Happening Now
Lorem Ipsum is a Dummy Text
আগে শাহ্ এখন আরএসএস প্রধানের বাংলা পরদর্শন, কীসের তৎপরতা?
ফেব্রুয়ারি মাসে বাংলায় আসছেন আরএসএস প্রধান মোহন রাও ভগবত। প্রবাস কর্মসুচিতেই দক্ষিণবঙ্গে ১০ দিনের জন্য সফরে আসবেন স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত, সভা করবেন বর্ধমানেও।


বাংলায় ভগবতের কর্মসুচি
- প্রবাস কর্মসুচি নিয়ে বাংলায় আগেই আসার কথা ছিল মোহন রাও ভগতের। কিন্তু সেই পরিকল্পনা পিছিয়েই ফেব্রুয়ারি মাসে ১০ দিনের জন্য পশ্চিমবঙ্গে আসবেন তিনি।
- ফ্রেব্রুয়ারি মাসের সাত তারিখে কলকাতায় আসার কথা আছে সংঘ প্রধানের। সুত্র অনুযায়ী প্রথম পাঁচ দিন কলকাতায় ও দ্বিতীয় পাঁচ দিন বর্ধমানে থাকবেন তিনি।
- সারা বছরই বিভিন্ন রাজ্যে নানা কর্মসুচি থাকে তার। প্রতিটি রাজ্যের জন্য দুটি করে কর্মসুচি বাধা থাকে তার যথা একটি- বিভিন্ন নেতা মন্ত্রিদের সাথে সাংগঠনিক বিষয় সম্পর্কিত আলোচনা ও দ্বিতীয় প্রবাস কর্মসুচি।
- সুত্র অনুযায়ী প্রবাস কর্মসুচি নিয়ে আলোচনার জন্যই এবার বাংলায় আসছেন সেবক সঙ্ঘ প্রধান মোহন রাও ভগবত।
- তবে এবার সংঘের প্রতিটি কর্মীর সাথে বিস্তারিত ভাবে আলোচনা করবেন বলেও জানা গিয়েছে। বৈঠকগুলি দক্ষিণবঙ্গের প্রধান কার্যালয় কেশব ভবনেই হবে।
- তবে প্রতিবারই তিনি এসে বিশেষ বিশেষ ব্যাক্তিদের সাথে দেখা করেন, বিভিন্ন আরএসএস প্রচারকের বাড়িতে রাত কাটান। এবার কি করবেন তা অবশ্য এখনই স্পষ্ট করে জানা যায়নি।
- আরএসএস কর্মীদের মতে এতদিনের জন্য মোহন রাও ভগতের বাংলা সফরকে তারা বড় সুযোগ হিসাবে দেখছে। তাদের মতে বাংলার রাজনীতিতে বিপুল পরিবর্তন দেখা দিচ্ছে, সংঘ প্রধান এখানে এসে তাদের সাথে এই বিষয়ে আলোচনা করলে তারা আরও ভালোভাবে সংঘ ও মানুষের উন্নতির জন্য কাজ করতে পারবে বলে মনে করছেন প্রচারকরা।
- গত কয়েক সফরে আরএসএস প্রধান বাংলায় এলে তার সাথে বিজেপি নেতারা দেখা করেন। এবারও সেই সম্ভাবনা পুরোপুরি আছে বলে মনে করা হচ্ছ।
বাংলায় আসার তৎপরতা কেন?
- বর্তমান পশ্চিমবঙ্গ সরকার কখনই আরএসএসকে মেনে নেননি সেইভাবে। বিজেপির মতন আদায়-কাঁচকলায় সম্পর্ক না থাকলেও গলায় গলায় ভাবও নেই। বরাবরই আরএসএসের বিভিন্ন ভাবে মোহন ভাগবতের কাজে বাঁধার সৃষ্টি করেছেন মমতার সরকার।
- কখনও মহাজাতি সদনে তাদের সন্মেলন বন্ধ করিয়েছেন তো কখনও মঞ্চ থেকে ছুরে দিয়েছেন আক্রমণ।
- কিছুদিন আগেই বাংলা থেকে ঘুরে গেছেন অমিত শাহ, এবার আসছেন সংঘ সেবক প্রধান স্বয়ং। কিসের এত তোরজোড় বাংলায় আসার? সামনেই বিধানসভা ভোট অনেকের মতেই বাংলায় বিজেপির ভীত শক্ত করতে আসছেন ভগবত।
- ২০২২ এ আরএসএস প্রধানের জঙ্গলমহল ঘোরার পরেই তড়িঘড়ি সেখানে ছুটে যান মমতা। সংঘ সেবকের এইবারের কর্মসুচির পর মমতা ব্যানার্জি কি করেন এবং বিধান সভা ভোটের আগে বঙ্গ বিজেপির কতটা ভীত তিনি মজবুত করে দিয়ে যেতে পারে এবার সেটাই দেখার।
সরসংঘ প্রধান মোহন সিং ভগবত
- কে এস সুদর্শনের যোগ্য উত্তরসূরি হিসাবে এখনও অবধি নিজের স্থানে অটুট থেকে দ্বায়িত্ব পালন করে চলেছেন স্বরসঙ্ঘ প্রধান মোহন রাও ভাগবত।
- মার্চ ২০০৯ থেকে সংঘ প্রধানের ভূমিকা পালন করে চলেছেন তিনি।
- ভগতের বাবাও ছিলেন সংঘের সাথে যুক্ত। ছোটবেলা থেকেই আরএসএসের সাথে নিবিড় সম্পর্ক দেখে বড় হয়েছেন তিনি। তাই এখনও সংঘের প্রধান হয়ে দৃঢ়তার সাথে রাজকার্জ সামলাচ্ছেন তিনি।
- আবারও সেই রাজকার্জ সামলাতেই বাংলায় আসছেন তিনি। আরএসএস মুলত রাষ্ট্রবাদী একটি সংগঠন। সমগ্র ভারতবাসীর জন্য এরা কাজ করলেও এদের কর্ম ক্ষেত্র হিন্দুত্ববাদীকে ঘিরেই ছিল।
- বাংলার প্রান্তিক অঞ্চলের মানুষদের নিয়ে বেশী কাজ করে থাকে এই স্বরসঙ্ঘ। স্বরসঙ্ঘের থেকে অনুপ্রানিত হয়েই ১৯৫১ সালে শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে জন্ম হয় ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির।
- পশু-বিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন ভাগবত। খুবই উজ্জ্বল ভবিষ্যৎ ছিল ওনার। কিন্তু ছোট থেকে সংঘ ঘিরে বড় হওয়া এই মানুষটি নিজের জীবন প্রণিপাত করেছেন আরএসএসের কাজে।




ব্রডকাস্ট চ্যানেল







ডেইলি ডিজিটাল নিউজ পেপার











Copyright © All Rights Reserved by Truee News Bangla is a copyright property of Independent Media Corp