Happening Now
স্টার্ট আপরা বিভ্রান্ত, MSME ব্যবসায়ীরা রক্ষণশীল- কেন?
কলকাতা ভিত্তিক স্টার্টআপ ও এমএসএমই মেন্টর সুনীল গোয়েঙ্কা জানিয়েছেন, কীভাবে মারোয়ারি মালিকানাধীন কর্পোরেট সংস্থাগুলি ধীরে ধীরে স্টার্টআপ সংস্কৃতি গ্রহণের দিকে এগোচ্ছে। গোয়েঙ্কা এই বিষয়েই মুখ খুলেছেন।


১) বাংলাকি ব্যবসার দিক থেকে শেষ হয়ে যাচ্ছে?
- না সত্যিটা তা ঠিক এটা নয়, হয়ত একটু পিছিয়ে গেছে কিন্তু শেষ হয়ে যায়নি। হতে পারে তাদের নতুন ব্যবসায়িক ধারা বুঝতে একটু সমস্যা হচ্ছে কিন্তু তারা চেষ্টা করছে এবং আশা করি খুব দ্রুত বাংলাও ব্যাঙ্গালোরের মতো উন্নতি করবে।
২) কি কারণ হতে পারে এর? কেন বাংলাতে ভালো স্টার্ট আপ হচ্ছে না? ভালো ভালো স্টার্ট আপ কোম্পানি দিল্লি বোম্বে কেন চলে যাচ্ছে?
- আপনার কথা একদিক থেকে ঠিক, আসলে এখানকার মানুষের লক্ষ্য বলতে পারেন স্থির না। সবাই আসে আমার কাছে ব্যবসা করবে ফান্ড চাই, কিন্তু কেন কীজন্য কি খাতে কত প্রয়োজন, ব্যবসার দূরদর্শিতা নিয়ে পরিষ্কার ধারণাই নেই। আমরা শুধু বিনিয়োগ নয় তার সাথে ব্যবসার বিভিন্ন খাতে পরিষ্কার ধ্যান ধারনা দেওয়ার চেষ্টাই করছি।
৩) কোলকাতায় কি বিনিয়োগকারী নেই?
- না বিনিয়োগকারী আছে। তবে তারা কোলকাতাবাসীদের থেকে বেশী বাইরে বিনিয়োগ করছে।
৪) এমন কেন হচ্ছে?
- হতে পারে বিনিয়োগকারীদের কোলকাতার মধ্যে তেমন ব্যবসার প্রতি প্যাশন দেখতে পাচ্ছে না, ‘নায়কা’ তো কোলকাতার কোম্পানি সেটাও দিল্লীর একটি কোম্পানি ২০০ কোটি টাকায় কিনে নিয়েছে। তবে বাংলায় এখন অনেক ভালো ভালো মেণ্টর এসে গেছে।
৫) আচ্ছা এবার আসি অন্য প্রসঙ্গে, আপনি একাধারে স্টার্ট আপ ফাউণ্ডার অন্যদিকে এমএসএমই (MSME) প্রতিষ্ঠাতা উভয়ের সাথে মেশেন, এদের মাঝে পার্থক্য কি সেটা যদি বলেন!
- এমএসএমই হল মাইক্রো শ্মোল মিডিয়াম এই তিন ক্ষেত্রই এখানে থাকে, অন্যদিকে স্টার্ট আপের ধারনা একটু বিভ্রান্তিকর। এমএসএমই ব্যবসাদারদের ধারনা আছে তারা কি করতে চায় বা কিভাবে করতে চায় অন্যদিকে স্টার্ট আপ উদ্যোগপতিদের সামনে রাস্তা থাকলেও একজন পথপ্রদর্শকের অভাব থাকে।
৬) কিন্তু দেখা যায় স্টার্ট আপ অনেক তাড়াতাড়ি বিস্তার করে যেখানে এমএসএমই একই যায়গায় আটকে থাকে। এমন কেন হয়?
- তার একটি কারণ হতে পারে এমএসএমই মালিকরা একটু রক্ষণশীল হয়। MSME মালিকেরা শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে চান না, কারণ তারা তাদের মালিকানা হারানোর ভয়ে থাকেন। সেটা স্টার্ট আপে হয় না তাই স্টার্ট আপ রিস্ক নিলেও তা বেশী লাভবান হয়।
৭) জেনারেশন পার্থক্যের জন্য অনেকসময় একটা ব্যবসা দাড়ায় না এটা কি ঠিক, কেন এমন হয়?
- হ্যাঁ এটা ঠিক,অনেকসময় এমন হয়। ব্যবসাদাররা অনেকেই মানতে চাননা যুগ বদলেছে ফলে বিনিয়োগের হাল হকিকত বদলেছে। তারা তাদের পুরানো ধ্যান ধারনা নিয়ে পরবর্তী যুগের কাছ থেকে সেই একইভাবে ব্যবসা চালাতে বললে তাতো সমস্যা করবেই।
৮) বাংলার তো সেরম কোন ভালো বড় কোম্পানি নেই!
- একদম ভূল কথা, সেঞ্চুরিপ্লাই , গ্রিনপ্লাই এরা সব কোলকাতার কোম্পানি, সোনার মধ্যে সেনকো, জামা কাপড়ে মান্যবর খেলা ঘুরিয়ে দিয়েছে পুরো।
৯) কথাউ গিয়ে বাংলার রাজনৈতিক ক্ষেত্র এখানকার ব্যবসায় প্রভাব ফেলছে? যার জন্য কি নতুন কোন স্টার্ট আপ আসছে না?
- সেতো একটু অবশ্যই আছে কিন্তু তার থেকেও বেশী সমস্যা হল এখানকার মানুষের মানসিকতা আরও বড় সমস্যা করছে।
১০) মাড়োয়াড়ি ব্যবসায়ীদের ব্যবসা কখনো ডোবে না কেন? তারা কি কোনরকম ঝুঁকি নেয়না বলে?
- মাড়োয়াড়িদের ব্যবসা খুব ধীরে কিন্তু বিকশিত হয়, তবে বর্তমানে যুগ বদলাচ্ছে তারাও ঝুঁকি নিচ্ছেন, স্টার্ট আপ করছেন। তাদের কোম্পানিও লস হচ্ছে। ব্যবসার ক্ষেত্র বর্তমানে খুব দ্রুত বদলাচ্ছে যে যত নিজেকে এই পরিবর্তনের সাথে মানিয়ে নেবে তার ব্যবসা ততো লাভ করবে।




ব্রডকাস্ট চ্যানেল







ডেইলি ডিজিটাল নিউজ পেপার











Copyright © All Rights Reserved by Truee News Bangla is a copyright property of Independent Media Corp