০৬ জানুয়ারি ২০২৫

Lorem Ipsum is a Dummy Text

‘মোহাম্মদপুর থেকে মোহনপুর’ ভারত হিন্দুরাষ্ট্র প্রমাণ করতেই নাম পরিবর্তন গ্রামের?

১১টি গ্রামের নাম পরিবর্তন করা হল হিন্দু নামে।মধ্য প্রদেশের মুখ্য মন্ত্রী ডঃ মোহন যাদব রাজস্থানের কিছু মুসলিম নামধারী গ্রামের নাম পরিবর্তন করে হিন্দুনামে পরিবর্তন করেছেন।

কেন হঠাৎ পরিবর্তন?
  • ‘মোহাম্মদ বলে যখন কেউ থাকে না তাহলে গ্রামের নাম মোহাম্মদপুর কেন থাকবে?’ রোববার সাজাপুরে সভায় গিয়ে এমনতাই বক্তব্য পেশ করলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব।
  • রাতারাতি কয়েক মিনিটের মধ্যে একক ঘোষণার মাধ্যমে ১১ টি মুসলিম গ্রামের নাম পরিবর্তন করেছেন তিনি।
  • মুখ্যমন্ত্রির বক্তব্য যখন মোহাম্মদ বলে কেউ এই গ্রামে থাকে না তাহলে গ্রামের নাম পরিবর্তন করে হবে মোহনপুর।
  • এমন গ্রাম কেন থাকবে যার নাম ‘ভাবনা হুসেইনপুর’ অথচ সেই নামে কেউ ঐ গ্রামে বসবাস করেন না। বর্তমানে ঐ গ্রামের নাম রাখা হয়ে ‘ভাবনা রাম’।
  • মুখ্যমন্ত্রী বলেন গ্রামবাসীদের অনুরধেই পরিবর্তন করা হয়েছে নাম। গ্রামবাসীরা মনে করেছেন এই নামগুলো তাদের গ্রামকে অসন্মান করছে, তাই সর্বদিক বিবেচনা করে নাম পরিবর্তন করেছেন তিনি।
  • এরকম আরও নয়টি গ্রামের নাম বদল হয়েছে যেমন- 'ঘট্টি মুখতিয়ারপুর' থেকে 'ঘট্টি', 'হাজিপুর' থেকে 'হীরাপুর', 'শেখপুর গন্ডি' থেকে 'অধপুরি', 'খলিলপুর' থেকে 'রামপুর', 'নিপানিয়া হিসামুদ্দিন' থেকে ' নিপানিয়া দেব, 'ধবলা হোসেনপুর' থেকে 'ধবলা রাম', 'মোহাম্মদপুর পাওয়াদিয়া' থেকে 'রামপুর পাওয়াদিয়া', 'খাজুরি আল্লাহবাদ' থেকে 'খেজুরি রাম' এবং 'রিচদি মুরাদাবাদ' থেকে 'রিচদি' গ্রাম।
  • প্রত্যেকটি গ্রামের নাম বদল থেকেই কিন্তু স্পষ্ট হিন্দুত্ববাদী রাষ্ট্রকেই প্রচার করতে চেয়েছেন তিনি। সব এক রেখে শুধু মুসলিম নামগুলোকে বাদ দেওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা।
অতীতে পরিবর্তন
  • এর আগেও রাজস্থানে ৮টি গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল হিন্দু নাম। রাজস্থান রাজ্যের বড়মে জেলার ‘মিয়া কা বড়া’ নামের একটি গ্রামের নাম বদল করে করা হয়েছে ‘মহেশপুর’। অন্যদিকে রাজ্যের অপর একটি গ্রাম ‘ইসমাইলপুর’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘পিচানবা খুর্দ’।
  • মুসলিমদের দাবি নাম পরিবর্তনের পেছনে রাজস্থান রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের অন্য অভসন্ধি ছিল।
  • গ্রামগুলির মধ্যেও ধর্মান্তর প্রক্রিয়া চালু করা হয়েছে বলেও অভিযোগ তুলেছিল সরকার পরিচালনাকারী দল বিজিপির বিরুদ্ধে।
  • এইবারও নাম পরিবর্তন নিয়ে শুরু হয়েছে জলঘোলা। এইসবের মধ্যে ভারতকে একপাক্ষিক হিন্দু রাষ্ট্র গড়ে তোলার দিকেই অভিযোগ তুলছে মুসলিমরা।

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার