০৬ জানুয়ারি ২০২৫

ফের ওষুধ উৎপাদন সংস্থার উপর নিষেধাজ্ঞা

আবারও একটি ওষুধ উৎপাদন সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি রাজ্য ড্রাগ কন্ট্রোলের। স্যালাইন কাণ্ডের পরেই ওষুধ উৎপাদন সংস্থাগুলি নিয়ে নরে চরে বসেছে কেন্দ্র।

আবার কেন এই নির্দেশিকা?

  • পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পর ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির ওষুধ উৎপাদনের উপর এবার নিষেধাজ্ঞা দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল।
  • বারুইপুরে সংস্থার কারখানায় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরিদর্শনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১, ২২, ২৩ জানুয়ারি, পরপর ৩ দিন বারুইপুরে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির কারখানা পরিদর্শন যায় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। ওষুধে কিছু ত্রুটি পাওয়ায় উৎপাদন বন্ধের নোটিস দেওয়া হয়েছে এই সংস্থাকে।
  • শুধু বন্ধের নির্দেশই নয়, শো-কজও করা হয়েছে এই কোম্পানিকে। জানতে চাওয়া হয়েছে কেন তাদের লাইসেন্স বাতিল হবে?
  • ওষুধ উৎপাদনে ত্রুটি পাওয়া গেছে বলে উৎপাদন আপাতত বন্ধ আছে। এবং যতদিন না পর্যন্ত ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির ওষুধ সঠিক ভাবে উৎপাদন হচ্ছে ততদিন বন্ধই থাকবে এই ওষুধ উৎপাদক সংস্থা।
  • স্বভাবতই পুনরায় ওষুধ উৎপাদন সংস্থার উপর নিষেধাজ্ঞায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই যেই স্যালাইন, ওষুধ সরকারি হাসপাতালে সরবরাহ হয়ে গেছে তাদের কি হবে?
  • তবে বিষয়টি প্রকাশ পেতেই নড়ে চড়ে বসে শহর ও জেলার কিছু মেডিক্যাল কলেজ। তারা ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির উৎপাদিত যাবতীয় ওষুধপত্র স্যালাইন ইতিমধ্যেই সরিয়ে রাখার নির্দেশ দিয়েছেন।

যোগ রয়েছে রিজ্ঞার ল্যাকটেটের সাথে?

  • প্রসঙ্গত উলেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আর এল স্যালাইন ব্যাবহার করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিন প্রসূতি ও মৃত্যু হয় এক প্রসূতি ও এক সদ্যোজাতের।
  • ১০ ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়। ৭ই জানুয়ারি তাদের ওষুধ ও স্যালাইন ব্যাবহারে নিষেধাজ্ঞা জাড়ি হয়।
  • এই নির্দেশিকায় বলা হয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যে ১৪ রকমের ওষুধ আর সরবরাহ করবে না সেই সব ওষুধ একই দামে সরবরাহ করবে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি।
  • কিন্তু সেই সংস্থাতার উৎপাদনেও এবার ঘাটতি পাওয়া গেল। ওষুধ, স্যালাইনের এরকম বেহাল অবস্থায় মাথায় হাত সাধারণ মানুষের। জীবন দায়ী ওষুধই যদি জীবন ঘাতী হয় তার দায় কি নেবে সরকার।

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার