০৬ জানুয়ারি ২০২৫

Lorem Ipsum is a Dummy Text

ভাঙ্গনের মুখে ইন্ডিয়া জোটঃ তুঙ্গে আপ বনাম কংগ্রেস

ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বাদ দেওয়ার কথা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়ালের পার্টি। অন্যদিকে ওমর আবদুল্লার ও তেজস্বীর যাদবের কথাতেও উঠে এসেছে ভাঙ্গনের সুর।

কেন ভাঙ্গনের সুর?

  • ইন্ডিয়া (INDIA) জোটকে ভাঙ্গার কথা আপ তুললেও এবার সেই মন্তব্যকে সমর্থন করে বক্তব্য পেশ করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সেই একই কথা বলে ভাঙ্গনের জল্পনা আরও উস্কে দিলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব।
  • কংগ্রেসকে ফের একঘরে করার চেষ্টা করছে আপ। এই বছরেই দিল্লী বিধানসভা ভোট আলাদাভাবে লড়বেন আপ ও কংগ্রেস। ২০২৪ এ লোকসভা ভোটে বিজেপিকে হারানোর জন্যই ইন্ডিয়া জোটে এক হয়ে লরেছিলেন আপ ও কংগ্রেস। এবার সেই জোটেই ধরছে ভাঙ্গন।
  • আপের মন্তব্যে অবশ্য ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক কংগ্রেস নেতা এমনকি কেজরিওয়ালের সহায়সম্বলহীন বাচ্চার সাথেও তুলনা করছেন তারা। দিল্লী ভোটে কংগ্রেসের আপের সাথেই লড়া উচিত ছিল এমন মন্তব্য করে অবশ্য ক্ষোভের মূখে পরেছেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চভান।
  • নেই কোনও বৈঠক, হয় না কোনও নিয়মিত অধিবেশন এইভাবে দল রেখে কোন লাভ নেই বলেই মনে করছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী।
  • আপ মুলত কংগ্রেসকে একঘরে করতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক সমালোচকেরা। দিল্লী ভোটে ইতিমধ্যেই আপ বনাম কংগ্রেস শুরু হয়ে গেছে। ভাতা নিয়ে রেষারেষি থেকে একে অপরের দিকে কাঁদা ছোড়াছুড়ি নজর কাড়ছে সবার।
  • অন্যদিকে ইন্ডিয়া শিবিরের মধ্যে এই সংঘাত আখেরে লাভ করছে নরেন্দ্র মোদীর, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
  • ওমর আবদুল্লার বিস্ফোরক মন্তব্যে আগেই ঝড় উঠেছিলো এবার সেই আগুনেই ঘি ঢেলেছেন আরজেডি নেতা। পর পর এই মন্তব্যে ফাটল ধরেছে ইন্ডিয়া জোটে। আর ফাটলের ফলেই কি বেড়িয়ে যেতে হবে কংগ্রেসকে?

বাংলায় জোটের ভবিষ্যৎ

  • অন্যদিকে বাংলাতেও কংগ্রেস ও তৃণমূলের জোট নিয়ে তৈরি হচ্ছে ধন্দ। বাংলাতেও কি একঘরে হয়ে যাবে রাহুল? অনেকের মতেই সিপিএম এর সাথে জোটও ভাঙতে পারে কংগ্রেসের।
  • এই নড়বরে দল নিয়ে কতটা টেক্কা দেওয়া যাবে মোদী-অমিত শাহ কে? আপ ও কংগ্রেসের এই দ্বন্দ্ব এখন সুবিধাবাদী রাজনীতির দিকেই ইঙ্গিত করছে। আম আদমি পার্টি ও কংগ্রেসের এই ভাঙনের চক্করে ইন্ডিয়া জোটের এখন কি হয় সেটাই দেখার।

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার