Happening Now
গসিপ ট্রোলিং নিয়ে মাথা ঘামাই না- রচনা ব্যানার্জী
অভিনেত্রীর পাশাপাশি সাংসদ তিনি। কিভাবে সামলান নেতৃত্বের চাপ থেকে গসিপ থেকে ট্রোলিং? কিভাবে সামলাচ্ছেন এতো সমালোচনা? ট্রু নিউজ বাংলার মুখোমুখি সাক্ষাৎকারে সাংসদ রচনা ব্যানার্জী।


প্রশ্ন ১, হিন্দু সম্রাট মোদী কেন বাংলাদেশে নিপীড়িতদের পাশে দাঁড়াচ্ছেন না?
- এটা আমাদের সবারই প্রশ্ন, কেন্দ্র কেন চুপ করে আছে? প্রতিনিয়ত বাংলাদেশ থেকে হিন্দুদের উপর অত্যাচারের খবর আসছে, এক্ষুনি সরকারের উচিত বাংলাদেশের পাশে দাঁড়ানো। এতো ভালো সম্পর্ক আমাদের বাংলাদেশের সাথে। এই ঘটনা খুবই দুঃখজনক। হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা এক ও অদ্বিতীয়, সেখানকার মানুষ এরম কষ্টে থাকবে একি কি করে সম্ভব? আশাকরি খুব দ্রুত সব ঠিক হয়ে যাবে।
প্রশ্ন ২, বিরোধী পক্ষের নেতার সাথে আপনার সম্পর্ক কেমন?
- ভীষণ ভালো সম্পর্ক ! একসাথে আমরা ক্যাফেটেরিয়াতে বসে চা কফি খাই। সাংসদের বাইরে আমরা ভীষণ ভালো বন্ধু। সাংসদের খবর দেখে সবাই ভাবেন আমরা বোধহয় বাইরেও এরম ঝগরা ঝামেলা করি কিন্তু বাস্তবে ঠিক উল্টো। আমরা সবাই খুব ভালো বন্ধু। আমরা সবাই সাংসদের ভিতরে নিজেদের কাজ করি ফলে চিৎকার হয় কিন্তু বাইরে আমরা একে অপরের সাথে খুব ভদ্রভাবে ব্যাবহার করি।
প্রশ্ন ৩, এখনও এতো সুন্দরী আপনি, নিজেকে এতো সুন্দরী রাখার রহস্য টা কি?
- (হেসে) কোনো রহস্যই নেই। চেষ্টা করি এতো কাজের মাঝেও যোগা করার, একটু হাঁটার। সারাদিনে সময় ধরে খাই আমি। কিন্তু যেটা আমি মনে করি ভালো থাকার অন্যতম চাবিকাঠি হল স্ট্রেস ফ্রি লাইফ। ব্যায়াম, সুসম খাবারের পাশাপাশি চাপমুক্ত জীবন। আমি তো মেডিটেশন করতে পারি না, করলে আরও ভালো থাকতাম। কারণ মেডিটেশনের বসলেই আমার মনে হয় আমার ছেলে কি করছে? কোন কাজটা আমাকে করতে হবে। আসলে ধ্যানে খুব মনোযোগ দিতে হয় যা আমি দিতে পারি না।
প্রশ্ন ৪, সমালোচনা, ট্রোলিং, গসিপ কিভাবে সামলাচ্ছেন ?
- আমি এক কান দিয়ে শুনি অন্য কান দিয়ে বার করে দেই। আমি মনে করি এইসব বিষয় নিয়ে স্ট্রেস নিলে হবে না। প্রথমত খুব পসিটিভ থাকতে হবে। জীবনে সমস্যা কার নেই? কিন্ত চাপ নিলে হবে না সবসময় পসিটিভ থাকতেই হবে, কিন্তু সত্যি বলতে এটা বলাটা যতটা সহজ করাটা ঠিক ততটাই কঠিন। জুস, যোগা করে শরীর ঠিক রাখা কঠিন নয়, কঠিন নিজেকে হাজার সমালোচনার মাঝেও পসিটিভ থাকা সাথে নিজের উপর বিশ্বাস রাখা। ইনার বিউটি আনতে গেলে অন্যের কোথায় খারাপ লাগলে চলবে না, বিশ্বাসের সাথে কাজ করে যেতে হবে।
প্রশ্ন ৫, স্ট্রেস কি করে সামলান?
- আমি নিজেকে তৈরী করেছি, এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে আমি মাথা ঘামাইনা। খুব স্ট্রেস হলে আমি আমার বন্ধুদের কাছে চলে যাই। ওরাই আমার ভিটামিন। না হলে ঘুরতে চলে যাই, আমি ঘুরতে ভীষণ ভালোবাসি। কত জায়গা দেখা বাকি আমার, স্ট্রেস নিয়ে বসে থাকলে কি করে হবে? দুনিয়া দেখতে হবে। পৃথিবী খুব সুন্দর। আর নয়তো শপিং করতে চলে যাই। কেনাকাটা করতে আমি ভীষণ ভালোবাসি।
প্রশ্ন ৬, নিজের কাজ নিয়ে কি ভাবছেন? হুগলির সাংসদ আপনি, সেখানকার উন্নয়নের জন্য কি কি ব্যাবস্থা নিচ্ছেন আপনি?
- আমার এখন হুগলী নিয়ে লক্ষ্য একটাই, বলাগর ভাঙ্গন রোধ করতে হবে। অনেকটা জায়গা এই ভাঙ্গনের জন্য জলের তলায় চলে গেছে। আজকে যে বাড়িটা দেখে আসছি কাল গিয়ে দেখছি জলের তলায়। এই দিকটা আগে আমাকে ঠিক করতে হবে। সংসদে গিয়ে প্রথম দিনেই আমি বলাগর ভাঙ্গন নিয়েই কথা বলেছি। কিন্তু কেন্দ্রীয় সরকারের সাহায্য এই ব্যাপারে চাই। দু হাজার কোটি টাকার প্রোজেক্ট শুধু রাজ্য সরকারের দ্বারা সম্ভব না। আমি যদি পাঁচ বছরে একটু হলেও বলাগড় ভাঙ্গন ঠিক করে আনতে পারি তাহলেই বুঝবো আমি সাসসেস্ফুল।
প্রশ্ন ৭, অভিনয়, রাজনীতি থেকে অবসর নেওয়ার পর কিভাবে বাকি জীবনটা কাটাতে চান?
- আমি শুধু দেশ ঘুরব, এটা আমার স্বপ্ন। নর্দান লাইটস দেখতে জাব, ঘুরে জীবন কাটাব। টাকা পয়সা সন্মান নিয়ে কেউ যেতে পারে না, মানুষের কাজ আর তার স্মৃতি তার সাথে যায়। তাই আমি মারা যাওয়ার আগে এক রাশ স্মৃতি নিয়ে আমি যেতে চাই।




ব্রডকাস্ট চ্যানেল







ডেইলি ডিজিটাল নিউজ পেপার











Copyright © All Rights Reserved by Truee News Bangla is a copyright property of Independent Media Corp