০৬ জানুয়ারি ২০২৫

বাংলায় দিদি মোদী সেটিং নেই আছে পুলিশ, ক্রিমিনাল, টিএমসি সেটিং

বিজেপি মিডিয়া মুখপাত্র তিনি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মুখ খুলেছেন। তৃনমূলের অরাজকতা থেকে কেন্দ্রের বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়েও অকপট তিনি।

১)ওয়াকফ এমেডমেণ্ট বিল পাশ কোরানো উচিত?

  • পাশ তো শুধু হিন্দুর কাছে হবে তাতো নয়, সেটা তো সবার কাছেই পাশ হবে। মানুষতো ওয়াকফ কি জানতই না। হিন্দুদের তো এমন কোন বোর্ড নেই। দেশের প্রশাসন মানতে এত অসুবিধা কোথায় মুসলিমদের? বাংলায় আছে তাই তার নিয়ম মেনে চলতে হবে। এই বিল পাশ করুক, আমি তাই চাই।

২)বাংলাদেশে হিন্দুরা এত অত্যাচারিত, বিজেপি কেন কোন প্রতিবাদ করছে না?

  • যেই যেই দেশের ব্যাপার সেটা তারা মেটাবে। বাংলাদেশে ২৫% হিন্দু কমে ৬% হয়েছে। ভারত ঠিক ব্যবস্থা করবে যেহেতু এটা আন্তর্জাতিক ব্যাপার তাই কিছু পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, তবে বাংলাদেশে হিন্দুদের উপর এই অত্যাচার ভারত সহ্য করবে না। ভারত সবসময়য় বাংলাদেশের পাশে ছিল আছে ও থাকবে।

৩) বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের জন্য কি কেন্দ্র প্রতিবাদ করছে না?

  • না একদমই না, বাংলাদেশকে ভারতের প্রয়োজন নেই। ভারত ইতিমধ্যেই পাঁচটা সেলাই ইকোনমির মধ্যে পৌঁছে গেছে। অন্যের বাড়িতে আগুন লাগলে খুশি হবে এমন প্রধানমন্ত্রী নন। চিরকাল ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশ সেই সুযোগ নিয়ে ভারতের পেছনথেকে ছুড়ি মেরেছে। ভারত এখনও তাই চায়, ঐ দেশে হিন্দু মুসলিম ভালো থাকুক, কিন্তু ভারতের থেকে সাহায্য নিয়ে তাকেই গাল দেওয়া এটা খুবই কষ্টকর ও দুর্ভাগ্যজনক।

৪) পশ্চিমবঙ্গে কি এখনও আইনের শাসন রয়েছে?

  • অবশ্যই আছে। বাংলার সরকার যতই দুর্নীতি করুক কেন্দ্র কখনই সাধারণ মানুষকে বঞ্চিত করতে পারে না। কোন হিসাব বাংলা কেন্দ্রকে সঠিকভাবে দিতে পারে না। সাধারণ মানুষের জন্য পাঠানো ত্রাণ চুড়ি হয়। পুলিশ এই চুরিতে সাহায্য করে। বাংলার মানুষ এদের সাথে নেই।

৫) উপনির্বাচনের ফলাফল কেন অন্য কথা বলছে?

  • তৃনমূল ৩০% মুসলিম ভোট ও ১৭% হিন্দু বা সাধারণ মানুষের ভোটের উপর দাঁড়িয়েছে। সেখানে বাকি ৪০% সাধারণ মানুষের ভোট পায় খালি বিজেপি। তৃনমূল লিফলেট বিলি করে ভোট পায়। তৃনমূলের জেতা পুরোটাই চুড়ি করে ও জোচ্চুরি করে। তৃনমূল ইংরেজদের মতো বাংলাকে শেষ করতে চাইছে। বাংলাদেশি অবৈধদের বাংলায় অনুপ্রবেশ করিয়ে ভোট নিচ্ছে তৃনমূল। তৃনমূল এমন একটা নীতি যার কোন নীতি নেই একটাই নীতি ছাড়া দুর্নীতি।

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার