০৬ জানুয়ারি ২০২৫

Lorem Ipsum is a Dummy Text

বাংলাদেশে নেই খালেদা ও হাসিনাঃ ইউনুস এখন মহারাজা।

হাসিনা ও খালেদা জিয়ার অবর্তমানে জাতীয় নির্বাচনকে পাখির চোখ করে ইউনুসের সাথে বৈঠক করেছে জামাত-ই-ইসলামিএর নেতা আমির শফিকুর রহমান। এই বৈঠককে ঘিরে তৈরি হয়েছে জল্পনা।

জামাত-ই-ইসলামি ও জাতীয় নির্বাচন

  • জাতীয় নির্বাচনকে পাখির চোখ করছে এখন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পার্টি। গণঅভ্যুথানে প্রধান মন্ত্রিত্ব হারিয়েছেন শেখ হাসিনা, ক্ষমতায় ইউনুস সরকার। শেখ হাসিনা নিউজের শিরোনাম থেকে সরে গেলেও তার শাসনকালে কোণঠাসা থাকা জামাত-ই-ইসলামি নতুন করে শক্তি সঞ্চয় করছে।
  • বাংলাদেশে এখন নেই বিএনপি নেতা খালেদা জিয়া, ফলে এই সুযোগকে হাতছাড়া করতে চান না মৌলবাদী দল জামাত-ই-ইসলামি। তাই খালেদা জিয়ার দেশ ছারতেই সময় নষ্ট করতে চায়নি শফিকুর রহমান। তড়িঘড়ি বৈঠক সারলেন ইউনুসের সাথে যা নিয়ে তৈরি হচ্ছে জল্পনা।
  • বাংলাদেশের যমুনা ভবনে বৈঠক সারেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন খুবই সৌহার্দপুর্ন ভাবে বৈঠক সম্পন্ন হয়েছে। দুর্নীতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে যানান তিনি।
  • শুধু ইউনুস না ইসলামপন্থী আরও অনেক দলের সাথে ঐক্য গড়ার ক্ষেত্রে বৈঠক ইতিমধ্যে সেরে ফেলেছে জামাত।

বাংলাদেশ কি ফের পাকিস্থানপন্থী?

  • বিগত কয়েক দিনে পাকিস্থানের সাথে বাংলাদেশের সম্পর্ক যে পুনরায় গাড় হচ্ছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। ওপারের সমুদ্র সৈকতে দেখা গেছে পাক জাহাজকেও। এবার সেই আশঙ্কাকে উস্কে দিয়ে বৈঠক সারলেন জামাত ও ইউনুস।
  • হাসিনার বিদায়ের পরে বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানের প্রভাব আবারও দৃশ্যমান। জামাত-ই-ইসলামি, বরাবরই পাকিস্তানপন্থী দল, যারা শেখ হাসিনার শাসনামলে কোণঠাসা ছিল, পুনরায় শক্তি সঞ্চয় করে সরকার দখলের চেষ্টায় মেতেছে।
  • হাসিনার গদি ছারার, সারে ১৫ বছর পর বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠছে জামাত-ই-ইসলামি।
  • আওয়ামি লিগের সাথে জামাতের পুরানো সংঘর্শ অজানা নয় কারোর। পাকিস্থান ও ইসলামপন্থী জামাতের নেতাদের প্রাণদণ্ড পর্জন্ত হয়েছিল আওয়ামি লিগের জন্যই।
  • ইসলামপন্থী জামাত বরাবরই পাকিস্থানপন্থী। হাসিনার রাজত্বকালে জামাত কোণঠাসা থাকলেও ফের যোগাচ্ছে শক্তি।
  • হঠাৎ পাকিস্থানের সাথে এই সম্পর্ক ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকেই ইঙ্গিত করছে।

বাংলাদেশ কি ভবিষ্যতে জামাতের?

  • বর্তমানে ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার জামাত ও কট্টরপন্থীদের প্রভাবাধীন।
  • বাংলাদেশে বর্তমানে ইউনুস সরকার চলছে জামাত, বিএনপি, আর কট্টর পন্থি ছাত্রদলের কথায়। চলছে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার। ধর্মনিরপেক্ষ আওয়ামি লিগ নেত্রি হাসিনার পদত্যাগ যে এমন ঘটনা ঘটবে তা আগেই আন্দাজ করেছিল ভারত।
  • জেল থেকে ছাড়া পাচ্ছে রাজাকাররা (১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী)। অনেকেই মনে করছেন অন্তর্বর্তিভাবে বাংলাদেশের সরকার চালাচ্ছে জামাতরাই। ফলে তা একদিকে ভয়ের কারন হয়ে দারাচ্ছে বিএনপিরও।
  • অন্তর্বর্তী থেকে প্রকাশ্যে বাংলাদেশের সরকার কি দখল করতে পারবে জামাতই-ইসলাম? সেইদিকে তাকিয়েই বাংলাদেশের মানুষI

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার