০৬ জানুয়ারি ২০২৫

১ কোটি সদস্য নিয়ে রেকর্ড গড়বে বিজেপি, চ্যলেঞ্জ বিজেপি মুখপাত্রের

বাংলা সরকারের বিরুদ্ধে বরাবরই অকুতভয় তিনি। মঞ্চ হোক সাংবাদিক সন্মেলন বারংবার দুর্নিতির বিরুদ্ধে গর্জে উঠেছেন বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য।

১) অমিত শাহ সাম্প্রতিক সময়ে বাংলায় এসে বলে গেছেন খুব শীঘ্রই এক কোটি মেম্বারশিপ ছোঁবে বিজেপি এই রাজ্যে, সেই ধাপ পূরণে কতটা এগিয়েছে বাংলা?

  • এই বাংলা মাননীয় অমিত শাহ এসে যখন বলেছেন বিজেপি সদস্যসংখ্যা ১ কোটি ছোঁবে তখন তাই হবে, কিন্তু কোথায় কিভাবে হবে তা এখনই বলা সম্ভব না।

২) ২০২৬ এর ভোটের জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছে বিজেপি, মুখ্য প্রার্থী নিয়ে কি মত?

  • আমাদের মতে নেতা নয় নীতি বড়। বিজেপি নির্দিষ্ট মতাদর্শের উপর নির্ভর করে রাজনৈতিক কর্মকাণ্ড চালায়, সেক্ষেত্রে মুখ্য প্রার্থীর কোনো প্রয়োজন নেই। বাংলায় বিজেপি একমাত্র অন্তরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু তাকে হারাতে বিজেপিও যে অন্য আর এক মমতাকে আনবে তা আমরা মনে করিনা। বিজেপির অনেক নেতা আছেন যারা সামনের সাড়িতে থেকে প্রচার করবে। তার মধ্যে থেকে দল যাকে বুঝবে সেই মুখ্যমন্ত্রী হবে। ফিক্সড পলিটিকাল স্ট্র্যাটেজি বলে কিছু হয় না।

৩) বাংলার কোন সমস্যাটা আপনারা ক্ষমতায় এলে আগে ঠিক করবেন?

  • মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির সরকার সবথেকে বড় সমস্যা, সেটাই নির্মূল করা আমাদের প্রধান ও প্রাথমিক লক্ষ্য। বাংলার মানুষ নিস্তার চায় তার থেকে। এই সরকার দুর্নীতিকে প্রায় শিল্পের স্তরে নিয়ে গেছে। এমন কোন দপ্তর নেই যেখানে দুর্নীতি নেই, বাংলার মানুষ লূট হচ্ছে। আগে আমাদের তাদেরকে বাঁচাতে হবে।

৪) উপনির্বাচনে জিতছে মমতা, তা নিয়ে কী বলবেন?

  • উপনির্বাচনে কখনই আসল চিত্র দেখতে পাওয়া যায় না। পশ্চিমবঙ্গের নির্বাচন অন্য রাজ্যের থেকে ভিন্ন। অন্য রাজ্যের নির্বাচনেও শাসকদল হারে, বাংলায় হারে না, যদিও আমি একবার জিতেছিলাম উপনির্বাচনে। তবে এটা বিছিন্ন ঘটনা। তবে টিএমসির ভোটব্যাংক যে ভাঙেনি তা সঠিক নয়।

৫) কথাউ গিয়ে কি তৃনমূল ভয় পাচ্ছে বিজেপিকে?

  • হ্যাঁ সেতো পাচ্ছেই। আমাদের এত বিজেপিকর্মিকে খুন করেছে তারা। ২৭ জন মহিলা শুধু মাত্র নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ধর্ষিতা হয়েছে। সিবিআই তদন্ত করছে, পুলিশ সাক্ষ্যপ্রমাণ লুট করছে। তাহলেই স্পষ্ট বিজেপিকে ভয় পেয়েছে বলেই আটকানোর চেষ্টা করছে।

৬) প্রকল্প দিয়ে কি বাংলার মানুষকে কি পরিচালনা করছে তৃনমূল?

  • ভাতা সব স্থানেই আছে, কিন্তু এখানে ভাতা দিয়ে মানুষের রাজনৈতিক ক্ষমতাকে কিনে নিচ্ছে তৃনমূল, এটা গুরুতর অপরাধ। দরিদ্রতার সুযোগ নিচ্ছে তারা। দরিদ্রতা অভিশাপ অপরাধ নয়। মধ্যপ্রদেশে অনেক আমাদের লক্ষ্মীরভাণ্ডারের মতো প্রকল্প অনেক আগে থেকেই আছে সেটাই এখানে কপি করেছেন দিদি।

৭) ফিরহাদ হাকিম বলেছেন, সংখ্যালঘিশটদের আরও জনসংখ্যা বাড়াতে হবে কি বলবেন আপনি?

  • বাংলা ক্রমশ দারুল হাড়ব থেকে দারুল ইসলামে পরিণত হচ্ছে উনি ধর্মান্ধ মানুষ উনার তাই মনে হয়েছে উনি বলেছেন। বাংলাদেশি মৌলবিরা পাকিস্তানের তালিবানেরা এই কথা বলে উনিও বলেছেন এতে আশ্চর্যের কিছুই নেই। ২৭% মুসলিম বেড়ে ৩০ % হয়েছে, উনার নিজের এলাকাকে উনি মিনি পাকিস্তান বানিয়েছেন। একদিকে দুর্গা পূজা করছেন অন্যদিকে জনসংখ্যা বাড়াতে বলছেন, মানুষ এত বোকা নয় সব বোঝে।

৮) দলবদল নিয়ে কি বলবেন আপনি?

  • দলবদলের অধিকার সবার আছে, কিন্তু নেতারা দলবদল করতেই পারে, কিন্তু গরিব মানুষেরা দল বদল করলে খুন হতে হয়।

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার