে ভোট জেতাই কি মূল লক্ষ্য হয়ে উঠছে?
- ভারতীয় সেনাবাহিনীর সিদ্ধান্ত ফোর্ট উইলিয়াম, যা কলকাতায় তাদের পূর্ব কমান্ডের দুর্গ, তার নাম পরিবর্তন করে বিজয় দুর্গ রাখা, অ-বাঙালিদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে, তবে পশ্চিমবঙ্গে এটি বিতর্কের ঝড় তুলতে পারে।
- ব্রিটিশ শক্তির একটি দুর্গের নাম পরিবর্তন করে মরাঠা দুর্গের নামে রাখার মাধ্যমে, বিজেপি হয়তো অজান্তেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে একটি শক্তিশালী নির্বাচনী হাতিয়ার তুলে দিয়েছে—যা ঐতিহাসিক ক্ষোভ এবং বাংলা পরিচয় রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্তI




ব্রডকাস্ট চ্যানেল







ডেইলি ডিজিটাল নিউজ পেপার











Copyright © All Rights Reserved by Truee News Bangla is a copyright property of Independent Media Corp